বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ভাতের হাঁড়িতে বিপুল পরিমাণ ফ্যানা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হস্টেলে তুলকালাম কাণ্ড

ভাতের হাঁড়িতে বিপুল পরিমাণ ফ্যানা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হস্টেলে তুলকালাম কাণ্ড

বর্ধমান বিশ্ববিদ্যালয়।

এই ঘটনা গোটা এলাকায় চাউর হয়ে গিয়েছে। এই ঘটনার কথা শুনে অরবিন্দ হষ্টেলের প্লেসমেন্ট অফিসার হষ্টেলে আসেন। তখন তাঁকে ঘিরে জোর বিক্ষোভ দেখান ছাত্ররা। যদিও ওই প্লেসমেন্ট অফিসার জানান, তিনি এই বিষয়টি শুনেছেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও দিয়েছেন। রাঁধুনি ভাতে সাবান পড়ার বিষয়টি স্বীকার করেছেন।

বিশ্ববিদ্যালয়ের হস্টেলে র‌্যাগিং বড় ইস্যু। এমন অভিযোগ নানা বিশ্ববিদ্যালয় থেকে শোনা যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয় তার উজ্জ্বল উদাহরণ। কিন্তু হস্টেলে আবাসিকদের জন্য রান্নার ভাতের হাড়িতে ভর্তি হয়েছে ফ্যানায় বলে অভিযোগ। সেটা কেমন করে সম্ভব? উঠছে প্রশ্ন। এবার‌ সেই ভাত ছাঁকতে গিয়ে দেখা মিলল, ভাতের সঙ্গে সিদ্ধ হয়ে গিয়েছে সাবান। আর তার জেরেই এই ফ্যানার উৎপত্তি বলে অভিযোগ। এই ঘটনা চাউর হতেই জোর শোরগোল পড়ে গিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হস্টেলে। তার জেরে পড়ুয়াদের খাওয়া জোটেনি বলে অভিযোগ।

এদিকে রবিবার দুপুরে ভাত ছাঁকতে গিয়ে ফ্যানা দেখতে পান রাঁধুনি। সেটা তলিয়ে দেখতেই প্রকাশ্যে চলে আসে সাবানের উপস্থিতি। এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ হস্টেলে। এমন ঘটনা যে ঘটতে পারে তা কেউ কল্পনাও করতে পারেননি। বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষুব্ধ হন ওই হস্টেলের আবাসিকরা। ভাতের হাড়িতে সাবান প্রকাশ্যে আসার পরও রাঁধুনি আর ভাত রান্না না করেই চলে গিয়েছেন বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হস্টেলে এলে বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা।

অন্যদিকে রবিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ হষ্টেলে ভাত রান্নার সময় ভাতে প্রচুর পরিমানে ফ্যানা দেখা যাচ্ছিল। ছাত্রদের নজরে আসতেই বিষয়টি তারা রাঁধুনিকে জানান। ছাত্রদের অভিযোগ, রাঁধুনি এই পরিস্থিতি দেখেও আর ভাত রান্না না করেই চলে যায় বলে অভিযোগ। হষ্টেলের ১১০ জন ছাত্র খেতে পায়নি বলে অভিযোগ। তাছাড়া রান্নার মানও প্রত্যেকদিন খারাপ হয় বলে অভিযোগ ছাত্রদের। বিষয়টি নিয়ে তাঁরা একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নালিশ করেছেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি বলে অভিযোগ। এবার যা হল তা মাত্রা ছাড়িয়ে গিয়েছে।

আরও পড়ুন:‌ স্বাস্থ্যসাথী কার্ডে দুর্নীতি ধরতে নয়া উদ্যোগ স্বাস্থ্য দফতরের, এবার ভরসায় ‘‌এআই’‌

এছাড়া রবিবারের এই ঘটনা এখন গোটা এলাকায় চাউর হয়ে গিয়েছে। এই ঘটনার কথা শুনে অরবিন্দ হষ্টেলের প্লেসমেন্ট অফিসার হষ্টেলে আসেন। তখন তাঁকে ঘিরে জোর বিক্ষোভ দেখান ছাত্ররা। যদিও ওই প্লেসমেন্ট অফিসার জানান, তিনি এই বিষয়টি শুনেছেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও দিয়েছেন। রাঁধুনি ভাতে সাবান পড়ার বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তিনিই প্রথমে বিষয়টি ছাত্রদের জানিয়েছেন বলে দাবি করেছেন। কিন্তু তার পর রান্না না করেই চলে গিয়েছেন। কেন এমন করলেন রাঁধুনি?‌ সে উত্তর দেননি অভিযুক্ত রাঁধুনি।

বাংলার মুখ খবর

Latest News

ভ্যাপসা গরমের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কোন কোন জেলায়? কোনগুলি শুষ্ক থাকবে? ২৩১ রান ও ৫ উইকেট- ‘১৯ নভেম্বরের জুটি’-র তাণ্ডবে ৪৪ ওভারেই ৩১৬ তুলে জিতল অজিরা! Tata Steel World 25K Kolkata: ডিসেম্বরই শহরে বসছে আন্তর্জাতিক ম্যারাথন ইতালির হয়ে খেলেন ১৬ ম্যাচ, তাতেই ১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, প্রয়াত তোতো রান-আউটই করে দিচ্ছিলেন! পন্তের কাছে ক্ষমা চাইলেন যশস্বী, পরে ডোবাচ্ছিলেন ঋষভ RG কর দুর্নীতিতে কীভাবে ‘গরিবের ডাক্তার’-র ডাক্তারের নাম জড়াল? হতবাক স্থানীয়রা নম্বরে গরমিল, রিভিউ পিটিশন করতে পারে SSC, উচ্চপ্রাথমিকে নিয়োগে ফের জটিলতা 'এরা মুখ দিয়েই বাতকর্ম ক্রিয়া করে', পরম-স্বস্তিকা-দেবলীনাদের কটাক্ষ, পালটা কুণাল ‘নিজেকে এলিয়েন মনে হয় না, ভাগ্যিস….’, লেভার কাপের কেন এরকম বললেন ফেডেরার? ‘তিন নম্বরে তোমায় দরকার’: রোহিত-গিল-কোহলির ব্যর্থতার পরেই ভাইরাল পূজারার ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.