বাংলা নিউজ > ক্রিকেট > IND vs AUS 3rd T20I: এত শিশিরে ২২২ রানও যথেষ্ট নয়! খারাপ বল করার পরেও প্রসিধদের আড়াল করলেন ক্যাপ্টেন সূর্যকুমার

IND vs AUS 3rd T20I: এত শিশিরে ২২২ রানও যথেষ্ট নয়! খারাপ বল করার পরেও প্রসিধদের আড়াল করলেন ক্যাপ্টেন সূর্যকুমার

সূর্যকুমার যাদব। ছবি- এপি।

India vs Australia 3rd T20I: গুয়াহাটিতে স্কোরবোর্ডে বড় রান তুলেও ম্যাচ হারতে হওয়ার কারণ হিসেবে ২টি বিষয়কে চিহ্নিত করেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব।  

প্রথমত, গুয়াহাটির শিশির, দ্বিতীয়ত গ্লেন ম্যাক্সওয়েল, সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারের কারণ হিসেবে এই ২টি বিষয়কেই তুলে ধরলেন সূর্যকুমার যাদব। যদিও ভারতের হাতে ২২২ রানের বড়সড় পুঁজি ছিল এই ম্যাচে। তা সত্ত্বেও হারতে হওয়ায় ক্যাপ্টেনকে একটু হতাশ দেখায় বটে, তবে তার জন্য বোলারদের দোষারোপ করতে রাজি ছিলেন না সূর্য।

ম্যাচের শেষে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বলেন, ‘ আমরা ম্যাক্সওয়েলকে যত তাড়াতাড়ি সম্ভব আউট করতে চেয়েছিলাম। এটাই পরিকল্পনা ছিল যে, ওর উইকেটটা তাড়াতাড়ি তুলে নিতে হবে। তবে এত শিশিরের মধ্যে ২২২ রান নিয়ে ম্যাচ জিততে হলে বোলারদের হাতে কিছু একটা তুলে দিতে হবে।’

সূর্য আরও বলেন, ‘এত শিশিরে খেলতে হলে শুরুতে উইকেট তুলতে হবে। উইকেট হাতে থাকা মানে আপনি ম্যাচে রয়েছেন। অস্ট্রেলিয়া সারাক্ষণই লড়াইয়ে ছিল। জলপানের বিরতির সময়ে আমি ছেলেদের বলি যে, ম্যাক্সওয়েলের উইকেটটা আমাদের তুলতেই হবে। যদিও সেটা সম্ভব হয়নি।’

শেষ ২ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার ৪৩ রান দরকার ছিল। শিশির যতই সমস্যা তৈরি করুক না কেন, এমন পরিস্থিতি থেকে ম্যাচ জেতা যে কোনও ব্যাটিং দলের পক্ষেই মুশকিল। তবে অস্ট্রেলিয়া অক্ষর প্যাটেলের ১৯তম ওভারে ২২ ও প্রসিধ কৃষ্ণার ২০তম ওভারে ২৩ রান তুলে ম্যাচ জিতে যায়।

আরও পড়ুন:- IND vs AUS 3rd T20I: বিয়ের জন্য সিরিজের মাঝে ছুটিতে মুকেশ কুমার, ডেথ ওভারে অভাব টের পেল ভারত

১৯তম ওভারে অক্ষর প্যাটেলকে বল করতে ডাকার কারণও খোলসা করেন সূর্যকুমার। তিনি বলেন, ‘আমি অক্ষরকে ১৯তম ওভারে বল করতে পাঠাই কারণ ও আগেও ১৯-২০ ওভারে বল করেছে। ও অভিজ্ঞ। আমি মনে করি যে, শেষ দিকে অভিজ্ঞ বোলারের দরকার হয়। সে যদি স্পিনারও হয়, তাতে অসুবিধা নেই। প্রচুর শিশির পড়লেও সেক্ষেত্রে সুযোগ থাকে।’

আরও পড়ুন:- অটোগ্রাফ দেওয়ার আগে নিজের টি-শার্ট দিয়ে অনুরাগীর বাইক সাফ করলেন ধোনি, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো

