Updated: 26 Jul 2022, 05:15 PM IST
লেখক Sritama Mitra
গুজরাতের গিরা ধোধ জলপ্রপাত প্রতি বছরই আলাদা করে নজ... more
গুজরাতের গিরা ধোধ জলপ্রপাত প্রতি বছরই আলাদা করে নজর কাড়ে। তবে গুজরাতে এই বছর প্রবল বর্ষণের জেরে এই জলপ্রপাতের রূপ আরএ মোহময়ী হয়েছে। সাতপুরা থেকে ৫৪ কিলোমিটার দূরে, সাতপুরা গুজরাত হাইওয়ের কাছে রয়েছে এই জলপ্রপাত। চারিদিকে ঘন সুবজে ঢাকা প্রকৃতি। আর তারই মাঝে নিজের শব্দে ঝরে চলেছে এই ধরনার জল। তারই সঙ্গে অঝোর ধারায় পড়ছে বর্ষার বৃষ্টি। সব মিলিয়ে প্রকৃতি যেন এখানে লিখেছে এক অমোঘ সৌন্দর্যের কলতান। আর তা দেখতেই সাতপুরার অদূরে জমছে পর্যটকদের ভিড়