বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Durand Derby Final: ডার্বি শেষে হাতাহাতি দুই দলের সমর্থকদের, গুরুতর আহত একাধিক

Durand Derby Final: ডার্বি শেষে হাতাহাতি দুই দলের সমর্থকদের, গুরুতর আহত একাধিক

মোহনবাগান সমর্থদের সঙ্গে হাতাহাতিতে আহত ইস্টবেঙ্গল সমর্থকরা। ছবি-পিটিআই (PTI)

ডুরান্ড ডার্বি শেষে হাতাহাতি দুই দলের সমর্থকদের মধ্যে। যার মধ্যে গুরুতর আহত হয়ে দুই জন ভর্তি হাসপাতালে।

মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বি মানেই আলাদা উত্তেজনা। দুই দলের সমর্থকদের মধ্যে বাকযুদ্ধ। কেউ একে অপরকে ছেড়ে কথা বলে না। এই চিত্র নতুন কিছু নয়। যুগের পর যুগ সেই ধারাতেই তা চলে আসছে। শুধু ৯০ মিনিটের জন্য একে অপরের শত্রু, এমনটা বলা না গেলেও, মাঠের বাইরে দেখা যায় অন্য ছবি। তবে অধিকাংশটাই ঘটে দুই দলের সমর্থকদের হিংসার মাধ্যমে এবারও তা অন্যথা হয়নি। বরং এবারের ডার্বি ছিল দুই দলের সমর্থকদের কাছেই বেশ গুরুত্বপূর্ণ। যে জিতবে সেই চ্যাম্পিয়ন হবে।

পাশাপাশি এই ডুরান্ডের গ্রুপ পর্বের ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে হারতে হয় বাগানকে। ফলে ডুরান্ড ফাইনাল বদলার ম্যাচ ছিল জুয়ান ফেরান্দোর কাছে। আর এই ফাইনাল ম্যাচকে ঘিরে উন্মাদনাও ছিল চরমে। এমনকী এই ম্যাচের টিকিটের হাহাকার দেখা দেয়। ডুরান্ড কমিটির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দুই দলের সমর্থকরা। কম সংখ্যক টিকিট ছাড়াকে নিয়ে উত্তাল হয়ে ওঠে ময়দান। যদিও যুবভারতীয় কানায় কানায় না ভাবলেও প্রত্যাশিত যে ভিড়, তা লক্ষ্য করা যায়।

সুপার সানডের এই ম্যাচে অনিরুদ্ধ থাপার লাল কার্ড দেখে মাঠ থেকে বেড়িয়ে যাওয়ায় বেশ আনন্দিত হয় লাল-হলুদ সমর্থকরা। কিন্ত তা খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। পেত্রাতোসের গোলে এগিয়ে যেতেই লাল-হলুদ সমর্থকদের গর্জন থামিয়ে দেন বাগান সমর্থকরা। যদিও আর ইস্টবেঙ্গল কামব্যাক করতে পারেনি। ফলে ম্যাচ জিতে ২৩ বছর পর ডুরান্ড চ্যাম্পিয়ন হয় বাগান। আর এই ম্যাচ শেষ হতে না হতেই ফাকা হয়ে যায় ইস্টবেঙ্গল গ্যালারি। কিন্তু মাঠে থাকেব বাগান সমর্থকরা।

এরপরই ঘটে অপ্রীতিকর ঘটনা। যার জেরে ফের একবার কলঙ্কিত হল বাংলার ফুটবল। ম্যাচ শেষ হলেও কাঁদাপাড়ার মোরে চলল দুই দলের সমর্থকদের মধ্য বচসা। পরিস্থিতি হাতাহাতির পর্যায়েও চলে যায় বলে জানা গিয়েছে। যার মধ্যে গুরুতর আহত হয়েছেন দুই জন ইস্টবেঙ্গল সমর্থক। জানা গিয়েছেন এক জনের চোখে গুরতর আঘাত লাগায় তাঁকে স্টেডিয়ামের পাশেই এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর চোখ নষ্টও হয়ে যেতে পারে। আরও এক সমর্থককেও সেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইস্টবেঙ্গল সমর্থকরা অভিযোগ তুলেছেন মোহনবাগানের দিকে।

পাশাপাশি বিনা টিকিটে মাঠে প্রবেশ করতে যাওয়ায় বিধাননগর পুলিশ গ্রেফতার করল ৮১ জন সমর্থককে। এই ম্যাচকে ঘিয়ে যে পরিমান উন্মাদনা ছিল, সেই তুলনায় সমর্থকরা টিকিটও পেয়েছেন অনেক কমই। ফলে মাঠে প্রবেশ করার একটা প্রবনতা দেখা দেয়। ত্রিস্তরীয় নিরাপত্তা ভেদ করে তারা মাঠে প্রবেশ করতে পারেনি। ফলে সেখানেই তাদেরকে গ্রেফতার করা হয়।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার 'কর্মবিরতিতে' প্রাইভেট হাসপাতালের চিকিৎসকরা ‘সহ্য় করা কঠিন…’! স্ত্রী-সন্তান না থাকায় ‘একা’ লাগত, সিমিকে জানান রতন টাটা ইমেল ডাউনলোড করবেন কিন্তু কীভাবে করতে হয়? জেনে নিন পদ্ধতি জাপানে পড়াশোনায় ইচ্ছুক? ভিসা পাবেন খুব সহজে, জেনে নিন আরও বেশি করে Gold Loan নিচ্ছেন গ্রাহকরা, তাহলে RBI চিন্তিত কেন? নুন থেকে IT,১০ সেক্টরে ৩০ সংস্থা; টাটা গোষ্ঠীর অধীনে কোন কোন কোম্পানি আছে জানেন? Walking Benefits: দুপুরের লাঞ্চের পর ১০০ কদম হাঁটাই যথেষ্ট! 'ব্রাহ্মণ' হওয়ার গর্ব জাহির করতে গাড়িতে বিতর্কিত পোস্টার বেঙ্গালুরুর CEO-র বনবাস কাটিয়ে কামব্যাক, রঞ্জিতে ঝাড়খণ্ডের অধিনায়ক ইশান স্ক্রিনিংয়ে কেউ হাসেনি ওয়ালকাম দেখে, স্ট্রেসের কারণে হাসপাতালে ভর্তি হন পরিচালক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.