এ বছর, গ্রাহকদের চাহিদা, শ্রম বাজার, এবং উদ্ভাবনের জন্য প্রয়োজনীয় বিনিয়োগের দিক থেকে অর্থনৈতিক অবস্থা খুবই ভিন্ন। ইমেলে জানিয়েছেন সত্য নাদেলা। এর পরিপ্রেক্ষিতে, আমরা সামগ্রিক বাজারের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে বেতন প্রদান করব।
1/5একদিকে অর্থনৈতিক অনিশ্চয়তা। অন্যদিকে AI-এর বাড়বাড়ন্ত। এমন পরিস্থিতিতে চলতি বছর কর্মীদের বেতন বৃদ্ধি স্থগিত করেছে মাইক্রোসফট। ফাইল ছবি : টুইটার ( Twitter)
2/5AI-এর এই নয়া যুগে বিভিন্ন প্ল্যাটফর্মে বদল আসছে। অন্যদিকে বিশ্বব্যাপী সামগ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছি আমরা। ফলে সময়ের সঙ্গে আমরা একটি গতিশীল, প্রতিযোগিতামূলক পরিবেশে প্রবেশ করছি, বলেন মাইক্রোসফটের CEO সত্য নাদেলা। বুধবার এক আভ্যন্তরীণ ইমেলে তিনি এই বিষয়ে জানান। ফাইল ছবি: শাটারস্টক ( Twitter)
3/5এ বছর, গ্রাহকদের চাহিদা, শ্রম বাজার, এবং উদ্ভাবনের জন্য প্রয়োজনীয় বিনিয়োগের দিক থেকে অর্থনৈতিক অবস্থা খুবই ভিন্ন। ইমেলে জানিয়েছেন সত্য নাদেলা। এর পরিপ্রেক্ষিতে, আমরা সামগ্রিক বাজারের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে বেতন প্রদান করব। ফাইল ছবি : টুইটার ( Twitter)
4/5আমরা বেশ কয়েক মাস ধরে বিবেচনা করার পরে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মতে, দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য সংস্থাকে এখন থেকে প্রস্তুত করা প্রয়োজন। ফাইল ছবি: ব্লুমবার্গ ( Twitter)
5/5তবে তিনি জানিয়েছেন, ঘণ্টাভিত্তিক পদে যাঁরা কাজ করেন, তাঁদের বেতন বৃদ্ধি পাবে। তবে ফুল-টাইম কর্মীদের বেতন বৃদ্ধি করা হবে না। ফাইল ছবি: ব্লুমবার্গ ( Twitter)