একটি লম্বা সময় ধরে দানি আলভেজ ছিলেন ব্রাজিলের জাতীয় ফুটবল দলের একটি স্তম্ভ। রক্ষণভাগে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন তিনি। এখানেই শেষ নয়, তিনি ছিলেন বহু বিপক্ষ দলের স্ট্রাইকারদের কাছে আতঙ্ক। এমনকী ম্যাচের অনেক কঠিন সময়ে তিনি গোল করে দলকে জিতিয়েছিলেন বা ম্যাচে ফিরিয়েছিলেন। সব মিলিয়ে, ব্রাজিলের জাতীয় ফুটবল দলের একটি গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
তবে ২০২২ সালে দানি বিপাকে পড়েন। তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করা হয়েছিল একটি মহিলার তরফ থেকে। এবার সেই মামলায় বড় রায় দিলেন ক্যাটালনিয়ার শীর্ষ আদালত। সাড়ে চার বছরের হাজতের নির্দেশ দেওয়া হলো তাঁকে। এখানেই শেষ নয়, এর সঙ্গে দেড় লক্ষ ইউরোও দিতে হবে সেই মহিলাকে।
ঘটনাটি ২০২২ সালের। এক মহিলা প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার, তথা তারকা ডিফেন্ডার, দানি আলভেজের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনেন। মহিলার বক্তব্য যে বার্সেলোনার একটি নাইট ক্লাবে তাঁর উপর নির্যাতন করেছিলেন দানি। এরপর গতবছর জানুয়ারিতে গ্রেফতার করা হয় তাঁকে। যদিও প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা দাবি করেছিলেন যে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। পাশাপাশি, তিনি এটাও দাবি করেন যে শারীরিক সম্পর্ক সেই মহিলার অমতে হয়নি, বরং মতেই হয়েছিল। যদিও তারপর থেকে তিনি রিমান্ডে ছিলেন।
এরপর মামলা গড়ায় আদালত পর্যন্ত এবং অবশেষে বৃহস্পতিবার, অর্থাৎ ২২ ফেব্রুয়ারি ক্যাটালনিয়ার শীর্ষ আদালত সাড়ে চার বছরের হাজতের নির্দেশ দেয় এবং এর সঙ্গে দেড় লক্ষ ইউরো দিতে হবে। আদালতের তরফ থেকে একটি বিবৃতির মাধ্যমে তা জানানো হয়েছে। বিবৃতিতে লেখা, 'এটি প্রমাণিত যে নির্যাতিত মহিলা কোনও রকমের কোনও অনুমতি দেননি এবং দানির বিরুদ্ধে একাধিক প্রমাণ রয়েছে। সুতরাং, এটা প্রমাণিত যে মহিলাকে ধর্ষণ করা হয়েছে।' ঘটনাটি ছড়িয়ে পড়তেই চারিদিকে হইচই পড়ে যায়। সকলেই কটাক্ষ করেছেন দানিকে। এবার দেখার বিষয় এই ঘটনাকে কেন্দ্র করে আলভেজের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়।
উল্লেখ্য, দানি আলভেজের ফুটবল জীবন শুরু হয় ২০০৬ সালে। ডিফেন্ডারের ভূমিকায় খেলতেন এবং ১০০টির বেশি ম্যাচ খেলেন তিনি। এছাড়া বহু জনপ্রিয় ক্লাবের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। ২০০৭ এবং ২০১৯ সালে যখন ব্রাজিল কোপা আমেরিকা কাপ খেতাব জেতে তখন দানি সেই জয়ী দলের সদস্য ছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।