উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। ভোট চলছিল ভোটের মতোই। লাইন দিয়ে দাঁড়িয়ে ভোটার। এমন সময়ই বিপত্তি কালিয়াগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের ৫৪ নম্বর বুথে। সেখানেই ভোট দিতে আসেন এক যুবক। এদিকে প্রিসাইডিং অফিসার একে একে ভোটার তালিকা দেখে নাম ডাকতে থাকেন। এদিকে সামনে আসেন ওই যুবক। কিন্তু ভোটার তালিকায় থাকা ছবির সঙ্গে ভোটারের ছবি মিলছে না কিছুতেই। এনিয়ে সন্দেহ দানা বাঁধে। এরপরই ওই ভোটারের কাছ থেকে ভোটার কার্ড দেখতে চাওয়া হয়। তিনি কোন ওয়ার্ডের বাসিন্দা? প্রশ্ন করতেই যুবকের উত্তর, কালিয়াগঞ্জ। এরপরই তাকে প্রশ্ন করা হয়, কালিয়াগঞ্জের কোথায় থাকেন তিনি? তার উত্তর, ওই ওখানে। বাড়ির ঠিকানাও বলতে পারেনি ভোটার। এরপরই সন্দেহ আরও জোরালো হয়। পুলিশ তাকে আটক করে।
এরপরই হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করে ওই যুবক। তখনই তার উপর ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ গিয়ে ওই অভিযুক্ত যুবককে আটক করে। বাসিন্দাদের অভিযোগ ওই যুবক আদতে ভুয়ো ভোটার। কোথায় বাড়ি সেটাও ঠিক করে বলতে পারছিল না। এমনকী ভোটার কার্ডের সঙ্গে তালিকার ছবিও মিলছিল না। এর জেরেই আসল ব্যাপারটা বেরিয়ে আসে। কিন্তু ওই যুবক ঠিক কোন দলের হয়ে ভুয়ো ভোট দিতে এসেছিল সেই প্রশ্নটা থেকেই গিয়েছে।