শিক্ষাঙ্গনে শিক্ষার প্রসার ঘটাবে পড়ুয়ারা। তাঁদের জ্ঞানের বিকাশ ঘটাতে ছাত্র–শিক্ষক সম্পর্ক গড়ে উঠবে শিক্ষার উন্মুক্ত পরিসরে। কারও ‘দাদাগিরি’ সেখানে কাঙ্খিত নয়। ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী সবাইকে সজাগ থাকতে হবে—এমন বার্তাই ধ্বনিত হবে আজ, সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে। সেখানে ছাত্রছাত্রী তথা দলের তরুণ প্রজন্মকে আগামীর বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তাঁরা দু’জনেই টুইট করে ছাত্রসমাজকে শুভেচ্ছা জানিয়েছেন।
সদ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই ঘটনা নিয়ে আজ বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো বলে মনে করা হচ্ছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, ‘মোদের চক্ষে জ্বলে জ্ঞানের মশাল বক্ষে ভরা বাক, কণ্ঠে মোদের কুণ্ঠবিহীন নিত্য কালের ডাক। সারা বাংলায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে এতে আমি গর্বিত। প্রাক্তন ছাত্রনেতা হিসেবে দেশ গঠনে ছাত্রছাত্রীদের ভূমিকা ও শক্তি বিষয়টি আমি বুঝতে পারি। ছাত্র পরিষদের সকল তরুণ এবং আবেগপ্রবণ মনের দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকারকে আমি কুর্ণিশ জানাই। উজ্জ্বল ভারতের জন্য গণতন্ত্র, মূল্যবোধ নিয়ে আমরা একসঙ্গে কাজ করব। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে জাতীয়তাবাদী অভিনন্দন।’
এরপরই টুইট করে ছাত্র–যুবর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিও সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, ‘তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে, আমার তরুণ সহকর্মীদের অনেক শুভেচ্ছা জানাই। তাঁদের দৃঢ়চেতা মনোভাব আমাদের দলের শক্তি এবং অগ্রগতির ভিত্তি হিসাবে কাজ করে। আগামী দিনে, আমাদের ছাত্র নেতারা হবে পরিবর্তনের স্থপতি, ভারতকে সম্প্রীতির এক নতুন যুগে নিয়ে যাবে।’ অর্থাৎ তিনি ইন্ডিয়া জোটের সরকার গঠনের ইঙ্গিত দিয়েছেন। এখান থেকেই মমতা–অভিষেক মুম্বই পাড়ি দেবেন ইন্ডিয়া জোটের বৈঠক করতে। তার আগে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ উপলক্ষ্যে এমন টুইট বেশ তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন: এদেশের ছবি–ভিডিয়ো পাঠিয়ে মোটা টাকা রোজগার করত পাক চর, যোগ হানিট্যাপেও
অন্যদিকে প্রত্যেক বছর ২৮ অগস্ট প্রতিষ্ঠা দিবস পালন করে তৃণমূল ছাত্র পরিষদ। এবারও তা হচ্ছে। রাজ্যের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে আসা ছাত্রছাত্রী জমায়েত করছে। মেয়ো রোডকে সাজিয়ে তোলা হয়েছে পোস্টার, প্ল্যাকার্ড, ফেস্টুন এবং দলীয় পতাকা দিয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনায় কোনও দোষীকে ছাড়া হবে না বলে আগেই স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ, সোমবার তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা উল্লেখ করে বার্তা তিনি দিতে পারেন বলে মনে করা হচ্ছে। সভা চত্বরে প্ল্যাকার্ডের মাধ্যমে রাজ্য সরকারের চালু করা র্যাগিং প্রতিরোধ হেল্পলাইন নম্বর প্রদর্শন করা হচ্ছে।