ইচ্ছে ছিল জেলে বসেই লুকিয়ে মোবাইলে কথা বলবে এক আসামী। আর তাই সেটা তার আত্মীয়কে কৌশলে জানিয়ে দেয় এই আসামী। আত্মীয় সে কথা রাখতে আদালতে শুনানির সময় সুযোগ বুঝে তা পাচার করে দেয় আসামীর হাতে। কিন্তু ইচ্ছে থাকলেই সব উপায় মেলে না। এই আসামীরও মেলেনি। তাই অগত্যা চাপের মুখে পড়তে হল তাকে। লাভও হল না। আবার শারীরিক কষ্টও সহ্য করতে হল। স্ত্রীকে খুন করার অভিযোগে এই আসামী এখন জেলবন্দি।
এদিকে পরিকল্পনা অনুযায়ী মোবাইল হাতে পেয়ে বেজায় খুশি ছিল ওই আসামী। তবে বিষয়টি কাউকে বুঝতে দেয়নি। আদালত থেকে তাই মনের আনন্দেই ফিরছিল জেলে। কিন্তু সেখানে ঢোকার সময়ে গেটে বেজে উঠল মেটাল ডিটেক্টর। তখনই সবাই সতর্ক হয়ে জাপটে ধরে আসামী আসলাম শেখকে। স্ত্রীকে হত্যা করার অপরাধে বিচারাধীন ওই বন্দি আসলাম শেখের শরীর তৎক্ষণাৎ তল্লাশি করা হয়। কিন্তু কিছু খুঁজে পাওয়া যায়নি। অথচ মেটাল ডিটেক্টর বারবার জানাচ্ছে তাঁর সঙ্গে ধাতব কিছু রয়েছে। অবশেষে জেরার মুখে পড়তে হয় আসলামকে। তখন সে চাপে পড়ে জানায়, লুকিয়ে মলদ্বারের ভিতরে সে মোবাইল নিয়ে এসেছে।
অন্যদিকে এই কথা শুনে চক্ষু চড়কগাছ জেলের আধিকারিকদের। তার নানা চেষ্টা করা হয় মোবাইল বের করার জন্য। কিন্তু কোনও লাভ হয়নি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, আসামী আসলাম শেখকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। আর সন্ধ্যায় অস্ত্রোপচার করে বের করা হয় সেই মোবাইল। কলকাতা বিমানবন্দর এভাবে সোনা পাচার করতে গিয়ে অনেকে ধরা পড়েছে। শরীর তল্লাশির সময়ে তা ধরা পড়ে না। কিন্তু, যাত্রীর হাঁটাচলা দেখে ধরতে পারেন শুল্ক অফিসাররা। এবার একই পদ্ধতিতে মোবাইল নিয়ে আসা হচ্ছিল। যা অস্ত্রোপচার করে বের করা হয়েছে।
আরও পড়ুন: ভাতের হাঁড়িতে বিপুল পরিমাণ ফ্যানা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হস্টেলে তুলকালাম কাণ্ড
এছাড়া জেলের নিয়ম অনুযায়ী, জেল থেকে বেরোনো এবং ঢোকার সময় শরীর তল্লাশি করা হয় মেটাল ডিটেক্টরে। আসলাম এখন আছে বারুইপুর জেলে। রবিবার মামলার শুনানির সময় তাকে বারুইপুর আদালতে নিয়ে আসা হয়। আদালত থেকে তাকে আবার জেল হেফাজতে রাখার নির্দেশ দিলে দুপুরে জেলে ফিরিয়ে আনা হয়। তার মধ্যেই সবার চোখ এড়িয়ে তার হাতে পৌঁছে যায় মোবাইল। আসলাম যখন স্বীকার করে তার মলদ্বারে মোবাইল আছে, তখন জেলের চিকিৎসকরা তাকে একাধিক কলা খাওয়ায়। কিন্তু মোবাইল বের হয়ে আসেনি। তখন বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এবং পরে আসলামকে এসএসকেএম হাসপাতালে আনা হয়।