বিরাট কোহলিকে বড় পরামর্শ দিলেন প্রাক্তন কিউয়ি ক্রিকেটার সাইমন ডুল। এবারের আইপিএলে বিরাট গতকাল পর্যন্ত রানের নিরিখে সবার ওপরেই ছিলেন। যদিও চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জাব ম্যাচে অর্ধশতরান করে বিরাটকে টপকে গেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়েকওয়াড়। যদিও বিরাট কিন্তু ইতিমধ্যেই ১০ ম্যাচে করেছেন ৫০০ রান। অর্থাৎ গড়ে প্রতি ম্যাচেই অর্ধশতরান করেছেন। স্ট্রাইক রেটও যথেষ্ট ভালো। অথচ সেই বিরাটকে নিয়েও সমালোচনা করতে ছাড়েননি বেশ কয়েকজন বিশ্লেষক। জীবনে ব্যাট না ধরা বিশ্লেষকরাও বিরাটের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন। অনেকে তো বিরাটকে ভারতের টি২০ দল থেকেই প্রায় বাদই দিয়ে দিয়েছিলেন। যদিও নির্বাচকরা সঠিক কাজই করেছেন। প্রত্যাশিতভাবেই বিরাট সুযোগ পেয়েছেন আইসিসি টি২০ বিশ্বকাপের স্কোয়াডে। কিন্তু এরই মধ্যে বাধ সাধে বিরাটের এক বক্তব্য। যেখানে ব্যাটে বড় রান করার পর সাক্ষাৎকার দিতে গিয়ে বিরাট সরাসরি আঙুল তুলে বসেন সমালোচকদের বিরুদ্ধে। এরপরই প্রাক্তন কিউয়ি ক্রিকেটার সাইমন ডুল, বিরাটকে পরামর্শ দিচ্ছে অযথা এসব বিতর্কে না জড়ানোর এবং সমালোচকদের গুরুত্ব না দেওয়ার।
মাত্র কয়েক দিন আগেই গুজরাট টাইটানসের বিপক্ষে ৪৪ বলে ৭০ রানের ইনিংস খেলেছিলেন বিরাট। দলও জিতেছিল ৯ উইকেটে। ম্যাচের পরই বিরাট বলেছিলেন, ‘ যারা বসে বসে আমার স্ট্রাইক রেট নিয়ে কথা বলে, আমি নাকি স্পিন ভালো খেলতে পারিনা, তাঁদের জানিয়ে রাখি, আমি আমার দলের জেতার জন্য খেলি। ১৫ বছর ধরে সেটাই করে আসছি। দলকে জেতানোর চেষ্টা করছি’।
আরও পড়ুন-IPL 2024-কোচ, অধিনায়ক নয়, কার ভোকাল টনিকে কামব্যাক নাইটদের?
এরপরই বিরাটের বক্তব্য নিয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন সাইমন ডুল। তার মতে বিরাটের মতো ক্রিকেটারের থেকে এমন মন্তব্য কাম্য নয়। কারণ বিরাট মোটেই কাউকে জবাব দেওয়ার জায়গায় নেই। সাইমন ডুল বলেন, ‘ বিরাট কোহলি অযথা এই বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে। ও নিশ্চই সোশাল মিডিয়ায় নজর রাখছে, কে কি মন্তব্য করছে তা জানার জন্য, অথবা ওর সতীর্থরা এসব খবর দিচ্ছে। এসব তুচ্ছ বিষয়কে ওর পাত্তা দেওয়াই উচিত নয়, কিন্তু মাঝে মধ্যেই বিরাট এমন বক্তব্য রেখে থাকেন। কে কি বলল, সব কিছুর উত্তর কি বিরাটকে দেওয়া মানায় নাকি? আমি বুঝতে পারছি না, কেন ও সমালোচকদের লেখা বা বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে? এটা ওর করা উচিত নয়’।
আরও পড়ুন-ICC T20 World Cup- বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেয়ে…কাকে কৃতিত্ব দিলেন সঞ্জু?
উল্লেখ্য মাঝে মধ্যেই বিরাটের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তোলেন দীর্ঘদিনের সাংবাদিক এবং ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। বিরাট তাঁকেই জবাব দিতে গিয়ে এমন মন্তব্য করেছিলেন বলে মনে করছে ক্রিকেটমহল।