বাংলা নিউজ > ময়দান > IND vs AUS, 2nd Test Day 2: নাথান ঝড়ে ভারত শেষ ২৬২-তে, দিনের শেষে তাণ্ডব হেডের
নাথান লিয়নের দাপটেই ১ রানের লিড পায় অস্ট্রেলিয়া।

IND vs AUS, 2nd Test Day 2: নাথান ঝড়ে ভারত শেষ ২৬২-তে, দিনের শেষে তাণ্ডব হেডের

নাগপুর টেস্ট জিতে বর্ডার-গাভাসকর ট্রফিতে ১-০ এগিয়ে ভারত। দিল্লি টেস্টের ফল কী হবে? দ্বিতীয় দিনের শেষে ভারত নয়, বরং কিছুটা পাল্লা ভারী অস্ট্রেলিয়ার। বিশেষ করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অজি তারকা ট্রেভিস হেড যে ভাবে ঝড় তোলেন, তাতে তৃতীয় দিন সকালে ভারত উইকেট ফেলতে না পারলে কপালে দুঃখ আছে।

নাথান লিয়নের জাদুতে একেবারে ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ডটাই ভেঙে যায়। দিল্লি টেস্টের প্রথম দিন শামি-অশ্বিন-জাদেজার ত্রিফলা আক্রমণে ২৬৩-তেই শেষ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। আর দ্বিতীয় দিনের শুরু থেকেই নাথান লিয়ন ঝড়। আর তাতেই ছন্নছাড়া হয়ে পড়ে ভারত। কেএল রাহুল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, শ্রেয়স আইয়ার- চার তারকাই নাথানের শিকার। এর পর হাল ধরার চেষ্টা করেছিলেন কোহলি এবং জাদেজা। তারা পঞ্চম উইকেটে ৫৯ রান যোগও করেছিলেন। কিন্তু লাঞ্চের পর জাড্ডুকে ফেরান মার্ফি। এর পর কোহলির উইকেট নেন কুনম্যান। যদিও এই উইকেট নিয়ে বিতর্ক রয়েছে। কেএস ভরতকে আউট করেন নাথান লিয়ন। ১৩৯ রানে ৭ উইকেট হারিয়ে বসে থাকে টিম ইন্ডিয়া। 

সেখান থেকে অক্ষর প্যাটেল-রবিচন্দ্রন অশ্বিন মিলে লড়াই শুরু করেন। অষ্টম উইকেটে জুটিতে তারা ১১৪ রান যোগ করেন। তাদের সৌজন্যেই ২৫০ রানের গম্ডি টপকায় ভারত। শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া অলআউট হয় ২৬২ রানে। নাথানের ৫ উইকেট ছাড়াও, মার্ফি এবং কুনম্যান ২টি করে উইকেট নিয়েছেন। ১ উইকেট নিয়েছেন কামিন্স। 

প্রথম ইনিংসে মাত্র ১ রানের লিড পায় অস্ট্রেলিয়া। তবে এটাই অজিদের আত্মবিশ্বাস বাড়ায়। যার প্রভাব দেখা যায় অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে। দিনের শেষে ট্রেভিস হেড ব্যাট হাতে ঝড় তোলেন। যার নিট ফল, দ্বিতীয় দিনের শেষে ১২ ওভারে অজিদের সংগ্রহ ১ উইকেটে ৬১ রান। খোয়াজাকে ফিরিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

18 Feb 2023, 05:07:58 PM IST

দিনের শেষে অজিদের স্কোর ৬১/১

দ্বিতীয় দিনের শেষে ১২ ওভার খেলে অস্ট্রেলিয়া করে ফেলেছে ১ উইকেটে ৬১ রান। ৪০ বলে ৩৯ করে ফেলেছেন ট্রেভিস হেড। ১৯ বলে ১৬ রান ল্যাবুশেন। এই মুহূর্ মানসিক ভাবে কিছুটা এগিয়ে অজিরা।

18 Feb 2023, 05:02:10 PM IST

দুরন্ত হেড, ১০ ওভারে ৫০ পার অজিদের

ট্রেভিস হেড একেবারে আক্রমণাত্মক মেজাজে রয়েছেন। তাঁর হাত ধরেই অস্ট্রেলিয়া মাত্র ১০ ওভারে ৫০ পার করে গিয়েছে। খোয়াজার উইকেট হারিয়েও চাপে নেই অজিরা। ১০ ওভার শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ৫১ রান। ৩৪ বলে ৩১ করে ফেলেছেন হেড। ১৩ বলে ১৪ রান ল্যাবুশেনের। এই জুটি না ভাঙলে ভারতের কপালে কিন্তু দুঃখ আছে।

18 Feb 2023, 04:44:09 PM IST

আউট খোয়াজা

ইনিংসের শুরুতেই খোয়াজাকে হারিয়ে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। ৫.৫ ওভারে রবীন্দ্র জাদেজার বলে উসমান খোয়াজা সাজঘরে ফিরলেন। দুরন্ত ক্যাচ ধরেন শ্রেয়স আইয়ার। ১৩ বলে ৬ করে সাজঘরে ফেরেন খোয়াজা। ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২৩ রান অস্ট্রেলিয়ার। ট্রেভিস হেড ২২ বলে ১৭ করে ফেলেছেন। খোয়াজার পরিবর্তে নামা মার্নাস ল্যাবুশেন ১ বল খেলেছে সবে। রানের খাতা এখনও খোলেনি।

18 Feb 2023, 04:24:43 PM IST

 নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করা শুরু অজিদের

১ রানের লিড পেয়েছে অস্ট্রেলিয়া। নিঃসন্দেহে এটা অজিদের কাছে আত্মবিশ্বাস বাড়ানোর জায়গা। নিজেদের দ্বিতীয় ইনিংসে সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করে অজিরা ব্যাট করতে নেমেছেন। ওয়ার্নার নেই। তাই উসমান খোয়াজা এবং ট্রেভিস হেড ব্যাট করতে নেমেছেন। 

18 Feb 2023, 04:20:37 PM IST

শামি বোল্ড, ২৬২ রানে অলআউট ভারত

২৬২ রানে শেষ পর্যন্ত অলআউট হয়ে গেল ভারত। ১ রানের লিড পেল অস্ট্রেলিয়া। কুনম্যান বোল্ড করেন মহম্মদ শামিকে। ৯ বলে ২ করে আউট হন শামি। অজিদের ইনিংসকে আর টপাকানো হল না ভারতের।

18 Feb 2023, 04:03:46 PM IST

অক্ষর আউট

১১৫ বলে ৭৪ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে আউট হলেন অক্ষর প্যাটেল। মার্ফির বলে দুরন্ত ক্যাচ ধরেন কামিন্স। ৮২ ওভার শেষে ৯ উইকেটে ২৫৯ রান ভারতের।

18 Feb 2023, 04:01:23 PM IST

রবিচন্দ্রন অশ্বিন

৮০.২ ওভারে কামিন্সের বলে আউট হলেন অশ্বিন। ৭১ বলে ৩৭ করে রেনশর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অশ্বিন। অষ্টম উইকেটে ১১৪ রানের পার্টনারশিপ করে এই জুটি। ৮১ ওভার শেষে ৮ উইকেটে ২৫৩ রান ভারতের। ১০৯ বলে ৬৮ করে লড়াই চালাচ্ছেন অক্ষর।

18 Feb 2023, 03:47:51 PM IST

২৫০ পার করল ভারত

১৩৯ বলে ৭ উইকেট হারিয়ে দেওয়ালে একেবারে পিঠ ঠেকে গিয়েছিল ভারতের। সেখান থেকে অশ্বিন এবং অক্ষর মিলে দলের হাল ধরেন। তাঁদের হাত ধরেই ৮০ ওভার শেষে তারা ২৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ওভার শেষে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ২৫২ রান। ১০৮ বলে ৬৭ করে ফেলেছেন অক্ষর। অশ্বিন অপরাজিত রয়েছেন ৭০ বলে ৩৭ করে। ভারত এখন আর মাত্র ১১ রানে পিছিয়ে।

18 Feb 2023, 03:43:22 PM IST

জুটিতে ১০০ পার

অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিন জুটিতে ১০০ পার করে ফেলল। ৭৮.৫ ওভারে অক্ষর চার হাঁকান। সেই সঙ্গে জুটিতে ১০০ পার করে ফেলেন অশ্বিন-অক্ষর। দুরন্ত ছন্দে ব্যাট করছেন দুই তারকাই। ৭৯ ওভার শেষে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ২৪৩ রান। ১০৪ বলে ৬২ করে ফেলেছেন অক্ষর। ৬৮ বলে ৩৩ রান অশ্বিনের।

18 Feb 2023, 03:21:47 PM IST

অক্ষরের অর্ধশতরান

৯৪ বলে ৫১ করলেন অক্ষর প্যাটেল। ছক্কা মেরে অর্ধশতরান পূর্ণ করলেন অক্ষর। ৭৫ ওভার শেষে ভারতের স্কোর ২৩০/৭ রান। ৩১ করে ফেলেছেন অশ্বিন।

18 Feb 2023, 02:57:49 PM IST

২০০ পার করল ভারত

৬৮ ওভারে ২০০ পার করল ভারত। ১৩৯ রানে ৭ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে অক্ষর এবং অশ্বিন মিলে ভারতকে ২০০ পার করালেন। ৬৮ ওভার শেষে ৭ উইকেটে ২০১ রান ভারতের। এই ওভারের শেষ বলে লেগ বাই হয়ে চার হয়। আর সেই সঙ্গে ভারতও ২০০ পার করে। অক্ষর ৭০ বলে ৩৪ এবং অশ্বিন ৩৬ বলে ১৯ করে লড়াই চালাচ্ছেন। 

18 Feb 2023, 02:14:51 PM IST

চা-বিরতিতে ভারতের স্কোর ১৭৯/৭

লাঞ্চ এবং চা বিরতির মাঝে আরও ৩ উইকেট হারিয়ে বসে থাকে ভারত। চা বিরতিতে ভারতের স্কোর ১৭৯/৭। অশ্বিন এবং অক্ষর লড়াই চালাচ্ছেন। ৪৭ বলে ২৮ করে ফেলেছেন অক্ষর। অশ্বিনের সংগ্রহ ২৩ বলে ১১ রান।

18 Feb 2023, 02:04:29 PM IST

অশ্বিন-অক্ষরই শেষ ভরসা ভারতের

৬০ ওভার হয়ে গিয়েছে। ভারতের স্কোর ৭ উইকেটে ১৬৩ রান। এখন অজিদের চেয়ে টিম ইন্ডিয়া ১০০ রানে পিছিয়ে রয়েছে। তবে ভারতের শেষ ভরসা অক্ষর-অশ্বিন জুটি। তারা এখনও পর্যন্ত স্কোরকার্ডে ৩১ রান যোগ করেছে। ৬০ ওভার শেষে ৭ উইকেটে ১৭০ রান ভারতের। এই ওভারে ভারতে ৬ এবং ৪ হাঁকিয়েছেন, এবং একটি সিঙ্গল নিয়েছেন। হয়েছে মোট ১১ রান। ৩৭ বলে ২০ রান অক্ষরের। ২১ বলে ১০ রান অশ্বিনের।

18 Feb 2023, 01:27:51 PM IST

কেএল ভরতকে ফেরালেন নাথান

পঞ্চম উইকেট তুলে নিলেন নাথান লিয়ন। সপ্তম উইকেট হারিয়ে মারাত্মক চাপে পড়ে গেল ভারত। ৫০.৫ ওভারে নাথানের বলে স্মিথের হাতে ক্যাচ দেন ভরত। ১২ বলে ৬ করে সাজঘরে ফেরেন তিনি। ৫১ ওভার শেষে ৭ উইকেটে ১৩৯ রান ভারতের।

18 Feb 2023, 01:23:48 PM IST

বিতর্কে ঘেরা কোহলির আউট

কোহলি কি সত্যিই আউট ছিলেন? এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কুনম্যানের বলে এলবিডব্লিউয়ের আবেদন করলে ফিল্ড আম্পায়ার নীতিন মেনন আউট দিয়ে দেন।  কোহলি রিভিউ নিলেও টিভি আম্পায়ার ইলিংওয়ার্থও কিছুটা দ্বিধায় ছিলেন। আগে প্যাড না আগে ব্যাট? এই নিয়ে চর্চা থাকলেও, দ্বিধা কাটেনি। তাতেও কোহলিকে আউট দেওয়া হয়। বিশেষজ্ঞরা দাবি করেন, দ্বিধা থাকলে, কোহলির পক্ষেই সিদ্ধান্ত যাওয়া উচিত ছিল। তবে সেটা হয়নি। কোহলি নিজেও এই আউট মানতে পারেননি। ড্রেসিংরুমে ফিরে গিয়েও তাঁকে উত্তেজিত লাগে। এবং তিনি মানতেই রাজি নন, এটা আউট ছিল। আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করছিলেন কোহলি। শেষ পর্যন্ত ৮৪ বলে ৪৪ করে সাজঘরে ফেরেন কোহলি। ৫০ ওভার শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ১৩৫ রান।

