বাংলা নিউজ > বাংলার মুখ > Modi's Rally at Arambagh: মোদীর মেগা সভার আগে তপ্ত আরামবাগ! PMর ছবি লাগাতে গিয়ে তৃণমূলের পোস্টার সরাতেই শোরগোল

Modi's Rally at Arambagh: মোদীর মেগা সভার আগে তপ্ত আরামবাগ! PMর ছবি লাগাতে গিয়ে তৃণমূলের পোস্টার সরাতেই শোরগোল

নরেন্দ্র মোদী। (ANI)

আরামবাগের পল্লিশ্রী এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুয়ে আসে পুলিশ। উত্তেজনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ।

দামামা বেজে গিয়েছে লোকসভা ভোটের। ডঙ্কা বাজিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক প্রচার। তারই মাঝে এবার ১ মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি রাত্রিবাস করতে চলেছেন রাজভবনে, রাজ্যপালের অতিথি হয়ে। তার আগে, বুধবার পোস্টার ছেঁড়া ঘিরে তপ্ত রয়েছে হুগলির আরামবাগ। আরমাবাগে মোদীর মেগা সভার আগে, কার্যত এলাকা বিজেপির পতাকায় ঢেকে দিতে চাইছে দল। আর সেই লক্ষ্যে পূরণ করতে গিয়েই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার সরানোর অভিযোগ ওঠে।

আরামবাগে মোদীর মেগা সভার জন্য প্রধানমন্ত্রীর ছবি দিয়ে এলাকা সাজানো হচ্ছে। এদিকে, মোদীর ছবি বসাতে গিয়ে , সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে। ঘটনা ঘিরে তপ্ত হয় এলাকা। এই অভিযোগ সামনে আসতেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা শুরু হয়। আরামবাগের পল্লিশ্রী এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুয়ে আসে পুলিশ। উত্তেজনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। ঘটনা নিয়ে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তৃণমূল। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করছে। ঘটনার খবর পেতেই আরামবাগ জেলা তৃণমূের সাংগঠনিক চেয়ারম্যান স্বপন নন্দী এলাকায় আসেন। অন্যদিকে, বিজেপির তরফে জেলার সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করান।

১ মার্চ রাজ্যে মোদীর সফরসূচি

১) উল্লেখ্য, ১ মার্চ দিল্লি থেকে সকাল ৮ টা ১৫ মিনিটে বিমানে রওনা দিচ্ছেন মোদী।

২) বেলা ১০ টা ১০ মিনিট নাগাদ দুর্গাপুরে বিমানবন্দরে নামছেন তিনি।

৩) বেলা পৌনে ১১ টা নাগাদ ঝাড়খণ্ডের সিন্ধ্রি হেলিপ্যাডে পৌঁছবেন তিনি। সেখানে রয়েছে তাঁর ক্রমসূচি।

৪) এরপর দুপুর ২ টোয় ঝাড়খণ্ডে ধানবাদ থেকে কপ্টারে রওনা দেবেন মোদী।

৫) ২.৫০ মিনিটে তিনি সেদিন পশ্চিমবঙ্গের আরামবাগে পৌঁছবেন।

৬) ৩ টোর সময় আরামবাগের অনুষ্ঠানস্থলে মোদী পৌঁছবেন।

৭) ৩ টে ৪০ মিনিটে পৌঁছবেন সবাস্থলে।

৮) বিকেল ৪ টে থেকে ৪.৩০ মিনিট নাগাদ রয়েছে সভা। 

 মোদীর বাকি সভা কোথায়, কখন?

উল্লেখ্য, রাজ্যে ১ মার্চ মোদীর আরামবাগের সভার পর রয়েছে ২ মার্চের সভা। তিনি রাজভবনে রাত্রিবাস করবেন। ২ মার্চ তিনি কৃষ্ণনগরে করবেন সভা। সেখানে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। সকাল ১০ টা নাগাদ তিনি অনুষ্ঠান স্থলে পৌঁছবেন। সভার সময় রয়েছে ১১.১৫ মিনিট থেকে ১২ টা পর্যন্ত। এরপর ১২ টা ৫৫ মিনিটে পানাগড় বিমানবন্দরে পৌঁছবেন তিনি। ১ টা নাগাদ সেখান থেকে তিনি বিহারের গয়ার উদ্দেশে রওনা হবেন। 

 

বাংলার মুখ খবর

Latest News

হাসছে দুর্গাপুর ও বোলপুর! বাংলার ২ বন্দে ভারত কোথায় দাঁড়াবে? রইল পুরো টাইমটেবিল ‘দুই হাতে দুই ছেলেমেয়ে, মেয়েরা তো দশভূজা…’! শুভশ্রীর ভিডিয়োতে লিখলেন অনুরাগী কিশোরী যাত্রীকে শ্লীলতাহানি, ট্রেনেই রেলকর্মীকে পিটিয়ে খুন অনন্ত চতুর্দশীর তারিখ নিয়ে আছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিন ক্ষণ তিথি ও শুভ সময় 'ওহ মারা গেছে..',শাহরুখকে ছেলের মৃত্যু সংবাদ দেয় কাজল,করণের চোখে জুটির সেরা সিন! দলীপে রানের পাহাড়ে রুতুরাজরা, ঈশ্বরনদের পালটা হাফ-সেঞ্চুরিতে জমে গিয়েছে লড়াই লন্ডন থেকে ফিরেই ৪৫ মিনিট নেটে অনুশীলন কোহলির! প্রথম দিনে পুরোদমে বোলিং বুমরাহর… ভাই-বোনেরা রাস্তায়, জমির শসা নিয়েই অবরোধস্থলে যুবক, ছবি দেখে আবেগে ভাসছে বাংলা ১০ ম্যাচে ৮৮ রান! আজমের মধ্যে প্রতিভা দেখছেন বাবা মইন! একহাত নিলেন রামিজ রাজাকে… হকির ময়দানে ভারত-পাক লড়াই,কবে-কখন-কোথায় দেখবেন এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.