পুরভোট ঘিরে সকাল থেকেই উত্তেজনার কেন্দ্র রয়েছে বারাসত। সেখানে ১০ নম্বর ওয়ার্ডের ২৩১ নম্বর বুথে বহিরাগতদের প্রবেশ নিয়ে তৈরি হয় উত্তেজনা। সিপিআইএম প্রার্থীর দাবি বুথে ঢুকে ছিলেন বহিরাগতরা। এই নিয়ে সরব হতেই ক্রমেই চড়ে উত্তেজনার পারদ। যাঁদের ঘিরে অভিযোগ তাঁদের ধাওয়া করতে থাকেন সাংবাদিকরা। এরপর সংবাদমাধ্যমের সামনে তাঁরা উগড়ে দেন ক্ষোভ। তাঁদের দাবি, সিপিআইএম এলাকায় বুথ জ্যাম করছে।
রবিবাসরীয় পুরভোট শুরু হতেই দিকে দিকে অশান্তি। ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই বারাসতের ৭ নম্বর বুথে ঢুকে আছাড় মেরে ইভিএম ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে বিজেপি প্রার্থী শ্যামলী দাসের বিরুদ্ধে। ঘটনা ঘিরে এলাকায় ব্যপক উত্তেজনা ছড়ায় সকাল থেকে।