শুভব্রত মুখার্জি:- বাংলাদেশ সফরে প্রথম থেকে বেশ চাপে রয়েছে নিউজিল্যান্ড দল। তারা প্রথম টেস্টে সিলেটে ১৫০ রানের ও বেশি ব্যবধানে হেরেছে। এমন আবহে বুধবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট। মিরপুরে এই টেস্টের প্রথম দিন শেষে বেশ ব্যাকফুটে রয়েছে নিউজিল্যান্ড দল। যদিও প্রথমার্ধে ম্যাচে বেশ দাপটের সঙ্গেই খেলেছে নিউজিল্যান্ড দল। আর তাদেরকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের অধিনায়ক টিম সাউদি। বল হাতে এমন নিখুঁত লাইন এবং লেন্থে বল করেছেন তিনি যে বাউন্ডারি তো দূর অস্ত, সিঙ্গেলস নিতেও পারেননি বাংলাদেশ ব্যাটাররা। আর এমন অসাধারণ বোলিং করেই এক নয়া কৃতিত্ব অর্জন করে ফেলেছেন টিম সাউদি।
পুরুষদের আন্তর্জাতিক টেস্ট ম্যাচ ক্রিকেটে শেষবার এমন ঘটনা ঘটতে দেখা গিয়েছিল ৪৭ বছর আগে। ১৯৭৬ সালে শেষবার ঘটেছিল এমন ঘটনা। সেই ঘটনার কার্যত পুনরাবৃত্তি দেখা গেল বুধবার মিরপুরে। টানা ৩২ বল বোলিং করে একটিও রান না দিয়ে এই বিরল নজির গড়ার তালিকায় জায়গা করে নিলেন টিম সাউদি। পুরুষদের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এক ইনিংসে টানা মেডেন ওভার করার বিরল নজির গড়া ক্রিকেটারদের তালিকায় জায়গা পেলেন তিনি।তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় স্পিনার বাপু নাদকার্নি। তিনি টানা ৬ ওভার মেডেন বোলিং করার নজির গড়েছিলেন।যা এখন ও অক্ষত রয়েছে। বাপু নাদকার্নি ১৯৬২ সালে ইংল্যান্ডের বিপক্ষে টানা ৩৭ বল করে একটিও রান দেননি।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জন গোডার্ড। ক্যারিবিয়ান এই তারকা ১৯৫০ সালে ইংল্যান্ডের বিপক্ষে টানা ৩৬ বল অর্থাৎ ছয় ওভার বল করে একটিও রান দেননি। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আরেক ভারতীয়। ১৯৭৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতীয় মিডিয়াম পেসার মদন লাল টানা ৩২ বলে বিপক্ষকে কোন রান করতে দেননি। আর মিরপুরে কার্যত মদনলালের পরিসংখ্যানের পুনরাবৃত্তি দেখা গেল টিম সাউদির বোলিংয়ে। এদিন সাউদি ৫.২ ওভার বল করেন। মেডেন দেন পাঁচটি। তাঁর বিরুদ্ধে একটি রানও করতে পারেননি টাইগার ব্যাটাররা। নিয়েছেন একটি উইকেটও। ১২ বলে ১০ রান করে তাঁর বলে আউট হন সরিফুল ইসলাম। বাংলাদেশ দল তাদের প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয়ে গিয়েছে। জবাবে দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৫৫ রানে পাঁচ উইকেট। ক্রিজে অপরাজিত রয়েছেন ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপস।