বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পুরভোটের লড়াই

পুরভোটের লড়াই

দুই মেদিনীপুরে সম্মানের লড়াই, কোন পুরসভা কার দখলে (ছবিটি প্রতীকী)

WB Municipal Poll Result: মেদিনীপুরে তৃণমূলের দাপট,BJP-র ‘ট্র্যাজিক হিরো’ হিরণ

দুই মেদিনীপুরে মোট ১০টি পুরসভা মিলিয়ে ১৭৭টি ওয়ার্ড রয়েছে। দিলীপ গড়ে শূন্য BJP, অধিকারী পাড়াতেও ধরাসায়ী পদ্ম।

ভোটের বড়খবর

[আমাদের চোখে ভোট]

'আমরা নাকি বাইরের লোক!' বহিরাগত ইস্যুতে ধুন্ধুমার বারাসতে

পুরভোট ঘিরে সকাল থেকেই উত্তেজনার কেন্দ্র রয়েছে বারাসত। সেখানে ১০ নম্বর ওয়ার্ডের ২৩১ নম্বর বুথে বহিরাগতদের প্রবেশ নিয়ে তৈরি হয় উত্তেজনা। সিপিআইএম প্রার্থীর দাবি বুথে ঢুকে ছিলেন বহিরাগতরা। এই নিয়ে সরব হতেই ক্রমেই চড়ে উত্তেজনার পারদ। যাঁদের ঘিরে অভিযোগ তাঁদের ধাওয়া করতে থাকেন সাংবাদিকরা। এরপর সংবাদমাধ্যমের সামনে তাঁরা উগড়ে দেন ক্ষোভ। তাঁদের দাবি, সিপিআইএম এলাকায় বুথ জ্যাম করছে।

বুথে ঢুকে আছাড় মেরে ভাঙা হল ইভিএম! অভিযোগ খোদ প্রার্থীর দিকে, কী ঘটল বারাসতে

রবিবাসরীয় পুরভোট শুরু হতেই দিকে দিকে অশান্তি। ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই বারাসতের ৭ নম্বর বুথে ঢুকে আছাড় মেরে ইভিএম ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে বিজেপি প্রার্থী শ্যামলী দাসের বিরুদ্ধে। ঘটনা ঘিরে এলাকায় ব্যপক উত্তেজনা ছড়ায় সকাল থেকে।

'ভোটারকে একের পর এক নোট দিচ্ছেন BJP প্রার্থী', ভাইরাল ভিডিয়োয় সরব তৃণমূল

পুরভোটের প্রচার চলাকালীন বিজেপি প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। দেখুন ভিডিয়ো -

ভোটের ছবিঘর

ভোটের আরো খবর

Open in App