18 Feb 2023, 01:05:32 PM IST

আউট জাদেজা

ভারতের চাপ এখন মারাত্মক বেড়ে গিয়েছে। সাজঘরে ফিরে গেলেন রবীন্দ্র জাদেজা। ৬৬ রানে ৪ উইকেট হারানোর পর কোহলির সঙ্গে হাত মিলিয়ে জাদেজা ভারতের হাল ধরার চেষ্টা করেছিলেন। পঞ্চম উইকেটে তারা ৫৯ রান যোগ করেন। কিন্তু এই পার্টনারশিপও দীর্ঘস্থায়ী হল না। ৪৬.৫ ওভারে মার্ফির বলে এলবিডব্লিউ হন জাদেজা। ৭৪ বলে ২৬ করে সাজঘরে ফেরেন জাদেজা। ৪৭ ওভার শেষে ৫ উইকেটে ১২৫ রান ভারতের। ৭৫ বলে ৩৬ করে লড়াই চালাচ্ছেন কোহলি। জাদেজার পরিবর্তে ক্রিজে এসেছেন কেএস ভরত। ১ বল খেললেও তিনি রানের খাতা খোলেননি।

18 Feb 2023, 12:32:00 PM IST

১০০ পার করল ভারত

বরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা খুব তাড়াহুড়ো করছেন না। সাবধানে খেলছেন। তারা কোনও ভাবেই  উইকেট হারাতে রাজি নয়। কারণ উইকেট হারানো মানেই নিজেদের চাপ আরও বাড়ানো। ৪০তম ওভারে ভারত ১০০ পার করল। ওভার শেষে ৪ উইকেটে ১০৪ রান ভারতের। ৫৪ বলে ২৫ রান জাদেজার। কোহলির সংগ্রহ ৫৪ বলে ২০ রান।

18 Feb 2023, 12:28:28 PM IST

লাঞ্চে ভারতের স্কোর ৮৮/৪

লাঞ্চের আগেই ভারত ৪ উইকেট হারিয়ে বসে আছে। তারা ৮৮ রান করেছে। ক্রিজে রয়েছে বিরাট কোহলি (১৪) এবং রবীন্দ্র জাদেজা (১৫)। এই জুটি যদি টিকতে না পারে ভারত চাপে জেরবার হয়ে যাবে। লাঞ্চের পর এই জুটির থেকে বড় স্কোর আশা করবে ভারত। তা না হলেই ভারত বড় বিপদে পড়বে।

18 Feb 2023, 11:02:18 AM IST

ফের লিয়ন আগুন, সাজঘরে ফিরলেন শ্রেয়স

দ্বিতীয় দিনের সকাল থেকে ভারতের বেহাল দশা। চার উইকেট হারিয়ে বসে থাকল তারা। আর এই চার উইকেটই নিয়েছেন নাথান লিয়ন। ২৫.২ ওভারে লিয়নের বলে অবিশ্বাস্য এক ক্যাচ ধরেন হ্যান্ডসকম্ব। ১৫ বলে ৪ করে সাজঘরে ফেরেন তিনি। ২৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৬৬ রান ভারতের। এখন ভারতের একমাত্র ভরসা বিরাট কোহলি। ২০ বলে ৯ করে ক্রিজে রয়েছেন কোহলি। শ্রেয়সের পরিবর্তে নেমেছে রবীন্দ্র জাদেজা। তিনি ৪ বল খেললেও রানের খাতা খোলেনি।

