শুভব্রত মুখার্জি: গত কয়েকটি মরশুমে পরপর ব্যর্থতার সম্মুখীন হয়েছে ইস্টবেঙ্গল দল। ঘরোয়া লিগ হোক কিংবা আইএসএল- উভয়ক্ষেত্রেই নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। যার প্রভাব পড়েছে ফলাফলে। এবারে শুরু থেকেই সাবধানী ছিল দল। ঘর গোছানো থেকে শুরু করে কোচ নিয়োগ, সব কিছুতেই আর কোন ত্রুটি রাখতে চাননি কর্তারা। তবে কলকাতা লিগের শুরুতেই পুরনো রোগ ফিরল লাল হলুদে। প্রথম ম্যাচে একেবারে বর্ণহীন পারফরম্যান্স করলেন দলের ফুটবলাররা। ফলস্বরুপ রেনবো এসির কাছে আটকে যেতে হল তাদের। এর পর ম্যাচ শেষে ফুটবলারদের ব্যর্থতা ঢাকতে আসরে নেমে সাফাই গাইতে হল কোচ বিনো জর্জকে!
সিনিয়র দল থেকে রিজার্ভ দলে আসা সার্থক গোলুই, তুহিন দাসরা এদিন কিশোর ভারতী স্টেডিয়ামে একেবারে বর্ণহীন ফুটবল উপহার দিলেন। তাঁদের জঘন্য পারফরম্যান্সের প্রভাব পড়ল দলের খেলাতে। এদিন মাঠে লাল হলুদ ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল স্পষ্ট। আর এই কারণেই কলকাতা লিগের প্রথম ম্যাচেই রেনবোর কাছে আটকে গেল ইস্টবেঙ্গল। সারা ম্যাচে গোলের মুখ খুলতে ব্যর্থ বিনো জর্জের ছেলেরা।
লিগ শুরুর আগেই স্ট্রাইকারের খোঁজ শুরু করেছিলেন কেরলিয়ান কোচ বিনো। তবে লিগের প্রথম ম্যাচেই প্রকট হল ইস্টবেঙ্গলের স্ট্রাইকার সমস্যা। পক্সের কারণে এদিন খেলতে পারেননি জেসিন। স্ট্রাইকারে খেলানো হয় নিয়াসকে। একের পর এক গোল নষ্ট করেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। এদিন ম্যাচের শুরুতে ঘাড়ে এবং মাথায় গুরুতর চোট পেয়ে অ্যাম্বুলেন্সে মাঠ ছাড়তে হয় ইস্টবেঙ্গল গোলকিপার আদিত্য পাত্রকে। এক বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আদিত্যকে ছেড়ে দেওয়া হয়েছে। ১৭ জুলাই পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল দল।
ম্যাচে রেনবোর কাছে আটকে যাওয়ার পরে ইস্টবেঙ্গল কোচ বলেন, ‘অনুশীলনের পর্যাপ্ত সময় পাইনি। চোট, আঘাত রয়েছে ফুটবলারদের। পাশাপাশি দুই ফুটবলার চিকেন পক্সে আক্রান্ত। ফলে আমাদের সমস্যা বেড়েছে। গোটা ম্যাচ আমরা আধিপত্য নিয়ে খেলেছি। একজন ভালো স্ট্রাইকার থাকলে ম্যাচ জিতে পুরো পয়েন্ট নিয়েই ফিরতাম। পরের ম্যাচে ভুল শুধরে মাঠে নামব। সার্থক দলের সঙ্গে দেরিতে যোগ দিয়েছে। ফলে ওর মানিয়ে নিতে সময় লাগবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।