পুরভোট ঘিরে সকাল থেকেই উত্তেজনার কেন্দ্র রয়েছে বারাসত। সেখানে ১০ নম্বর ওয়ার্ডের ২৩১ নম্বর বুথে বহিরাগতদের প্রবেশ নিয়ে তৈরি হয় উত্তেজনা। সিপিআইএম প্রার্থীর দাবি বুথে ঢুকে ছিলেন বহিরাগতরা। এই নিয়ে সরব হতেই ক্রমেই চড়ে উত্তেজনার পারদ। যাঁদের ঘিরে অভিযোগ তাঁদের ধাওয়া করতে থাকেন সাংবাদিকরা। এরপর সংবাদমাধ্যমের সামনে তাঁরা উগড়ে দেন ক্ষোভ। তাঁদের দাবি, সিপিআইএম এলাকায় বুথ জ্যাম করছে।
পুলিশের সামনেই দরজা বন্ধ করে ভোট। ক্যামেরায় ধরতেই মুখ ঢুকে পালালেন ‘ভুয়ো ভোটাররা’। ঘটনাটি কালনার ১১ নম্বর ওয়ার্ডের অম্বিকা মহিষমর্দিনী প্রাথমিক স্কুলের। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -