IPL 2024: দামীরাই চূড়ান্ত ব্যর্থ- ২৪.৭৫ কোটির স্টার্ক থেকে শুরু করে ১৪ কোটির ড্যারিল মিচেল, ফ্লপদের তালিকা বেশ লম্বা
Updated: 19 Apr 2024, 10:06 PM ISTBig ticket, flop show: আইপিএল প্রায় মাঝ পর্যায়ে এসে পড়েছে। এবং এখন প্লেয়ারদের পারফরম্যান্সের চিত্রটা অনেকটাই পরিষ্কার। এবং দেখা যাচ্ছে, দামী প্লেয়াররাই সবচেয়ে বেশি হতাশ করেছেন। এই তালিকায় স্টার্ক, ড্যারিল মিচেল সহ রয়েছে একাধিক বড় নাম। দেখে নিন সেই তালিকা।
পরবর্তী ফটো গ্যালারি