FIH Hockey 5s World Cup 2024 India vs Egypt: বুধবার এফআইএইচ হকি 5 এর পুরুষদের বিশ্বকাপে মিশরের মুখোমুখি হয়েছিল ভারতীয় হকি দল। এক উত্তেজনাপূর্ণ ম্যাচে মিশরকে ৬-৪ ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। ভারতের হয়ে গোল করেছেন মহম্মদ রাহিল (৮'), পবন রাজভর (৯'), মনিন্দর সিং (১০', ২৩'), মনদীপ মোর (১১'), এবং উত্তম সিং (১৩')। মিশরের অধিনায়ক আমর সঈদ (১৪', ১৯'), মোস্তাফা রাগব (২৩'), এবং করিম আতেফ (২৪') তাদের দলের হয়ে গোল করেছিলেন। ওমানের মাস্কাটে বুধবার মিশরকে ৬-৪ গোলে হারিয়ে FIH হকি 5 পুরুষদের বিশ্বকাপে ভারত পঞ্চম স্থানে রয়েছে।
এদিনের ম্যাচে ভারত শুরু থেকেই আধিপত্য বিস্তার করেছিল। মহম্মদ রাহিল এবং পবন রাজভারের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারত। মনিন্দর সিং, মনদীপ মোর এবং উত্তম সিং দ্রুত পরপর গোল যোগ করে ভারতের সুবিধা বাড়িয়ে দেন এবং ভারতের হয়ে খেলার গতি অব্যাহত রাখেন।
তবে এরপরে মিশর তাদের আক্রমণ জোরদার করে এবং আমর সাইদ তার দলকে লড়াইয়ে টিকিয়ে রাখতে দুটি গোল করেন। হাফ টাইমে ৫-২ এগিয়ে ছিল ভারত। দ্বিতীয়ার্ধে মিশর প্রত্যাবর্তনের জন্য আক্রমনাত্মক খেলে এবং আক্রমণের ঢেউ তোলে। কিন্তু মনিন্দর সিং আবার গোল করেন, ভারতকে ৬-২ ব্যবধানে এগিয়ে দেন। এদিকে, মিশর মোস্তফা রাগব এবং করিম আতেফের মাধ্যমে দ্রুত গোল করে। এর পরে ভারত রক্ষণের দিকে মনোনিবেশ করে এবং ম্যাচের শেষ পর্যন্ত তাদের লিড ধরে রাখে।
এদিনের জয়ের আগে মঙ্গলবার FIH হকি 5 পুরুষদের বিশ্বকাপের পঞ্চম থেকে অষ্টম স্থানের শ্রেণিবিভাগের ম্যাচে ভারতীয় পুরুষ হকি দল কেনিয়ার বিরুদ্ধে ৯-৪ ব্যবধানে জয়লাভ করেছিল। সেই ম্যাচে উত্তম সিং হ্যাটট্রিক করেছিলেন। মনিন্দর সিংয়ের চারটি গোলের সাহায্যে, ভারত তৃতীয় এবং চূড়ান্ত পুল ম্যাচে জ্যামাইকাকে ১৩-০ গোলে পরাজিত করেছিল এবং FIH হকি 5 পুরুষদের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছিল। তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪-৭ গোলে হেরে টুর্নামেন্টের সেমিতে যেতে পারেনি ভারত। এরপরে কেনিয়াকে ৯-৪ এ হারিয়ে পঞ্চম স্থানের লড়াইয়ে প্রবেশ করেছিল ভারত। এই ম্যাচে মিশরকে হারিয়ে পঞ্চম স্থান দখল করে ভারত।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ড। দ্বিতীয় স্থান দখল করেছে মালয়েশিয়া। তৃতীয় স্থান দখল করেছে ওমান এবং পোল্যান্ড চতুর্থ হয়েছে। এরপরেই পাঁচ নম্বরে রয়েছে ভারত। ছয় হয়েছে মিশর। সাত নম্বর স্থান দখল করেছে কেনিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।