ভারত ম্যাচ হারলেও ক্যাপ্টেন সূর্যকুমার রুতুরাজ গায়কোয়াড়ের দুর্দান্ত সেঞ্চুরির প্রশংসা করতে ভোলেননি। তিনি বলেন, ‘রুতুরাজ অসাধারণ ইনিংস খেলল। আমি আউট হওয়ার পরে ও ইনিংসকে টেনে নিয়ে যায়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও আমি আগে বলেছি যে, ও স্পেশাল প্লেয়ার। আজ যেভাবে ব্যাট করল, দেখাল ও কতটা বিশেষ।’

উল্লেখ্য, গুয়াহাটিতে ভারত শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২২২ রান তোলে। রুতুরাজ গায়কোয়াড় ১৩টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৫৭ বলে ১২৩ রান করে অপরাজিত থাকেন। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া একেবারে শেষ বলে ম্যাচ জেতে। তারা ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২২৫ রান তুলে ম্যাচ জিতে যায়। গ্লেন ম্যাক্সওয়েল ৮টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন।

ক্রিকেট খবর

Latest News

কেমন অত্যাচার হত হাসিনা জমানার ‘আয়নাঘরে’? ঘুরে দেখলেন ইউনুস দ্য হান্ড্রেড টুর্নামেন্টের সাউদার্ন ব্রেভ দলের মালিকানা ধরে রাখল GMR গ্রুপ প্রেশার কুকারেই ঝটপট বানিয়ে ফেলুন মশলাদার পাঞ্জাবি ঘুগনি বুধ শনির রাশিতে প্রবেশ করেছে, ৫ রাশির বদলাবে সময়, কাজে মিলবে সফলতা ১৩ রাজ্যের গোহত্যা-গরু পাচার আইনের বৈধতা খতিয়ে দেখার আর্জি, PIL নিল না SC রঞ্জির শেষ দিনে দুরন্ত লড়াই কেরলের! প্রথম ইনিংসের লিডে সেমিতে সচিন বেবির দল! উজবেক দাবাড়ু হ্যান্ডশেক না করাটা এত বড় ইস্যু হয়ে যাবে, ভাবেননি বৈশালী! ভ্যালেনটাইনস ডে কীভাবে এল? ১৪ ফেব্রুয়ারির নেপথ্যে রয়েছে এই দুঃখের ইতিহাস কাউকে গ্রেফতার করলে কারণ জানানো বাধ্যতামূলক, না হলে তা অবৈধ- সুপ্রিম কোর্ট বিদেশের জেলে বন্দি ১০ হাজারের বেশি ভারতীয়, কোন দেশে সবথেকে বেশি?

IPL 2025 News in Bangla

দ্য হান্ড্রেড টুর্নামেন্টের সাউদার্ন ব্রেভ দলের মালিকানা ধরে রাখল GMR গ্রুপ ক্রিকেটে এবার বিনিয়োগ করল চেলসির মালিকরা! দ্য হান্ড্রেডে কোন দল কিনলেন? রাজস্থান রয়্যালস শিবিরে রিয়ানদের সঙ্গে ক্রিকেটে মাতলেন এড শিরান, চমক জার্সিতে ১টা IPL জিতলে যে টাকা মেলে, তা ১০ বার বিপিএল জিতেও মিলবে না! পুরস্কারমূল্য কত? WPL থেকে ছিটকে গেছেন হিলি! পরিবর্তে দীপ্তি শর্মাকে অধিনায়ক বাছল ইউপি ওয়ারিয়র্জ MIর সব দলের হয়েই ট্রফি জয়ের বিরল নজির বোল্টের! SA20র ফাইনালে হলেন ম্যাচের সেরা ILT20র ফাইনালে ডেজার্ট ভাইপার্স! ৭ উইকেটে জয়! বদলার ম্যাচ দুবাইয়ের বিপক্ষে T20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে BCCIর থেকে কোন পুরস্কার পেলেন রোহিতরা? দেখে নিন ছবি ফর্মে চলে আসব, একটু সময় লাগবে! রঞ্জির কোয়ার্টারে নামার আগে বলছেন সূর্যকুমার যাদব ‘রোহিত শর্মা বলেছিল ইংল্যান্ড ব্যাটারদের…’ ৩ উইকেটের নেপথ্য প্ল্যানিং বললেন রানা

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.