India vs Australia 4th Test: টেস্ট ম্যাচের রং বদলাতে বিশেষ সময় লাগে না। তবু আমদাবাদ টেস্টের প্রথম দিনের খেলা দেখে এটা বলতেই হয় যে, পরিবেশ-পরিস্থিতিকে যথাযথ কাজে লাগিয়েছে অস্ট্রেলিয়া। কোথায় ভুল হল রোহিতদের? দেখে নিন একনজরে।
1/5সিরিজের প্রথম তিনটি টেস্টে ভারতীয় দল পছন্দের ঘূর্ণি পিচ হাতে পায়। তবে চতুর্থ টেস্টের পিচ তুলনায় ভিন্ন। এমনটা নয় যে, আমদাবাদের বাইশগজে বল ঘোরার সম্ভাবনা নেই। তবে প্রথম দিন থেকেই যে বল ঘুরবে না, সেটা বোঝা যাচ্ছিল পিচের চেহারা দেখেই। এমন পিচে টস জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। শুরুতে ব্যাট করলে বড় রানের ইনিংস গড়ার সম্ভাবনা প্রবল। যদিও রোহিত শর্মা এমন পরিস্থিতিতে টস হেরে বসেন। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। অনুকূল পরিবেশ কাজে লাগিয়ে অজি ব্যাটসম্যানরা প্রথম দিনে লড়াইয়ের রসদ সংগ্রহ করে নেন। ছবি- এএনআই।
2/5ইনিংসের ৫.৫ ওভারে উমেশ যাদবের বলে ট্রেভিস হেডের অতি সহজ ক্যাচ ছাড়েন উইকেটকিপার কেএস ভরত। হেড তখন ব্যক্তিগত ৭ রানে ব্যাট করছিলেন। জীবনদান পাওয়ার পরে হেড অস্ট্রেলিয়াকে শক্ত ভিতে বসিয়ে দেন। শেষমেশ ১৫.৩ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন ট্রেভিস হেড। ৪৪ বলে ৩২ রান করেন তিনি। মারেন ৭টি চার। অস্ট্রেলিয়া দলগত ৬১ রানে ১ উইকেট হারায়। উমেশ শুরুতেই হেডকে ফেরালে ছবিটা অন্যরকম হতেও পারত। ছবি- টুইটার।
3/5আমদাবাদের পিচে সবুজ ঘাসের ছোঁয়া রয়েছে। যে পিচে শুরুর দিকে স্পিনারদের জন্য সাহায্য থাকে না, সেখানে পেসারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তবে দুই ভারতীয় পেসার ম্যাচের শুরুতেই দলকে উইকেট এনে দিতে পারেননি। শামিকে শুরুতে এলোমেলো দেখায়। উমেশ সুযোগ তৈরি করলেও ভরতের ব্যর্থতায় তা কাজে লাগাতে পারেনি টিম ইন্ডিয়া। দুই ওপেনার ভিত গড়ার পরে অস্ট্রেলিয়া বড় রানের পথে এগিয়ে যায়। শামি যদিও পরে একজোড়া উইকেট তুলে ভারতকে লড়াই থেকে একেবারে ছিটকে যেতে দেননি। ছবি- রয়টার্স।
4/5দিনের দ্বিতীয় সেশনে উইকেট তুলতে না পারেনি ভারত। লাঞ্চের পরে স্মিথ-খোয়াজা জুটি পুনরায় ব্যাট করতে এলে দুই ব্যাটসম্যানকে সেট হওয়ার সুযোগ দেয় টিম ইন্ডিয়া। হাতে উইকেট থাকায় শেষবেলায় আগ্রাসী হওয়ার সাহস দেখান ক্যামেরন গ্রিন। ছবি- এপি।
5/5পুরনো বলে ভারতীয় স্পিনারদের ঠিক মতো সামলাতে পারছিলেন না দুই অজি ব্যাটসম্যান খোয়াজা ও গ্রিন। ৭৭, ৭৮ ও ৭৯তম ওভারে কোনও রান তুলতে পারেনি অস্ট্রেলিয়া। ৮০তম ওভারে ১ ও ৮১তম ওভারে ২ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ৮১ ওভারে অজিদের সংগ্রহে ছিল ৪ উইকেটে ২০১ রান। উইকেটের খোঁজে ভারত নতুন বল নিতেই ঝড়ের গতিতে রান উঠতে থাকে। শেষ ৯ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫৪ রান তোলে অস্ট্রেলিয়া। ফলে দিনের শেষে তাদের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২৫৫ রান। অস্ট্রেলিয়ার উপর চাপ বজায় রাখলে দিনের শেষে তুলনায় সুবিধাজনক জায়গায় থাকত টিম ইন্ডিয়া। ছবি- পিটিআই।