18 Feb 2023, 10:38:58 AM IST

আউট পূজারা

সেই লিয়নের বলেই সাজঘরে ফিরলেন চেতেশ্বর পূজারাও। ১০০তম টেস্টে শূন্য হাতেই তিনি সাজঘরে ফিরলেন। ৭ বল খেললেও রানের খাতাই খুলতে পারেননি তিনি। লিয়নের বলে এলবিডব্লিউ হন পূজারা। এ দিকে দ্বিতীয় দিনের শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গেল ভারত। ২০ ওভার শেষে ৩ উইকেটে ভারতের সংগ্রহ ৫৫ রান।

18 Feb 2023, 10:30:52 AM IST

আউট রোহিত

দ্বিতীয় উইকেট পড়ল ভারতের। নাথান লিয়ন রাহুলের পর এ বার ফেরালেন রোহিতকে। ৬৯ বলে ৩২ রান করে নাথানের বলে সোজা বোল্ড হন রোহিত শর্মা। ১৯.২ ওভারে ২ উইকেট হারিয়ে ভারতের রান ৫৩।

18 Feb 2023, 10:29:09 AM IST

৫০ পার করল ভারত

১৯ ওভারে ৫০ পার করে ফেলল ভারত। ওভার শেষে ১ উইকেটে ৫৩ রান ভারতের। রোহিত ৬৭ বলে ৩২ করে অপরাজিত রয়েছেন। পূজারা ৬ বল খেললেও রানের খাতা খোলেনি।

18 Feb 2023, 10:19:58 AM IST

১০০তম টেস্টে পূজারা নামলেন ব্যাট করতে

পূজারার কাছে এটি ঐতিহাসিক টেস্ট। ১০০তম টেস্ট খেলছেন পূজারা। আর সেই টেস্টে তিনি ব্যাট করতে নামলেন। এই টেস্টে তাঁঁর থেকে বড় রানের অপেক্ষায় ভারত।

18 Feb 2023, 10:18:21 AM IST

রাহুল আউট

১৭তম ওভারের শুরুতেই বড় ধাক্কা খেল ভারত। প্রথম বলেই নাথান লিয়ন এলবিডব্লিউ করেন রাহুলকে। ৪১ বলে ১৭ করে সাজঘরে ফেরেন তিনি। যদিও রাহুল রিভিউ নিয়েছিল। তবে তাতেও ধরা পড়েে, তিনি স্পষ্ট আউট। ফের এক বার হতাশ করলেন কেএল রাহুল।

18 Feb 2023, 10:15:16 AM IST

দ্বিতীয় দিনের শুরুতে আত্মবিশ্বাসী ভারতের দুই ওপেনার

প্রথম দিন ৯ ওভার খেলেছিল বারত। দ্বিতীয় দিনও এখনও পর্যন্ত তারা ৬ ওভার খেলে ফেলেছে। ১৫ ওভার শেষে ভারতের স্কোর কোনও উইকেট না হারিয়ে ৪৩ রান। রোহিত করেছেন ২৪ রান। ১৫ রান কেএল রাহুলের।

18 Feb 2023, 10:11:48 AM IST

ছিটকে গেলেন ওয়ার্নার

দিল্লি টেস্টের প্রথম দিনই মহম্মদ সিরাজের বাউন্সারে গুরুতর চোট পান ডেভিড ওয়ার্নার। এর পর তিনি কনকাশন টেস্টে ফেল করেন। যে কারণে দিল্লি টেস্ট থেকে ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার। তাঁর জায়গায় ম্যাথু রেনশ কনকাশন বিকল্প হিসেবে মাঠে নামবেন। তবে তিনি বল করতে পারবেন না।

18 Feb 2023, 09:55:13 AM IST

দ্বিতীয় দিনের খেলা শুরু

ভারতের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়ে গিয়েছে। রোহিত শর্মা এবং কেএল রাহুল ব্যাট করতে নেমেছে। ভারতের লক্ষ্য হবে, এ দিন বড় রানের বোঝা অজিদের উপর চাপিয়ে দেওয়া। আর অস্ট্রেলিয়া চাইবে, দ্রুত উইকেট ফেলতে। দ্বিতীয় দিনের প্রথম সেশনটা দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ।

