এএফসি কাপে তিন বার মোহনবাগান সুপার জায়ান্টস মুখোমুখি হয়েছে বাংলাদেশের বসুন্ধরা কিংসের। প্রথমবার মালেতে ১-১ গোলে ড্র হয়েছিল ম্যাচ। দ্বিতীয় বার কলকাতায় ৪-০ গোলে জেতে বাগান। আর শেষ বার ওড়িশার মাঠে ২-২ গোলে ড্র হয়। মঙ্গলবার ঢাকার কিংস এরিনায় ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায় দুই দল চতুর্থ বারের মতো মুখোমুখি হতে চলেছে। এবারও লড়াই এএফসি কাপের মঞ্চে। তবে এবার ম্যাচটা বাংলাদেশের মাঠে খেলতে হবে মোহনবাগানকে।
বিজয়া দশমীর রাতে বসুন্ধরা কিংসের কাছে ২-২ ড্র করার ফলে এএফসি কাপের গ্রুপ পর্বের রাস্তা বেশ কঠিন পড়েছে মোহনবাগানের কাছে। তার উপর তো রয়েছেই চোট-আঘাত সমস্যা। বাগানের নির্ভরযোগ্য ডিফেন্ডার আনোয়ার আলিকে চোটের কারণে পাওয়া যাবে না। আশিক কুরুনিয়ান আগেই ছিটকে গিয়েছেন। এই মরশুমে তাঁর মাঠে ফেরার সম্ভাবনা কার্যত নেই। তবে পরিস্থিতি যাই হোক না কেন, জিততে মরিয়া বাগান। তবে এই ম্যাচে বসুন্ধরা কিংসও কলকাতার দলের বিরুদ্ধে তাদের প্রথম জয়ের খোঁজে থাকবে। আর এই ম্যাচ থেকে বসুন্ধরা তিন পয়েন্ট পেলে, তারা গ্রুপ শীর্ষে থাকা বাগানকে ধরে ফেলবে। প্রথম তিন ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ৭, কিংসের ৪। সবুজ-মেরুন ব্রিগেডও চাইবে, তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে পয়েন্টের ব্যবধান বাড়াতে।
ম্যাচের আগে জয়ের জন্য মরিয়া ভাবটা ফুট ওঠে বাগান কোচ জুয়ান ফেরান্দোর গলাতেও। তিনি বলেন, ‘এএফসি কাপ টুর্নামেন্টই বেশ কঠিন। আমাদের কাছে বসুন্ধরা ম্যাচটাও যথেষ্ট কঠিন। বাংলাদেশকে সে ভাবে না জানলেও, এটুকু জানি যে বসুন্ধরা এখানকার চ্যাম্পিয়ন দল এবং ভালো দল। এই দলের অনেকেই জাতীয় দলে খেলে। আমরা প্রতিপক্ষকে সন্মান করি। তবে আমাদের এই ম্যাচে জিততেই হবে এবং সে জন্য সেরাটা দিতেই হবে।’ সঙ্গে তিনি যোগ করেছেন, ‘বসুন্ধরা যে তাদের ঘরের মাঠে শক্তিশালী, এই নিয়ে কোনও সন্দেহ নেই। যে কোনও টুর্নামেন্টেই অ্যাওয়ে ম্যাচ হোম ম্যাচের চেয়ে কঠিন হয়। তবে আমাদের একটা নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। যে পরিকল্পনা কার্যকরী করলে আমরা তিন পয়েন্ট পেতে পারি। এটাই আমাদের মানসিকতা। এখন আমাদের গ্রুপ পর্বের শেষ তিন ম্যাচে জিততেই হবে। বসুন্ধরারও পরের রাউন্ডে যাওয়ার ক্ষমতা রয়েছে। তাই আমাদের এই ম্যাচে জিততেই হবে।’
এএফসি-র ক্লাব টুর্নামেন্টে যেহেতু ছ’জন করে বিদেশি মাঠে নামানোর নিয়ম চালু করা হয়েছে, তাই মোহনবাগান তাদের ছয় বিদেশিকেই দলে রাখতে পারে। তবে গত ম্যাচে মোহনবাগান প্রথম একাদশে পাঁচ বিদেশিকে রেখেছিল। ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল এবং হেক্টর ইউস্তে, মাঝমাঠে হুগো বৌমাস এবং দুই স্ট্রাইকার পেত্রাতোস ও জেসন কামিন্স খেলেছিলেন। এছাড়াও আনোয়ার আলি, লিস্টন কোলাসো, আশিস রাই, সাহাল আব্দুল সামাদ ও গ্লেন মার্টিন্স ছিলেন দলে। গোলে যথারীতি বিশাল কায়েথ। তবে এই ম্যাচে আনোয়ারকে পাওয়া যাবে না। বসুন্ধরার বিরুদ্ধে ম্যাচেই তাঁর পায়ে চোট লেগেছিল। এবং তিনি আপাতত অন্তত মাস খানেকের জন্য মাঠের বাইরে। তাঁর জায়গায় সম্ভবত খেলবেন শুভাশিস বোস। তবে আনোয়ারকে না পাওয়াটা বড় সমস্যা বলে মানতে রাজি নন ফেরান্দো। তিনি বলেছেন, ‘ফুটবলে তো চোট হয়েই থাকে। আমি খুশি যে, আমাদের দলে অনেক ভালো ভালো খেলোয়াড় রয়েছে, যারা যে কোনও সময়ে মাঠে নামার জন্য তৈরি। তাই কারও চোট হলে তার বিকল্প খুঁজে পাওয়া নিয়ে তেমন সমস্যা হয় না।’
এখন দেনে নিন, মোহনবাগান-বসুন্ধরা ম্যাচ কখনও, কোথায় কী ভাবে দেখবেন?
এএফসি কাপ, ২০২৩-২৪ গ্রুপ লিগ:
ম্যাচ- বসুন্ধরা কিংস বনাম মোহনবাগান এসজি
ভেন্যু- কিংস এরিনা, ঢাকা
কিক অফ- ৭ নভেম্বর, ভারতীয় সময়ে সন্ধ্যা ৭.৩০
সম্প্রচার- ফ্যানকোড অ্যাপ
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।