কলকাতা লিগ শুরু হয়ে গিয়েছে। আগামী ১০ জুলাই পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে কলকাতা লিগের অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই কলকাতায় এসে গিয়েছেন কলকাতা লিগে ইস্টবেঙ্গল ডেভলপমেন্ট দলের কোচ বিনো জর্জ। ট্রায়ালের মাধ্যমে ফুটবলারও বেছে নিয়েছেন তিনি। আসন্ন কলকাতা লিগের জন্য প্রাক মরশুম প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। গতবারের থেকে এবারের ফলাফল আরও ভালো করতে চান ইস্টবেঙ্গলের ডেভলপমেন্ট দলের প্রধান কোচ।
প্রাক মরশুম প্রস্তুতি শিবির শুরু করেই লাল-হলুদ সমর্থকদের উন্মাদনা আরও বাড়িয়ে দিলেন তিনি। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেই ভিডিয়োতে কোচ বিনো জর্জকে বলতে দেখা যায়, ইস্টবেঙ্গল তাঁর পরিবারের মতো হয়ে গিয়েছে। গতবারের চেয়ে এবার আরও ভালো পারফরম্যান্স করতে তারা প্রস্তুত। বিনো জর্জ জানিয়েছেন, 'ইস্টবেঙ্গল এখন আমার পরিবার হয়ে গিয়েছে। আমরা আশা করছি গতবারের থেকে এবার আমরা আরও ভালো পারফরম্যান্স করব। এবারও ক্লাব আমায় দায়িত্ব দিয়েছে। বিশেষ করে আমি জুনিয়র এবং সিনিয়র দলের দায়িত্ব সামলাচ্ছি। ভালো লাগছে ইস্টবেঙ্গলের দায়িত্ব পেয়ে। অনেক চ্যালেঞ্জিং আমার কাছে।'
ইস্টবেঙ্গল ডেভলপমেন্ট দলের কোচ বিনো জর্জ আরও বলেন, 'আমি বিশ্বাস করি, এই দল চ্যাম্পিয়ন হবে। সেই ভাবেই দল গঠন করা হয়েছে। তরুণ ফুটবলারদের প্রতিভা নিয়ে কোনও কিছু বলার নেই। আমরা কঠোর অনুশীলনের মাধ্যমে দলকে তৈরি করছি। সবাই সেরাটা দিতে প্রস্তুত। এবার চ্যাম্পিয়ন হয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই।'
করোনার পর এই প্রথমবার তিন প্রধান কলকাতা লিগে খেলতে নামছে। তবে গত কলকাতা লিগে মোটেই ভালো পারফরম্যান্স করেনি লাল-হলুদ শিবির। এবার ট্রফি নিয়ে সমর্থকদের উপহার দিতে চাইছে ইস্টবেঙ্গল শিবির। এবার কলকাতা লিগে কোনও বিদেশি ফুটবলার খেলাতে পারবে না কোনও দল। ফলে দেশের ফুটবলার রেখেই দল গড়তে হয়েছে সবাইকে।
এখনও পর্যন্ত আইএফএ দুটি করে ম্যাচের সূচি প্রকাশ করেছে। ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচ ১৩ জুলাই রেইনবো অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে। মোহনবাগান কলকাতা লিগ শুরু করছে ৫ জুলাই পাঠচক্রর বিরুদ্ধে। তাদের দ্বিতীয় খেলা ১২ জুলাই টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে। মহমেডান যাত্রা শুরু করবে ৬ জুলাই ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে দ্বিতীয় ম্য়াচ ১২ জুলাই কলকাতা ফুটবল ক্লাবের বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।