পবিত্র রিশতা ধারাবাহিকের মধ্যে কেরিয়ার শুরু করেছিলেন অঙ্কিতা লোখান্ডে। এরপর বিগ বিস ১৭ তে তিনি এবং তাঁর বেটার হাফ ভিকি জৈনের ঝগড়া দারুণ ভাবে নজর কেড়েছিল। সম্প্রতি তাঁকে রণদীপ হুডার সঙ্গে দেখা গিয়েছিল স্বতন্ত্র বীর সাভারকর ছবিতে। এবার জানা গেল সেই ছবি মুক্তি পেতে না পেতেই তাঁর কাছে নতুন কাজের অফার গিয়ে পৌঁছেছে। নিউজ ১৮ এর রিপোর্ট অনুযায়ী করণ জোহর নাকি তাঁকে স্টুডেন্ট অব দ্য ইয়ার ৩ এর প্রস্তাব দিয়েছিলেন। হ্যাঁ, স্টুডেন্ট অব দ্য ইয়ার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ভাগ আসছে, তবে ছবি নয়। সিরিজ হিসেবে আসবে সেটি। কিন্তু অঙ্কিতা এই অফার পাওয়া সত্বেও সেটাকে নাকচ করে দিয়েছেন। অঙ্কিতার বদলে থাকবেন শানায়া কাপুর।
আরও পড়ুন: ব্যারাকপুরে লালের হাল ফেরাতে বদ্ধপরিকর দেবদূত, এবার হুডখোলা গাড়িতে সহকর্মীর হয়ে প্রচার শ্রীলেখার
স্টুডেন্ট অব দ্য ইয়ার ৩ এর অফার পেয়েছিলেন অঙ্কিতা
উপরোক্ত সংবাদমাধ্যমকে এক সূত্রের তরফে জানানো হয় যে অঙ্কিতাই তাঁদের জানিয়েছেন যে তিনি করণ জোহরের স্টুডেন্ট অব দ্য ইয়ার ৩ এর অফার পেয়েছিলেন। কিন্তু সেটা তিনি ফিরিয়ে দেন। সেই ব্যক্তি জানিয়েছেন, 'হ্যাঁ, অঙ্কিতার কাছে স্টুডেন্ট অব দ্য ইয়ার ৩ এর অফার এসেছিল। কিন্তু কোন চরিত্রের অফার তাঁকে করা হয়েছিল সেটা নিশ্চিত ভাবে বলতে পারছি না। কিন্তু এটুকু বলতে পারি ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে স্টুডেন্ট অব দ্য ইয়ার ৩ ফ্র্যাঞ্চাইজির অংশ হবেন কিনা। কিন্তু তিনি সেই অফার ফিরিয়ে দেন। কিন্তু কেন সেটা জানি না।'
স্টুডেন্ট অব দ্য ইয়ার ৩ প্রসঙ্গে
করণ জোহর তাঁর এই নতুন সিরিজ স্টুডেন্ট অব দ্য ইয়ার ৩ এর হাত ধরে সঞ্জয় কাপুর এবং মহদীপ কাপুরের কন্যা শানায়াকে লঞ্চ করবেন। জানা যাচ্ছে এই সিরিজটি ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে।
স্টুডেন্ট অব দ্য ইয়ার ৩ ফ্র্যাঞ্চাইজি প্রসঙ্গে
২০১২ সালে প্রথমবারের জন্য মুক্তি পায় স্টুডেন্ট অব দ্য ইয়ার। সেই ছবির হাত ধরে ডেবিউ করেছিলেন আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা। এরপর ২০১৯ সালে মুক্তি পায় স্টুডেন্ট অব দ্য ইয়ার ২। সেখানে ছিলেন টাইগার শ্রফ, অনন্যা পাণ্ডে এবং তারা সুতারিয়া।