জেল থেকে মুক্তি হল না ইমরানের! তথ্য ফাঁস মামলায় প্রাক্তন পাক PM কে আরও ১৪ দিন থাকতে হবে কারাবন্দি
Updated: 30 Aug 2023, 06:23 PM IST Sritama Mitra 30 Aug 2023 Imran Khan, imran Khan's jail custody extended, ইমরান খান, ইমরান খানের জেল হেফাজতের মেয়াদ বাড়লতোশাখানা মামলায় তাঁর বিরুদ্ধে দেশের প্রাপ্ত রাষ্ট্রীয় উপহার বিক্রি করার অভিযোগ রয়েছে। সেই মামলাতেই তাঁর জামিন মঞ্জুর করে ইসলামাবাদ হাইকোর্ট। সেই মামলায় জামিন খারিজ হলেও গোপন তথ্য ফাঁস মামলায় তাঁর জেলের মেয়াদ ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
তোশাখানা মামলায় ইতিমধ্যেই মঙ্গলবার জামিন পেয়েছেন ইমরান। তবে স্বস্তি ফিরল না পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। এবার রাষ্ট্রীয় তথ্য ফাঁস মামলায় তাঁর ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ বাড়িয়ে দিল পাকিস্তানের কোর্ট। তাঁর রিমান্ড বাড়ল ১৪ দিনের। ফলে এই মামলায় ঘোরতোর বিপাকে পড়ে গেলেন ইমরান খান। এর আগে ঘুষ মামলায় ও খুনের মামলায় ইমরান খানিকটা স্বস্তি পেলেও নতুন করে তথ্য ফাঁস মামলায় ফের বিপাকে 'কাপ্তান'। REUTERS/Akhtar Soomro/File Photo
(REUTERS) পরবর্তী ফটো গ্যালারি