বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > Hiran Chatterjee : ট্রেনে চড়েই মনোনয়ন, রাস্তায় বাম প্রার্থীর পায়ে প্রমাণ, সৌজন্যতা দেখালেন হিরণ

Hiran Chatterjee : ট্রেনে চড়েই মনোনয়ন, রাস্তায় বাম প্রার্থীর পায়ে প্রমাণ, সৌজন্যতা দেখালেন হিরণ

ট্রেনে চড়েই মনোনয়ন, রাস্তায় বাম প্রার্থীর পা ছুঁয়ে প্রমাণ, সৌজন্যতা দেখালেন হিরণ (Saikat Paul )

মনোনয়ন জমা দেওয়ার জন্য এদিন প্রথমে খড়গপুর স্টেশন থেকে মেদিনীপুর স্টেশন পর্যন্ত লোকাল ট্রেনে সফর করেন হিরণ চট্টোপাধ্যায়। এরপর সেখান থেকে তিনি টোটোতে চেপে বিজেপির কর্মসূচিতে যোগ দেন এবং জেলা শাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়ন জমা দেন। 

রাজনীতিতে একে অপরের বিরোধী হলেও ভোট প্রচারে বেরিয়ে বহুবার সৌজন্যতার নজির গড়েছেন বঙ্গের একাধিক প্রার্থী। এবার সেই ধারা বজায় রাখলেন আরও এক প্রার্থী। তিনি হলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। শুক্রবার ঘাটালের বাম প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি হন হিরণ। তখন তিনি বয়সে বড় বাম প্রার্থীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। 

আরও পড়ুনঃ ঈশ্বর যেন দেবকে এভাবেই সবসময় বাঁচিয়ে দেন! হেলিকপ্টার বিভ্রাট নিয়ে বললেন হিরণ

প্রসঙ্গত, এবার ঘাটালের তৃণমূল প্রার্থী হয়েছেন সংসদ তথা অভিনেতা দীপক অধিকারী বা দেব। অন্যদিকে, বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং বাম প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়। প্রচারে বেরিয়ে তারা লাগাতার একে অপরের বিরুদ্ধে আক্রমণ করে চলেছেন। তার মধ্যেও সৌজন্যতা দেখালেন হিরণ। জানা গিয়েছে, শুক্রবার মেদিনীপুরের জেলা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন হিরণ চট্টোপাধ্যায়। মনোনয়ন পত্র জমা দেওয়ার পথেই তপনের সঙ্গে দেখা হয়ে যায় হিরণের। সেই সময় তপন বাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করে শুভেচ্ছা জানান। পালটা বাম প্রার্থীও হিরণকে শুভেচ্ছা জানান।

দুই প্রার্থী বেশ কিছুক্ষণ একে অপরের সঙ্গে কথা বলেন। এছাড়া স্বাস্থ্যের খোঁজ নেওয়ার পাশাপাশি গ্রীষ্মের দাবদাহে নির্বাচনী প্রচার নিয়েও পরামর্শ নেন হিরণ। মনোনয়ন জমা দেওয়ার জন্য এদিন প্রথমে খড়গপুর স্টেশন থেকে মেদিনীপুর স্টেশন পর্যন্ত লোকাল ট্রেনে সফর করেন হিরণ চট্টোপাধ্যায়। এরপর সেখান থেকে তিনি টোটোতে চেপে বিজেপির কর্মসূচিতে যোগ দেন এবং জেলা শাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়ন জমা দেন। 

এদিনও দেবকে আক্রমণ করতে ছাড়েননি হিরণ। তিনি বলেন, ‘একজন সাংসদ সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন। তিনি হলেন তাদের জনপ্রতিনিধি। তাদের কাজ হল জনগণের সমস্যা দিল্লির দরবারে তুলে ধরা। কিন্তু কেউ যদি মার্সিডিজে করে ঘুরে বেড়ায় কলকাতার পেন্টহাউসে থাকে আর দিল্লিতে গিয়ে মানুষের কথা না জানায় তাহলে কি করে হবে। আর আমাদের প্রার্থী যিনি আছেন তিনি খুব বেশি হলে ১১ শতাংশ দিল্লিতে গিয়েছেন।’

নিজের প্রসঙ্গে হিরণ বলেন, ’আমি খড়গপুরে টোটোতে করে ঘুরে বেড়িয়েছি, অটোতে করে ঘুরে বেড়িয়েছি। এটা নতুন কিছু নয়।’ ট্রেন সফর প্রসঙ্গে বলেন, ‘এখন ট্রেনের পরিষেবা খুব ভালো। মোদীজির আমলে ট্রেন পরিষেবা অন্য জায়গায় পৌঁছে গিয়েছে। তাই ট্রেনে চড়েই মনোনয়ন দিতে এলাম। আমি এখনও ভাড়া বাড়িতে থাকি, ভাড়া গাড়িতে চড়ি।’

ভোটযুদ্ধ খবর

Latest News

সুকান্তকে জোড়া শোকজ করল কমিশন, তৃণমূলকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের জের IPL-এর ইতিহাসে সব থেকে বেশি চার মেরেছেন কারা, দেখুন সেরা পাঁচের তালিকা আদৌ আউট ছিলেন ফ্যাফ? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন উঠে গেল- ভিডিয়ো এবার FIR করছি, হিরণের দেওয়া অডিয়ো ক্লিপ নিয়ে পাল্টা দিলেন দেব, ২৩ তারিখ ধমাকা! দেশে ফিরেই হাসপাতালে ভর্তি হবেন ঐশ্বর্য, কান মাতানো রাই সুন্দরীর কব্জি ভেঙেছে! ১.৩ হাজারের বেশি পাক-শরণার্থীর CAAর জন্য আবেদন সীমান্তের এই রাজ্যে! পঞ্চম দফায় ৩৩ শতাংশ প্রার্থী কোটিপতি, কত সম্পত্তি রয়েছে পীযূষ গোয়েলের? ১৭ মরশুমের আইপিএল ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে ‘৭০০-র’ শিখরে কোহলি পাটুলিতে ক্যানসার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধর, প্রতিবাদে থানা ঘেরাও সৃজনের জয়ী হলে মেয়েদের জন্য ‘সম্পূর্ণা’ চালু করবেন, আর কী আশ্বাস তৃণমূলের সায়ন্তিকার

Latest IPL News

আদৌ আউট ছিলেন ফ্যাফ? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন উঠে গেল- ভিডিয়ো নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ কথোপথন রোহিতের, থেকে যাওয়ার অনুরোধ করলেন MI-এর মালকিন? শুরু হয়েই বৃষ্টিতে থমকাল RCB vs CSK ম্যাচ, আতঙ্কের চোরা স্রোত বেঙ্গালুরু শিবিরে WPL-এ খেলেন RCB-তে, IPL-এ সমর্থন CSK-কে, তারকাকে ‘লাথি মেরে তাড়াতে’ বলল ফ্যানরা ICC ট্রফি জয়ের দারুণ সুযোগ… ভারতের কোচ হওয়ার প্রস্তাব নিয়ে ইঙ্গিত ল্যাঙ্গারের ‘৬ বছর ধরে শুনে আসছি’, ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক মাহি ভাই এবং আমি হয়তো শেষ বার একসঙ্গে খেলব- কোহলির দাবিতে ধোনির অবসরের ইঙ্গিত 'ধোনি নয়, চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার কথা ছিল আমার', বিস্ফোরক বিশ্বকাপজয়ী তারকা হয়ত এটাই শেষ! ধোনি বনাম কোহলি মহারণে জুড়ল ‘অ্যানিম্য়াল’ টুইস্ট, ভিডিয়ো ভাইরাল অন্ধ্র প্রিমিয়র লিগের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার হওয়ার নজির SRH তারকার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.