বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র ২০২৪: বামের খাতা খুলতে ভরসা সেলিম, জানুন অতীতের কাহিনি

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র ২০২৪: বামের খাতা খুলতে ভরসা সেলিম, জানুন অতীতের কাহিনি

মুর্শিদাবাদে ইন্ডিয়া জোটের প্রার্থী মহম্মদ সেলিম (PTI)

২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রথমবারের জন্য মুর্শিদাবাদ কেন্দ্রটি জয়ের স্বাদ পায় তৃণমূল কংগ্রেস। আবু তাহের খান তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ২ লক্ষ ২৬ হাজার ৪১৭টি ভোটে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন।

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি মুর্শিদাবাদ জেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র। ১৯৫১ সাল থেকেই এখানে ভোট হচ্ছে। ২০১৯ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আবু তাহের খান সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন এই কেন্দ্র থেকে। এবারও তিনি আছেন লড়াইয়ে। বিপক্ষে ইন্ডিয়া জোটের প্রার্থী সিপিএমের মহম্মদ সেলিম। অন্যদিকে বিজেপির গৌরীশংকর ঘোষও প্রবল ভাবে আছেন লড়াইয়ে। 

এই লোকসভা কেন্দ্রটি সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। কেন্দ্রগুলি হল যথাক্রমে ভগবানগোলা, রানীনগর, মুর্শিদাবাদ, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি এবং করিমপুর। এই নির্বাচনী ক্ষেত্রটি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত এবং কিছু ক্ষেত্রে নদীয়া জেলা পর্যন্ত বিস্তৃত। ২০১৯ সালের তথ্য বলছে ১৫ লক্ষ ১২ হাজার ৯৮ জন ভোটদাতা এই কেন্দ্রে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। 

যেসব কেন্দ্রে বাম প্রার্থী আছে, তার মধ্যে জেতার সবচেয়ে ভালো সুযোগ এখানেই বলে মনে করা হচ্ছে। রাজ্যে সবচেয়ে বামদের প্রতিষ্ঠিত মুখের অন্যতম সুবক্তা সেলিম। অন্যদিকে মুর্শিদাবাদে তিনি পাচ্ছেন অধীর চৌধুরীর প্রত্যক্ষ সমর্থন। তাঁর মনোনয়ন জমা দেওয়ার দিনেও উপস্থিত ছিলেন অধীর। তাই আশা করা হচ্ছে যে বাম-কংগ্রেস ভোট ট্রান্সফার ভালো রকমই হবে। অন্যদিকে সংখ্যালঘু ভোটও ভালো পরিমাণই পাওয়ার আশায় আছে বামেরা। তবে আবু তাহের যে সহজে ময়দান ছাড়বেন না, তা বলাই বাহুল্য। তৃণমূল নেতৃত্ব তাঁর জন্য প্রচার করেছে জোরালো ভাবে। কোনও ভাবে মুসলমান ভোট যদি ভাগ হয়, তাহলে লড়াইয়ে থাকতে পারে বিজেপি প্রার্থীও। তবে মোটের ওপর এখানে গেরুয়া দলের সম্ভাবনা খুব বেশি নয়। 

আসুন জেনে নেওয়া যাক লোকসভা নির্বাচনের মুর্শিদাবাদ লোকসভার ফলাফল। ১৯৫২ সালের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন জাতীয় কংগ্রেসের মোহাম্মদ খোদা বুক্স। ১৯৫৭ সালেও মোহাম্মদ খুদা বুক্স এই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। তবে ১৯৬২ লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে জয়যুক্ত হন নির্দল প্রার্থী সৈয়দ বুদরুদ্দোজা। ১৯৬৭ সালের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে প্রায় ১৫ হাজার ভোটে জয়যুক্ত হন সৈয়দ বুদরুদ্দোজা। ১৯৭১ সালের লোকসভা নির্বাচনে নির্দল প্রার্থী আবু তাহের চৌধুরী ২০ হাজারের অধিক ভোটে জয়যুক্ত হন নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে। জরুরি অবস্থা পরবর্তী সময়ে ১৯৭৭ সালে নির্বাচনে রাজ্য জুড়ে ধরাশায়ী হয় কংগ্রেস। সারা দেশের সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ কেন্দ্রেও ভালো ফলাফল করে ভারতীয় লোক দল। ভারতীয় লোক দলের সৈয়দ কাজিম আলী মির্জা ৩৬ হাজারের বেশি ভোটে পরাজিত করেন নিকটতম প্রতিদ্বন্দ্বীকে।

