ভোটের মুখে বড় ধাক্কা হরিয়ানায়। এবার বিজেপি শিবিরে শোরগোল চরমে। হিসারের বিজেপি এমপি এবার দলত্যাগ করলেন। রবিবার বিজেপির প্রাথমিক সদস্যপদও ত্যাগ করলেন গেরুয়া শিবিরের এমপি ব্রিজেন্দ্র সিং। রাজনৈতিক কারণে তিনি এই দলত্য়াগ করছেন বলে জানিয়ে দিয়েছেন।
এদিকে দল ছাড়ার পরেই তিনি কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে চলে যান। দিল্লিতে তিনি খাড়গের বাসভবনে যান। সেখানেই তিনি একেবারে কংগ্রেসে যোগ দিয়ে দেন। এদিকে প্রাক্তন আমলার এই দলবদলকে কেন্দ্র করে কিছুটা হলেও শক্তি পেল কংগ্রেস। অজয় মাকেন, মুকুল ওয়াসনিক, দীপক বাবরিয়া সহ একাধিক কংগ্রেস নেতা হাজির ছিলেন মল্লিকার্জুন খাড়গের বাড়িতে।
তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন,আমি বিজেপির প্রাথমিক সদস্যপদও ছেড়ে দিয়েছি। রাজনৈতিক কারণে এই দলত্যাগ করেছি। আমি দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। হিসারের এমপি করার জন্য় আমি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
২০১৯ সালে তিনি ভোটে জিতেছিলেন। সেই সময় তিনি জেজেপির দুষ্মন্ত চৌতালা ও তৎকালীন কংগ্রেস প্রার্থী ভাব্য বিষ্ণোইকে পরাজিত করেছিলেন তিনি।
কার্যত রাজনৈতিক ঐতিহ্য রয়েছে তাঁর পরিবারের। তাঁর দাদু ছিলেন ছোটু রাম ছিলেন বিখ্য়াত কৃষক নেতা। তাঁর বাবা বীরেন্দর ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। মা প্রেমলতা সিং ছিলেন বিধায়ক। সেই পরিবার থেকে উঠে এসেছিলেন ব্রিজেন্দ্র সিং। তবে এবার তিনিই গেলেন কংগ্রেস। সেটাও আবার ঠিক লোকসভা ভোটের আগে। বিজেপিতে থেকে বেরিয়েই তিনি কংগ্রেসে যোগ দেন। একেবারেই সময় নষ্ট করেননি তিনি।