18 Feb 2023, 09:02:58 AM IST

প্রথম দিনের ফল

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরু থেকেই কিছুটা নড়বড় করছিল অজিরা। তবে উসমান খোয়াজার ৮১ অস্ট্রেলিয়াকে অক্সিজেন দেয়। আর শেষ পাতে পিটার হ্যান্ডসকম্বের অপরাজিত দুুরন্ত ৭২ রান বড় পুঁজি হয় অজিদের। এর বাইরে প্যাট কামিন্সের ৩৩ কিছুটা সম্বল হয়। অস্ট্রেলিয়ার বাকি ব্যাটারদের দশা তথৈবচ। কেউ ২০ রানেক গণ্ডিই টপকাননি। শূন্যতে সাজঘরে ফিরেছেন স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি এবং টড মার্ফি।ভারতীয় বোলারদের দাপটে ২৬৩ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ভারতের মহম্মদ শামি ৪ উইকেট নিয়েছেন। ৩টি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা।টিম ইন্ডিয়া ব্যাট করতে নেমে দিনের শেষে ২১ করেছে। তারা মাত্র ৯ ওভার খেলার সুযোগ পেয়েছিল। আপাতত ৩৪ বলে ১৩ করে ক্রিজে রয়েছেন রোহিত। রাহুলের সংগ্রহ ২০ বলে অপরাজিত ৪ রান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রাত টপকালেই রেজাল্ট! কীভাবে হাই-মাদ্রাসা, ফাজিল, আলিমের রেজাল্ট দেখা যাবে? গোপনে বিয়ে, মেয়ের বয়স সবে ১১ মাস; এক বছরে দ্বিতীয়বার বাবা হলেন বাঙালি অভিনেতা! সুকান্তর জেলায় মাধ্যমিকে ফাটাফাটি রেজাল্ট, দেখিয়ে দিল বালুরঘাট ‘আমি কট্টর হিন্দু’, রাতারাতি ধর্ম বদল! ক্ষমা চাইলেন গোবিন্দার ভাগ্নি, সত্যিটা কী রাজভবনে প্রবেশ করতে পারবেন না চন্দ্রিমা, কড়া রাজ্যপাল, পুলিশেও লাগাম IPL 2024: শেষ ওভারের রোমাঞ্চকর ম্যাচে RR-এর থেকে জয় ছিনিয়ে নিল SRH! ১ রানে জিতল 'বাংলায় অনেক বড় বদল হবে, সময়ের অপেক্ষা, এক নারীর হাত ধরে যা…'বললেন মোদী বাবা CPIM-র হোলটাইমার, ডাক্তার হয়ে কষ্টের দাম দিতে চায় মাধ্যমিকে দ্বিতীয় উদয়ন T20 WC 2024: কে হবে বুমরাহর পেস পার্টনার? হার্দিকের ভূমিকা নিয়ে মুখ খুললেন রোহিত কবে থেকে CAA-র আওতায় ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে? ভোটের মধ্যে জানিয়ে দিলেন শাহ!

Latest IPL News

IPL 2024: শেষ ওভারের রোমাঞ্চকর ম্যাচে RR-এর থেকে জয় ছিনিয়ে নিল SRH! ১ রানে জিতল T20 WC 2024: কে হবে বুমরাহর পেস পার্টনার? হার্দিকের ভূমিকা নিয়ে মুখ খুললেন রোহিত দলে হার্দিকের কোনও বিকল্প হতে পারে না- পান্ডিয়াকে নিয়ে নিজের যুক্তি দিলেন আগরকর আমাদের কয়েকটা জিনিস এখনও ঠিক করতে হবে- জিতেও নিজেদের ভুল খুঁজছেন কেএল রাহুল IPL ও বিশ্বকাপ এক নয়, আর সেজন্য বিরাটকে দরকার! রোহিতের হাসির মধ্যেই বললেন আগরকর বড় সমস্যার সামনে CSK! টিমের একাধিক বোলারের পরের ম্যাচ খেলা অনিশ্চিত, চিন্তায় দল KKR-এর জন্য বড় ধাক্কা! দেশে ফিরলেন নাইটদের তারকা বিদেশি ক্রিকেটার LSG-র কাছে ম্যাচ হেরেও মন জিতলেন বুমরাহ! খুদে ভক্তের হাতে তুলে দিলেন বিশেষ উপহার কেরল থেকে উঠে এসে জাতীয় দলে সুযোগ পাওয়া কঠিন…কেন একথা বললেন সঞ্জু স্যামসন? আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে খেলতে হবে লাহোরে, ভেনু প্রকাশ পাক বোর্ডের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.