বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Elephant attack: রান্নাঘরের দেওয়াল ভেঙে ভাত, ডিমের তরকারি খেল হাতি!

Elephant attack: রান্নাঘরের দেওয়াল ভেঙে ভাত, ডিমের তরকারি খেল হাতি!

হাতি তাণ্ডব চালাল ঝাড়গ্রামে। প্রতীকী ছবি  (HT_PRINT)

রাত ১ টা নাগাদ স্থানীয় বাসিন্দা পঞ্চানন মুর্মুর বাড়ির রান্নাঘরে হানা দেয় দুটি হাতে। তাঁর বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী এবং দুই নাবালক পুত্র। বিকট শব্দে ঘুম ভাঙতেই তিনি দেখতে পান রান্নাঘর ভেঙে দিয়েছে হাতি। তিনি গ্রামের মানুষজনকে ফোন করে ডাকতে শুরু করেন। 

হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে ঝাড়গ্রামে। এবার দলছুট হাতি একটি বাড়ির রান্নাঘর ভেঙে সব খাবার সাবাড় করে দিল। শুধু তাই নয়, ভাতের সঙ্গে ডিমের রান্না করা তরকারিও খেল হাতি। শনিবার হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়ায় ঝাড়গ্রাম ব্লকের জোয়ালভাঙা গ্রামে। রাত ১টা নাগাদ দুটি হাতি লোকালয়ে চলে আসে। এক গৃহস্থের বাড়ির রান্নাঘরে হানা দেয়। সেই সময় বাড়ির সকলে ঘুমোচ্ছিলেন। বিকট শব্দে বাড়ির সদস্যদের ঘুম ভেঙে যায়। এরপরই তাঁরা উঠে দেখেন রান্নাঘরের সামনে দাঁড়িয়ে রয়েছে একটি বিশাল হাতি। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। গ্রামবাসীরা মশাল জ্বালিয়ে হাতি দুটিকে তাড়িয়ে দেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: হাতি তাড়াতে গিয়ে মৃত্যু হুলা পার্টির ২ সদস্যের, আহত ৪, অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন

স্থানীয় সূত্রের খবর, রাত ১ টা নাগাদ স্থানীয় বাসিন্দা পঞ্চানন মুর্মুর বাড়ির রান্নাঘরে হানা দেয় দুটি হাতে। তাঁর বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী এবং দুই নাবালক পুত্র। বিকট শব্দে ঘুম ভাঙতেই তিনি দেখতে পান রান্নাঘর ভেঙে দিয়েছে হাতি। তিনি গ্রামের মানুষজনকে ফোন করে ডাকতে শুরু করেন। কিন্তু গ্রামে অনেকে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাওয়ায় সেই সময় গ্রাম প্রায় ফাঁকা ছিল। পরে গ্রামবাসীরা জড়ো হয়ে হাতি দুটি সেখান থেকে তাড়িয়ে দেন। 

পঞ্চানন জানান, তাঁদের রান্নাঘরে ভাত ও ডিমের রান্না করা তরকারি ছিল। হাতি সেইসব খেয়ে নিয়েছে। তাছাড়া রান্নাঘরে থাকা বাসন, মুদির জিনিসপত্রও নষ্ট করে দেয় হাতি। দম্পতির দাবি, এর আগেও তাঁদের বাড়ির কাছে হাতে এসেছিল। সেই সময় কলা গাছ খেয়ে চলে গিয়েছিল হাতি। তবে এবার একবারে রান্নাঘর সবকিছু খেয়ে নিয়েছে। হাতি যে এভাবে মাটির দেওয়াল ভাঙবে তা কিছুতেই বুঝে উঠতে পারেননি ওই দম্পতি। তাঁদের অভিযোগ, হাতি তাড়ানোর জন্য বনদফতরের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। হুলা পার্টির কোনও সদস্যদেরও দেখা যায় নি। এই অবস্থায় কীভাবে বাচ্চাদের নিয়ে থাকবেন? তা নিয়ে চিন্তিত দম্পতি। তাঁদের আশঙ্কা, বনদফতর পদক্ষেপ না করলে ফের হামলা চালাবে হাতির দল।

বন দফতরকে খবর দেওয়া হলেও কিন্তু শনিবার পর্যন্ত ওই গ্রামে কাউকে দেখা যায়নি বলে অভিযোগ। এক গ্রামবাসী জানান, তাঁরা না গেলে ওই বাড়ির সবাইকে মেরে ফেলতো হাতি। প্রসঙ্গত, বারবার লোকালয়ে ঢুকে পড়ছে হাতির দল। এ প্রসঙ্গে ঝাড়গ্রামের  ডিএফও পঙ্কজ সূর্যবংশী বলেন, হাতি খাবারের খোঁজে লোকালয়ের মধ্যে ঢুকে গিয়েছিল। এর আগে এই ধরনের ঘটনা ঘটেনি। হাতির দল যে এরকম করতে পারে তা কারও জানা ছিল না। গত শুক্রবার ঝাড়গ্রামে হাতি তাড়াতে গিয়ে মৃত্যু হয়েছিল হুলা পার্টির  ২ সদস্যের। যদিও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য, ঝাড়খণ্ড থেকে হাতি পশ্চিম বাংলায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাই তাদের সামাল দেওয়া যাচ্ছে না।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

ধোনি-পন্তদেরও নেই এই নজির, ৪০ বলের বিধ্বংসী T20I শতরানে ইতিহাস গড়লেন স্যামসন আম্বানিকে টপকে ধনীদের তালিকায় শীর্ষে আদানি, তিন নম্বরে উঠে এলেন সাবিত্রী দুর্গাপুজোর কার্নিভালের দিনই ‘দ্রোহের কার্নিভাল’, ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর্স শ্যুটিংয়ের পাশাপাশি মডেলিংয়েও তুখোড় মনু! প্রমাণ দিলেন ল্যাকমে ফ্যাশন উইকে মিষ্টিমুখ থেকে কোলাকুলি- 'সারেগামাপা'-র দশমীর বিশেষ পর্বে কী কী চমক? 'পুরুষদের ঘেন্না করি' বলা মধুমিতার চোখ সরছে না নতুন প্রেমিকের থেকে! ‘সিংঘম এগেইন’ ও ‘ভুল ভুলাইয়া ৩’-এর ডিস্ট্রিবিউটরদের চাপে নাকাল হল মালিকরা! ২৯৭ রান তুলে T20I-তে ইতিহাস ভারতের, অক্ষত নেপালের রেকর্ড! গড়ল একের পর এক নজির রানাঘাটে বন্ধ হয়েছে ১১২ ফুটের দুর্গা, প্রায়শ্চিত্ত করতে ৮–৮০ সকলে মস্তক মুণ্ডন পর্দায় রাম রাবণ দুই বেশেই ধরা দিয়েছেন, বাস্তবেও তাঁর মন্দির আছে!কে সেই অভিনেতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.