পঞ্জাবের অমৃতসর সীমান্তে পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি করে নিকেশ করল সীমান্ত রক্ষী বাহিনী। বিএসএফ সূত্রে খবর, বার বার ওই অনুপ্রবেশকারীকে চ্য়ালেঞ্জ করা হয়েছে। কিন্তু সে শোনেনি। এরপরই আত্মরক্ষার্থে গুলি করা হয়। তাতেই মৃত্যু হয়েছে ওই অনুপ্রবেশকারীর। ঠিক কী হয়েছিল ঘটনা? BSF সূত্রে খবর,সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছেই কোনও একটি সন্দেহজনক কিছুর নড়াচড়া দেখতে পাওয়া যায়। এরপর বোঝা যায় এক অনুপ্রবেশকারী অমৃতসর সেক্টর দিয়ে সীমান্ত পেরোচ্ছে। ভারতের মাটিতে সে ঢুকে পড়েছিল। পঞ্জাব ফ্রন্টিয়ারের পিআরও জানিয়েছেন, বাহিনী চ্যালেঞ্জ করেছিল। কিন্তু সে থামতে চায়নি। সে ক্রমে এগিয়ে আসছিল। এরপরই আত্মরক্ষার্থে বাহিনী ওই অনুপ্রবেশকারীর উপর গুলি করে। এরপর স্পটেই ওই অনুপ্রবেশকারীর মৃত্যু হয়।
বুধবার সন্ধ্যা নাগাদ ওই অনুপ্রবেশকারী ভারতের মাটিতে প্রবেশ করার চেষ্টা করছিল। বাহিনী এনিয়ে চ্যালেঞ্জও জানায়। কিন্তু তারপরেও সে থামেনি। তখনই আত্মরক্ষার্থে কার্যত গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ। তবে ওই অনুপ্রবেশকারী কী জন্য ভারতের মাটিতে প্রবেশ করার চেষ্টা করছিল তা নিয়ে কিছু জানা যায়নি। তবে এর আগেও অমৃতসর সীমান্তে ড্রোন ধরা পড়েছিল। এবার একেবারে পাকিস্তানি অনুপ্রবেশকারী নিকেশ করল বিএসএফ।