প্রথম দু'টি টি-টোয়েন্টিতে জিতে ভারত ইতিমধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ ২-০ এগিয়ে গিয়েছে। এবার তারা চাইবহে, মঙ্গলবার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি জিতে সিরিজ পকেটে পুড়তে। তাতে হয়তো কিছুটা হলেও জ্বালা জুড়োবে ভারতের। সূর্যকুমার যাদবের নেতৃত্বে মেন ইন ব্লু বিশাখাপত্তনমে প্রথম ম্যাচে তাদের সর্বোচ্চ টি-টোয়েন্টি রান তাড়া করে জিতে সকলকে চমকে দিয়েছিল। ওডিআই বিশ্বকাপের ফাইনালে অজিদের বিরুদ্ধে হারের চার দিনের মধ্যেই সংক্ষিপ্ত ফর্ম্যাটে তাদের হারিয়েছিল ভারত।
রবিবার তিরুবনন্তপুরমে লিড দ্বিগুণ করে টিম ইন্ডিয়া। যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড় এবং ইশান কিশাণের হাফসেঞ্চুরি পাশাপাশি আবার রিঙ্কু সিং-এর ৯ বলে ঝোড়ো ৩১ রানের হাত ধরে ভারত ৪৪ রানে জয় ছিনিয়ে নেয়। তৃতীয় টি-টোয়েন্টি জিতলেই সিরিজ পকেটে পুড়ে ফেলবে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: গ্রিনকে নিয়ে MI-কে লাইফলাইন দিল RCB, সবার্ধিক টাকা GT-র হাতে, নাইটদের কী হাল?
বোলিং বিভাগে, প্রসিধ কৃষ্ণ এবং রবি বিষ্ণোই উভয়েই তিনটি করে উইকেট নিয়েছিলেন। ভারতের দেওয়া ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ২০ ওভারে শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৯১ রানই করতে পারে।
অস্ট্রেলিয়া চাইবে না, এই সিরিজ হারতে। আর এই হার এড়াতে হলে তৃতীয় টি-টোয়েন্টিতে অবশ্যই জিততে হবে তাদের। অজিরা ষষ্ঠ ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ম্যাথু ওয়েডের নেতৃত্বে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমে ভারতের কাছে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দু'টি ম্যাচ হেরে বেশ চাপে রয়েছে। কী হবে তৃতীয় টি-টোয়েন্টির ফল? কী ভাবে কোথায় দেখবেন, ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি। জেনে নিন বিস্তারিত:
আরও পড়ুন: আগের থেকেও বেশি প্রস্তুত- হার্দিক নিয়ে ঘুরিয়ে বার্তা নয়া GT ক্যাপ্টেন গিলের
মোবাইল অ্যাপে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি কবে অনুষ্ঠিত হতে চলেছে?
ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ২৮ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে।
ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি কখন শুরু হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে ভারতীয় সময়ে সন্ধ্যে ৭.০০টায়।
ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ কোথায় হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে।
ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের সরাসরি সম্প্রচার কোথায় দেখবেন?
স্পোর্টস ১৮ এবং কালার সিনেপ্লেক্সে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি সম্প্রচার করা হবে।
ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের বিনামূল্যে লাইভ স্ট্রিমিং কোথায় দেখতে পাবেন?
ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মোবাইলের জিও সিনেমা অ্যাপে বিনামূল্য দেখতে পাবেন। ওয়েবসাইটেও লাইভ-স্ট্রিম করা যাবে।