বাংলা নিউজ > ক্রিকেট > চোট ছিল না, আমাকে সাইডলাইন করার জন্য গুজব ছড়ানো হয়- ভারতীয় দলে নির্বাচন প্রসঙ্গে বিস্ফোরক KKR-এর তারকা স্পিনার

চোট ছিল না, আমাকে সাইডলাইন করার জন্য গুজব ছড়ানো হয়- ভারতীয় দলে নির্বাচন প্রসঙ্গে বিস্ফোরক KKR-এর তারকা স্পিনার

বরুণ চক্রবর্তী।

২০২২ আইপিএলে বরুণ চক্রবর্তীকে ৮ কোটি টাকায় নেয় নাইটরা। তবে তিনি এই মরশুমে হতাশ করেন। ১১ ম্যাচে মাত্র ছয় উইকেট নিয়েছিলেন। আর এই খারাপ পারফরম্যান্সের জন্য তিনি জাতীয় দল থেকে বাদ পড়ার ফলে যে মানসিক প্রভাব পড়েছিল, সেটাকে দায়ী করেছেন।

বরুণ চক্রবর্তী বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন যে, তাঁর বড় কোনও চোট ছিল না। বরং ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে তাঁকে ভারতীয় দল থেকে সরিয়ে দেওয়ার জন্য গুজব ছড়ানো হয়েছিল।

বরুণ CricXtasy-কে বলেছেন, ‘বিশ্বকাপ শেষ করার ঠিক পরেই কোনও বড় চোট পাইনি। খুব ছোট একটি চোট ছিল। ট্র্যাকে ফিরে আসতে আমার মাত্র দুই বা তিন সপ্তাহ লেগেছিল। কিন্তু তার পরেও, আমি সুযোগ পাইনি। এবং লোকেরা একই অজুহাত দিতে থাকে যে, আমার চোট রয়েছে। কিন্তু বড় সময়ের জন্য আমার কোনও চোট হইনি। আমি জানি না, এটা শুধুমাত্র একটি গুজব ছিল, নাকি কেউ আমার সম্পর্কে এই খবর ছড়িয়ে দিতে চেয়েছিল, যাতে আমাকে জাতীয় দল থেকে দূরে সরিয়ে রাখা যায়। কিন্তু জীবনটা এমনই, এটা অন্যায্য। এটা আমার জন্য খুব কঠিন ছিল।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২০ এবং ২০২১ মরশুম থেকে তাঁর সাফল্যের গ্রাফ উর্ধ্বমুখী হতে শুরু করে। তিনি দুর্দান্ত পারফরম্যান্স করে ব্যাপক প্রশংসা অর্জন করেছিলেন। ২০২০ এবং ২০২১ আইপিএলে ‘মিস্ট্রি স্পিনার’ উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। এই দুই বছর যথাক্রমে ১৭ এবং ১৮টি উইকেট নিয়েছিলেন বরুণ। এই পারফরম্যান্সের হাত ধরেই তিনি ভারতীয় দলের দরজায় সজোরে কড়া নাড়াতে শুরু করেন। এমন কী তিনি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বে দলে জায়গাও পান।

বরুণ চক্রবর্তী ২০১৯ সালে পঞ্জাব কিংসের হয়ে আইপিএলে আত্মপ্রকাশ করেছিলেন। কিন্তু সেই বছর শুধুমাত্র একটি ম্যাচ খেলেছিলেন তিনি। এর পর তিনি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যোগ দেন এবং ২০২০ ও ২০২১ মরশুমে দুরন্ত পারফরম্যান্স করেন। তাঁর ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে জায়গা করে দেয়। কিন্তু তিনি যে তিনটি ম্যাচ খেলেন, তাতে কোনও উইকেট পাননি। এবং পরবর্তীতে জাতীয় দল থেকে বাদ পড়েন।

বরুণ চক্রবর্তীর ফিটনেসের সমস্যাগুলি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তাঁর হাঁটু এবং বাঁদিকের কাফ মাশেলে চোটের কারণে তিনি সমস্যায় পড়েন। তা সত্ত্বেও তিনি কেকেআর-এর হয়ে খেলা চালিয়ে গিয়েছেন এবং ২০২২ মরশুমে তাঁকে ৮ কোটি টাকায় নেয় নাইটরা। তবে তিনি এই মরশুমে হতাশ করেন। ১১ ম্যাচে মাত্র ছয় উইকেট নিয়েছিলেন। আর এই খারাপ পারফরম্যান্সের জন্য তিনি জাতীয় দল থেকে বাদ পড়ার ফলে যে মানসিক প্রভাব পড়েছিল, সেটাকে দায়ী করেছেন।

তাঁর যুক্তি, ‘২০২২ আইপিএল আমার জন্য দুর্দান্ত একটি মরশুম ছিল না। কারণ ২০২১ সালে বিশ্বকাপের পরে যা ঘটেছিল, সেটা ধাক্কা ছিল। আমি ভারতীয় দলে ফিরে আসার জন্য খুব মরিয়া ছিলাম। তাই সবাইকে প্রমাণ করতে চেয়েছিলাম। আমি আমার বোলিংয়ে অনেক কিছু পরিবর্তন করতে শুরু করেছি, যা শেষ পর্যন্ত আমার মানসিক শান্তিকে প্রভাবিত করেছিল এবং আমি আমার স্বাভাবিক বোলিংও করতে পারিনি। তাই ২০২২ আইপিএল আমার জন্য খুব খারাপ গিয়েছে।’

সঙ্গে তিনি যোগ করেছেন, ‘পরে আমি বুঝতে পারি, আমার সঙ্গে কী ঘটছে। এখন সব শান্ত। আমি আর মরিয়া নই। আমি জানি কী ভাবে সবটা কাজ করে। এমন খবর আছে যে, সেরাদের সেরা- সেই ব্যক্তিকে সাইডলাইন করতে চলেছে তারা, তাহলে আমি কে? আমার কোনও প্রত্যাশা নেই। দেখা যাক, আমার চলার পথে কী আছে! তবে আমি আমার সেরাটা দিয়ে যাব।’

ক্রিকেট খবর

Latest News

‘কর্মবিরতি তুলছি না, নতি স্বীকার সরকারের,’ জানালেন জুনিয়র ডাক্তাররা, বাজল ঢাক হাতি কাদায় পড়েনি, নারদার পরেও পেয়েছিলাম ২১১, আরজি করের পরে হিসেব দিলেন দেবাংশু স্বাস্থ্যসচিব থাকছেন, সরানো হবে DME, DHSকে- কালীঘাটে বৈঠকের পর বললেন মমতা জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পিছু হঠল সরকার,কিছু দাবি মানলেন মমতা,কর্মবিরতি উঠবে? নিজে থেকেই সরতে চান বিনীত গোয়েল, কলকাতা পুলিশ কমিশনারকে বরখাস্ত করে বললেন মমতা Salman Khan: ভাইজানের নাম ভাঁড়িয়ে জালিয়াতি, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি সলমনের ‘এরাই সম্ভাব্য ধর্ষক…’, মৌসুমীকে কটাক্ষ, দেবাংশু-কুণালকে ধুয়ে দিলেন শ্রীলেখারা ৩ স্পিনার,২ পেসার! বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে ভারতীয় দল… ‘একটি পর্যবেক্ষণে…',CBIকে ‘খাঁচা বন্দি পাখি’ বলে SCর মন্তব্যের পর সরব ধনখড় দেখুন, 'ওরা' আমার পেজে দলবেঁধে রিপোর্ট করছে, মহা বিপাকে কুণাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.