JFC vs EBFC Live Streaming: খালিদের দলের বিরুদ্ধে হিসেব বদলানোর চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের, কখন, কোথায় ফ্রি-তে দেখবেন ম্যাচ?
Updated: 21 Feb 2024, 10:56 PM IST Jamshedpur FC vs East Bengal FC, ISL 2023-24, Jamshedpur FC, East Bengal FC, NorthEast United FC, FC Goa, Indian Super League 2023-24, Bengali Sports News, আইএসএল ২০২৩-২৪, জামশেদপুর এফসি, ইস্টবেঙ্গল এফসি Tania Roy 21 Feb 2024আইএসএলে কখনও ইস্টবেঙ্গল পরপর দু'টি ম্যাচে জেতেনি। তাই হিসেব ওল্টানোর সুযোগ থাকছে ইস্টবেঙ্গলের সামনে। তবে লাল-হলুদের প্রাক্তন কোচ খালিদ জামিলের দলকে হারানো মোটেই সহজ নয়। জামিল কোচ হয়ে আসার পর থেকে ভাগ্য ঘুরে গিয়েছে জামশেদপুরের। মুম্বই সিটির মতো দলের বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে পড়েও হারিয়ে দিয়েছে তারা।
পরবর্তী ফটো গ্যালারি