নেপালের বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে জিম্বাবোয়ের প্রথম ম্যাচে শন উইলিয়ামস ৪১ বলে হাফ-সেঞ্চুরি ও ৭০ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। সেই ম্যাচে তিনি ১৩টি চার ও ১টি ছক্কার সাহায্য়ে ৭০ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন।
পরে নেদারল্যান্ডসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মাত্র ২৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করা উইলিয়ামস নিশ্চিত শতরান হাতছাড়া করেন। তিনি ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫৮ বলে ৯১ রানের ঝকঝকে ইনিংস খেলে সাজঘরে ফেরেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ বলে ২৩ রান করে মাঠ ছাড়েন শন। এবার আমেরিকার বিরুদ্ধে গ্রুপ লিগের চতুর্থ তথা শেষ ম্যাচে ফের ধ্বংসাত্মক শতরান করলেন উইলিয়ামস।
সুপার সিক্সের টিকিট আগেই নিশ্চিত হয়েছে জিম্বাবোয়ের। তাই আমেরিকার বিরুদ্ধে লিগের শেষ ম্যাচটি তাদের কাছে নিছক নিয়ম রক্ষার লড়াই হিসেবে বিবেচিত হওয়াই স্বাভাবিক। ক্রেগ আরভাইনের বদলে জিম্বাবোয়েকে এদিন নেতৃত্ব দিতে নামেন শন উইলিয়ামস। ব্যাট হাতে যেভাবে সামনে থেকে লড়াই চালান তিনি, তা দৃষ্টান্ত হয়ে থাকবে সন্দেহ নেই।
হারারেতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে জিম্বাবোয়ে। দলগত ৫৬ রানের মাথায় ওপেনার ইনোসেন্ট কাইয়া আউট হওয়ার পরে ব্যাট হাতে মাঠে নামেন উইলিয়ামস। ক্রিজে পৌঁছনোর পরেই রীতিমতো ঝড় তোলেন তিনি। ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে মাত্র ৩৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শন। তিনি ১১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ৬৫ বলে ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকে যান।
চলতি টুর্নামেন্টেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫৪ বলে সেঞ্চুরি করে ইতিহাস গড়েন সিকন্দর রাজা। জিম্বাবোয়ের হয়ে ওয়ান ডে ক্রিকেটে সব থেকে কম বলে শতরান করার রেকর্ড গড়েন তিনি। উইলিয়ামস এদিন জিম্বাবোয়ের হয়ে দ্বিতীয় দ্রুততম শতরান করার নজির গড়েন।
শন ১৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৮৭ বলে ব্যক্তিগত ১৫০ রানের গণ্ডি টপকে যান। শেষমেশ ২১টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১০১ বলে ১৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন উইলিয়ামস। ওয়ান ডে ক্রিকেটে এটিই তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
জিম্বাবোয়ে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৪০৮ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এই প্রথম ৪০০ রানের গণ্ডি টপকায় তারা। এর আগে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবোয়ের সর্বোচ্চ দলগত ইনিংস ছিল ২০০৯ সালে কেনিয়ার বিরুদ্ধে ৭ উইকেটে ৩৫১ রানের।
উইলিয়ামসের শতরান ছাড়া আমেরিকার বিরুদ্ধে জয়লর্ড ৭৮, সিকন্দর রাজা ৪৮, রায়ান বার্ল ৪৭ ও ইনোসেন্ট কাইয়া ৩২ রান করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।