প্রায় ২২ কোটি টাকার দুর্নীতি মামলায় ইডি হেফাজতে আছেন অর্পিতা বর্তমানে। সেখানের সাধারণ খাবার নাকি তাঁর মুখে রুচছে না! আসলে তিনি যে ছিলেন ফিটনেস ফ্রিক। শরীরচর্চা করতেন নিয়ম মেনে।
1/5২১ কোটির দুর্নীতির মামলায় চর্চায় আছেন পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন অর্পিতা। বাংলা ছবির পাশাপাশি ওড়িয়া এবং তামিল ছবিতেও অভিনয় করেছেন অর্পিতা। ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা ২৬ হাজারেরও বেশি।
2/5নিয়মিত করতেন শরীরচর্চা। এমনকী, সেই নিয়ে নানা কোটেশনও শেয়ার করে নিতেন সোশ্যাল মিডিয়ায় নিজের অনুরাগীদের সঙ্গে। তাঁর পোস্ট থেকেই স্পষ্ট বোঝা যায়, নিজেকে ফিট রাখতে কড়া নজর দিতেন তিনি।
3/5বিধাননগর সিজিও কমপ্লেক্সে ইডি হেফাজতে আছেন তিনি। আপাতত সেখানেই তাঁকে জেরা করা হচ্ছে। আগামী ৩ অগস্ট অবধি তিনি এখানেই থাকবেন। তারপর তাঁকে তোলা হবে আদালতে। তবে ইডি-র তরফে দেওয়া ভাত-তরকারি-রুটি মুখে রুচছে না তাঁর। জানা গিয়েছে ইডিকে অর্পিতার আইনজীবী কিছু কাজু-পেস্তা কিনে এনে দেন। যদিও তা অভিযুক্তকে দেওয়া হয়নি।
4/5তবে অর্পিতার কিছু পোশাক নিয়ে আসা হয়েছে বাড়ি থেকে। সেগুলো ইডি-র মহিলা আধিকারিকরা তাঁর হাতে তুলেও দিয়েছেন।
5/5অর্পিতার মোট সম্পত্তির পরিমাণ আকাশছোঁয়া। তিনটি নেইল পার্লার রয়েছে তাঁর। বেলঘরিয়া এলাকায় রয়েছে দুটি ফ্ল্যাট। তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে চোখ রাখলেই বোঝা যাবে বিলাসবহুল জীবনযাপন করতে অভ্যস্ত ছিলেন। প্রায়ই ঘুরতে যেতেন, খেতেন বড় বড় রেস্তোরাঁয়।