রবিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে অনুষ্ঠিত পঞ্চম টি-টোয়েন্টি জিততে হলে, শেষ ওভারে ১০ রান করতে হত অস্ট্রেলিয়াকে। হাতে ছিল ৩ উইকেট। টি-টোয়েন্টি ম্যাচে এটি সহজতম লক্ষ্য। কিন্তু আর্শদীপ সিং শেষ ওভারে বল করতে এসে পুরো বাজি বদলে দেন।
শেষ ওভারের প্রথম বল অজি অধিনায়ক ম্য়াথিউ ওয়েডের মাথার ওপর দিয়ে যায়। নিশ্চিত ওয়াইড। কিন্তু দেননি আম্পায়ার। তাতেই মনঃসংযোগ হারান ওয়েড। অর্শদীপের পরের বলে রান হয়নি। তৃতীয় বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে শ্রেয়সের হাতে ধরা পড়েন ওয়েড। বাকি তিন বলে হয়ে ৩ রান। অসাধারণ শেষ ওভার। জয়ের জন্য অজিদের ৬ বলে ১০ রান প্রয়োজন ছিল। কিন্তু মাত্র ৩ রান দেন অর্শদীপ। শেষ ওভারে স্নায়ু ধরে রেখে দুর্দান্ত বল করে ভারতকে ৬ রানে ম্যাচ জেতান আর্শ। সেই সঙ্গে ৪-১ সিরিজ পকেটে পোড়ে সূর্যকুমার যাদবের ভারত।
আরও পড়ুন: শেষ ওভারে বাজিমাত করলেন আর্শদীপ, রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়ে ৪-১ করল ভারত
ভারতের বিপক্ষে ১-৩ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারের পরেই, অজিরা রবিবার পঞ্চম তথা শেষ ম্যাচ খেলতে নেমেছিল। সেই দিক থেকে দেখতে গেলে, সূর্যকুমার যাদবের ভারত বা অস্ট্রেলিয়া টিমের হারানোর কিছুই ছিল না। তাই দুই দলের খেলোয়াড়রা চাপমুক্ত হয়েই খেলতে নেমেছিলেন। এদিন প্রায় নির্ভীক পারফরম্যান্সের সুবাদে অস্ট্রেলিয়া দল ম্যাচ প্রায় জিতে নিলেও, ভারতীয় ফাস্টবোলার আর্শদীপ সিং তাদের জয়ের সীমা অতিক্রম করতে দেননি।
এই ম্যাচে আর্শদীপ সবচেয়ে ব্যয়বহুল বোলার ছিলেন। শেষ ওভার বল করতে আসার আগে, তিন ওভারে ৩৭ রান তিনি বিলিয়েছিলেন। কিন্তু অধিনায়ক সূর্যকুমার যাদব তাঁর উপর আস্থা হারাননি। বরং শেষ ওভারে তাঁর হাতে বল তুলে দিয়ে তাঁকে আশ্বস্ত করেছিলেন। পাশাপাশি শেষ ওভারে বল করার আগে আর্শদীপকে কিছু কথা বলেছিলেন তিনি। যেটা নাকি তরুণ পেসারের কাঁধ থেকে সমস্ত চাপ সরিয়ে দিয়েছিল।
ম্যাচের পর এই কথাগুলোই প্রকাশ্যে আনেন আর্শদীপ। শেষ ওভার সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি ভাবছিলাম যে, অনেক বেশি রান দিয়ে ফেলেছি (প্রথম তিন ওভারে)। তবে আমি আরও একটি সুযোগের আশা করছিলাম। এবং ঈশ্বরকে ধন্যবাদ, আমি সবটা রক্ষা করতে পেরেছি। এবং স্টাফদেরও ধন্যবাদ, আমার উপর বিশ্বাস রাখার জন্য। সূর্য (শেষ ওভার বোলিং করার আগে) আমাকে বলেছিল যে, যা ঘটার ঘটবেই। এবং এর কৃতিত্ব ব্যাটসম্যানদেরও যায়।’
আর্শদীপ আরও যোগ করেছেন, ‘ভারতীয় দল হিসাবে আমরা যে মান নির্ধারণ করেছি, তার ধারেকাছে পৌঁছতে পারিনি আমি (এই সিরিজে নিজের পারফরম্যান্স প্রসঙ্গে)। তবে এখনও অনেক কিছু শেখার আছে এবং আশা করি, আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’