১৯৮০ সালের নির্বাচনে অবশ্য কংগ্রেস তাদের পুরনো ভোট বেশ খানিকটা ফিরে পায়। তবে মুর্শিদাবাদ কেন্দ্রে জয়যুক্ত হয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসবাদী’র সৈয়দ মাসুদ আল হোসেন। তার জয়ের মার্জিন ছিল ৬৮ হাজার ৭৫৫ ভোট। ১৯৮৪ সালের লোকসভা নির্বাচনে সৈয়দ মাসুদ আল হোসেন জয়যুক্ত হলেও তার ভোটের ব্যবধান ছিল ৬,২৬২। পশ্চিমবাংলায় বামফ্রন্টের শাসনকালেও বিধানসভা নির্বাচনের তুলনায় লোকসভা নির্বাচনে কংগ্রেস ভালো ফলাফল করে এসেছে এই সময়কালে। ১৯৮৯, ১৯৯১ ও ১৯৯৬-এর লোকসভা নির্বাচনে পরপর জয়যুক্ত হন সৈয়দ মাসুদ আল হোসেন। ১৯৯৮ সালেও সিপিআইএম তাদের গড় ধরে রাখে। এবার সংসদ নির্বাচিত হন মইনুল হাসান। ১৯৯৯ সালের নির্বাচনে এই কেন্দ্র থেকে মইনুল হাসান জয়যুক্ত হন। জয়ের মার্জিন ছিল প্রায় ১ লক্ষ ২৩ হাজার ভোট। তবে ২০০৪ সালের নির্বাচনে এই কেন্দ্রটি সিপিআইএমের থেকে ছিনিয়ে নেয় ভারতীয় জাতীয় কংগ্রেস। আব্দুল মান্নান হোসেন এই কেন্দ্র থেকে ১৫ হাজার ৪৮০ ভোটে জয়যুক্ত হন। ২০০৯ সালের নির্বাচনেও তিনি এই কেন্দ্র থেকে আব্দুল মান্নান হোসেন সাংসদ নির্বাচিত হন ৩৫ হাজার ৬৪৭টি ভোটে। ২০১৪ সালে বাংলায় সিপিআইএমের ভরাডুবির মাঝে বদরুদ্দোজা খান জয়ী হন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রথমবারের জন্য মুর্শিদাবাদ কেন্দ্রটি জয়ের স্বাদ পায় তৃণমূল কংগ্রেস। আবু তাহের খান তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ২ লক্ষ ২৬ হাজার ৪১৭টি ভোটে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন। ২০১৯ সালের ভোটে ৮০ শতাংশের বেশি মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তবে ২০১৪ সালে ৮৫ শতাংশ মানুষ এই নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন।

মুর্শিদাবাদে ২০২১ ফলাফল

এবার আমরা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলির ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল একবার দেখে নেব। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রটি থেকে ইদ্রিস আলী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ১ লক্ষ ৬ হাজারের বেশি ভোটে জয়যুক্ত হন। রানীনগর বিধানসভা কেন্দ্রটি থেকে আব্দুল সৌমিক হোসেন ৭৯ হাজারের কিছু বেশি ভোটে জয়যুক্ত হন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তবে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রটিতে গৌরীশংকর ঘোষ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ২০০০-এর কিছু বেশি ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে পরাজিত করেন৷ হরিহরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে নিয়ামত শেখ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ১৪ হাজারের কিছু বেশি ভোটে জয়যুক্ত হন। ডোমকল কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী রফিকুল ইসলাম ৪৭ হাজার ২০০-এর বেশি ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন। জলঙ্গি এবং করিমপুর কেন্দ্রদুটিতেও যথাক্রমে আব্দুর রাজ্জাক এবং বিমলেন্দু সিনহা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিপুল ভোটে জয়ী হন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে।

ভোটযুদ্ধ খবর

Latest News

রবিবার মানে শুধু সানডে নয়, Fun Day’ও! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন মস্তিতে ভগবানের প্ল্যান..ইউপি-র সতীর্থ যশকে বিশেষ দিনে বার্তা,তাঁকে পাঁচ ছয় মারা রিঙ্কুর এ যেন বার্বি ডল! থাই চেরা গোলাপি-কালো গাউনে কানের গালা ডিনারে ‘সুন্দরী’ কিয়ারা জাদুঘর দিবসে ঘুরে আসুন ভারতের এই বিখ্যাত জাদুঘরগুলিতে হাঁটাহাঁটি ছেড়ে প্রত্যেক দিন করুন জগিং, পাবেন আরও বেশি উপকার প্রয়াত ন্যাচারালসের প্রতিষ্ঠাতা, 'পিতৃহারা' হয়ে গেল ৪০০ কোটির আইসক্রিম ব্র্যান্ড IPL প্লে অফে RCB, মাঠে চোখ ভর্তি জল বিরাটের, আপ্লুত অনুষ্কার একাজ দেখার মতো ৩ জন প্রধান প্লেয়ারের চোট পার্থক্য গড়ে দিল- প্লে-অফে উঠতে না পারার অজুহাত রুতুর প্রেমের সম্পর্কে বিবাদের আশঙ্কা রয়েছে, দেখুন কী বলছে আজকের প্রেম রাশিফল জোড়া হামলায় কাঁপল কাশ্মীর, খুন মোদী বন্দনা করা প্রাক্তন সরপঞ্চ, জখম ২ পর্যটক

Latest IPL News

ভগবানের প্ল্যান..ইউপি-র সতীর্থ যশকে বিশেষ দিনে বার্তা,তাঁকে পাঁচ ছয় মারা রিঙ্কুর IPL প্লে অফে RCB, মাঠে চোখ ভর্তি জল বিরাটের, আপ্লুত অনুষ্কার একাজ দেখার মতো ৩ জন প্রধান প্লেয়ারের চোট পার্থক্য গড়ে দিল- প্লে-অফে উঠতে না পারার অজুহাত রুতুর রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি আদৌ আউট ছিলেন ফ্যাফ? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন উঠে গেল- ভিডিয়ো নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ কথোপথন রোহিতের, থেকে যাওয়ার অনুরোধ করলেন MI-এর মালকিন? শুরু হয়েই বৃষ্টিতে থমকাল RCB vs CSK ম্যাচ, আতঙ্কের চোরা স্রোত বেঙ্গালুরু শিবিরে WPL-এ খেলেন RCB-তে, IPL-এ সমর্থন CSK-কে, তারকাকে ‘লাথি মেরে তাড়াতে’ বলল ফ্যানরা ICC ট্রফি জয়ের দারুণ সুযোগ… ভারতের কোচ হওয়ার প্রস্তাব নিয়ে ইঙ্গিত ল্যাঙ্গারের ‘৬ বছর ধরে শুনে আসছি’, ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.