টোকিও অলিম্পিক্সে নীরজ চোপড়ার সোনা জয়ের রেশটা এখনও রয়ে গিয়েছে। আর হবে নাই বা কেন, একেই ট্র্যাক এন্ড ফিল্ডে প্রথম পদক পেল ভারত। তাও কিনা সেটা একেবারে গোল্ড মেডেল। স্বাভাবিক ভাবেই নীরজকে নিয়ে গর্বিত গোটা দেশ। আর গোটা দেশের মতো উচ্ছ্বসিত অলিম্পিক্সে ভারতের আর এক সোনাজয়ী ক্রীড়াবিদ অভিনব বিন্দ্রা।
বুধবার ২০২১ এইচটি লিডারশিপ সামিটের (HT Leadership Summit 2021) দ্বিতীয় দিনে অতিথি হিসেবে ছিলেন নীরজ চোপড়া এবং অভিনব বিন্দ্রা। ভার্চুয়াল আড্ডা হলেও সেই আড্ডা কিন্তু বেশ আকর্ষণীয় ছিল। সেখানে অভিনব বিন্দ্রার সামনেই নীরজ পরিষ্কার ভাবে জানিয়ে দেন, ‘অভিনব স্যারই এই বিশ্বাস আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন যে, আমরাও অলিম্পিক্সের মঞ্চে গিয়ে সোনা জিততে পারি। পদক আনতে পারি। এই বিষয়ে উনি আমাদের নেতৃত্ব দিয়েছিলেন। ভারতীয়দের মধ্যে থেকে পারব না এই মানসিক বাধাটাই তিনি ভেঙে দিয়েছিলেন। অভিনব স্যারের সোনার পদকই আমাদের উদ্বুদ্ধ করেছিল।’
আর নীরজ পাওয়ার পর থেকেই নিজের উচ্ছ্বাস জাহির করে আসছেন অভিনব বিন্দ্রা। এ দিন আরও একবার বিন্দ্রা বলে দেন, ‘কেউ আমার দলে যোগ দিয়ে আমার ভার লাঘব করল শেষ পর্যন্ত।’ তিনি এর সঙ্গেই যোগ করেন, ‘যখন আমি সোনা পেয়েছিলাম, তখন সাংবাদিক সম্মেলনে আমার প্রথম উত্তর ছিল, আশা করি এই সাফল্য অন্যদের জন্যও দরজা খুলে দেবে। আমি ওর (নীরজের) সোনা জেতার পর খুব খুশি হয়েছিলাম। মনে হয়েছিল, আমার সেই দিনের কথা সার্থক হয়েছে। নিজের সোনা পাওয়ার চেযেও বেশি খুশি হয়েছিলাম। এত দিন যেখানে যেতাম, সকলে পরিচয় করিয়ে দিতে যে একমাত্র স্বর্ণপদক জয়ী ক্রীড়াবিদ বলে। সেটা উপভোগ করতাম। তবে আশা করি, নীরজের এই সোনাও অন্যদের উদ্বুদ্ধ করবে। আমাদের অবশ্যই আরও সোনা জয় প্রয়োজন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।