ভারতীয় দলের তরুণ প্রতিভাবান জোরে বোলার প্রসিধ কৃষ্ণা। এক বছর আগেও প্রত্যেকেই এই নামের খুব ভালোভাবে পরিচিত ছিল। গত বছর এই সময়ে তিনি দলে জোরে বোলারদের তালিকায় জায়গা পাওয়ার জন্য লড়াই করছিলেন। তবে বাঁধ সাধে তাঁর চোট। জিম্বাবোয়ে সফরের পর থেকে তিনি ভারতীয় জার্সি পরে মাঠে নামতে পারেনি। মেরুদন্ডের চোটে ভুগতে হচ্ছে তাঁকে। ভারতীয় দলে তাঁর কেরিয়ার শুরু হওয়ার সময় এই চোট বিপাকে ফেলে তাঁকে। তবে সম্প্রতি তিনি তাঁর চোটের অস্ত্রোপচার করিয়ে ফিরে এসেছেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর রিহ্যাব চলে। বর্তমানে বল হাতে মাঠেও নেমেছেন। করছেন দুর্দান্ত বোলিংও। যদিও তিনি আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
প্রসিধ কৃষ্ণা নিজের উচ্চতার জন্য খুব সহজেই বাউন্সার দিতে পারেন। এইজন্য ক্রিকেট বিশ্বকাপ ওদের কাছে তিনি প্রশংসিতও হয়েছেন। ভারতীয় দলের জিম্বাবোয়ে সফরের সময় তৃতীয় ম্যাচে এই জোরে বোলারকে হঠাৎ বিশ্রাম দেওয়া হয়। তিনি দেশে ফিরে আসেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে খেলার জন্য। কিন্তু অনুশীলনের সময় কিছু সমস্যা অনুভব করায় তাঁর স্ক্যান করা হয়। তাতে দেখা যায় মেরুদণ্ডে একটি স্ট্রেস ফ্র্যাকচার রয়েছে। তাঁকে রিহ্যাবে পাঠানো হয়। কয়েকদিন পর বোলিং করতে শুরু করেন তিনি। বিপত্তি বাঁধে সেখানেই। তাঁর চোট বড় আকার ধারণ করে। ফলে অস্ত্রোপচার করতে হয়।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের অর্থোপেডিক মেরুদন্ডের সার্জেন রোয়ান শুটেন এই অস্ত্রোপচার করেন। এই বিষয়ে প্রসিধ বলেন, 'গত বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে আমার রিহ্যাব প্রক্রিয়া শুরু হয়। প্রথমবার আমি বোলিং ছাড়া সবকিছু করেছি। তারপর ধীরে ধীরে বোলিং করতে শুরু করি। প্রথমে বিশেষ কিছু সমস্যা না হলেও কয়েকদিন পরে আমি ফের ব্যথা অনুভব করতে শুরু করি। তখন স্ক্যান করলে দেখা যায় চোট বেড়েছে। এরপর ফের জানুয়ারি মাসে অসুবিধা হয় অস্ত্রোপ্রচার করার সিদ্ধান্ত নিই আমরা।'
চিকিৎসকদের কথা অনুযায়ী কৃষ্ণা আবার আগের মতো বোলিং অ্যাকশনে ফিরে আসতে পারবেন। এই তিনি আরোও বলেন, 'আমার অস্ত্রোপ্রচার হয়ে যাওয়ার পর আমি চিকিৎসককে প্রথম জিজ্ঞাসা করি, আমি আবার ছোট বাচ্চাদের মতো লাফাতে পারবো কিনা? আমি লাফ দিতে চাই, মাটিতে গড়াগড়ি দিতে চাই। আমি যা যা করছিলাম সেই সব করতে চাই। আমি কি তা করতে পারব? নাকি কিছু সীমাবদ্ধতা থাকবে? চিকিৎসক বলেন চিন্তার কিছু নেই, তুমি নিজের মতো চলতে পারো, পিঠে ব্যাথার কথা ভুলে যাও।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।