শীতঘুমে চলে যাওয়া সারদা তদন্তে আবার কি গতি এল? সোমবার বিশেষ ইডি আদালতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়ল। সেখানে যে নামগুলি রয়েছে সেগুলি জেনে নিন। সেখানে নাম রয়েছে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের, প্রাক্তন ডিজি রজত মজুমদারের, সজ্জন আগরওয়ালের, দেবেন্দ্রনাথ বিশ্বাসের। সারদার এই চার্জশিটে মূলত সেই নামগুলি উল্লেখ করা হয়েছে যারা সারদা থেকে লাভবান হয়েছিলেন। এবার তাদের বিরুদ্ধে কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনও ব্যবস্থা নেবে? সেই প্রশ্নের উত্তর মেলেনি।
তবে এবারই প্রথম নয়, এর আগেও সারদার চার্জশিটে একাধিক নাম ছিল। এর আগে ইডি প্রায় ৬ কোটির সম্পত্তি বাজেয়াপ্তও করেছিল। তবে এর আগেও দেবব্রত সরকারের নাম জড়িয়েছিল সারদা কাণ্ডে। ইস্টবেঙ্গল ক্লাবের স্পনশরশিপের নাম করে তিনি প্রায় চার কোটি টাকা সারদা কর্তার কাছ থেকে নিয়েছিলেন বলে দাবি করা হয়েছিল। এদিকে রোজভ্যালি কাণ্ডেও তাঁর নাম জড়িয়েছিল বলে খবর।
তবে সারদাকাণ্ডের তদন্ত কেন এতদিন গতি পায়নি তা নিয়ে নানা সময়ে নানা প্রশ্ন উঠছে। এনিয়ে রাজনৈতিক দলগুলিও নানা সময়ে নানা কথা বলেছে। এমনকী খোদ শুভেন্দু অধিকারীও সারদা কাণ্ডে গতি আনার দাবি করেছিল। এবার বিশেষ ইডি আদালতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়ল। সেক্ষেত্রে এবার তদন্ত কতটা গতি পায়, নতুন করে অভিযান শুরু হয় কি না, প্রতারিতরা টাকা ফেরৎ পাবেন কি না সেটাই এখন দেখার।
প্রসঙ্গত সারদা কাণ্ডে বর্তমানে জেলে রয়েছেন সুদীপ্ত সেন। তবে এর আগে এই মামলায় অনেকেই গ্রেফতার হয়েছিলেন। অনেকে আবার একাধিক চিটফাণ্ড মামলায় ছাড়াও পেয়েছেন পরবর্তী সময়ে।