বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পুরভোটের লড়াই

পুরভোটের লড়াই

দুই মেদিনীপুরে সম্মানের লড়াই, কোন পুরসভা কার দখলে (ছবিটি প্রতীকী)

WB Municipal Poll Result: মেদিনীপুরে তৃণমূলের দাপট,BJP-র ‘ট্র্যাজিক হিরো’ হিরণ

দুই মেদিনীপুরে মোট ১০টি পুরসভা মিলিয়ে ১৭৭টি ওয়ার্ড রয়েছে। দিলীপ গড়ে শূন্য BJP, অধিকারী পাড়াতেও ধরাসায়ী পদ্ম।

ভোটের বড়খবর

[আমাদের চোখে ভোট]

'আমরা নাকি বাইরের লোক!' বহিরাগত ইস্যুতে ধুন্ধুমার বারাসতে

পুরভোট ঘিরে সকাল থেকেই উত্তেজনার কেন্দ্র রয়েছে বারাসত। সেখানে ১০ নম্বর ওয়ার্ডের ২৩১ নম্বর বুথে বহিরাগতদের প্রবেশ নিয়ে তৈরি হয় উত্তেজনা। সিপিআইএম প্রার্থীর দাবি বুথে ঢুকে ছিলেন বহিরাগতরা। এই নিয়ে সরব হতেই ক্রমেই চড়ে উত্তেজনার পারদ। যাঁদের ঘিরে অভিযোগ তাঁদের ধাওয়া করতে থাকেন সাংবাদিকরা। এরপর সংবাদমাধ্যমের সামনে তাঁরা উগড়ে দেন ক্ষোভ। তাঁদের দাবি, সিপিআইএম এলাকায় বুথ জ্যাম করছে।

‘দরজা বন্ধ কর’, পুলিশে সামনেই নিদান দিয়ে হল ‘ভোট’! ক্যামেরা ধরতেই পালালেন সব

পুলিশের সামনেই দরজা বন্ধ করে ভোট। ক্যামেরায় ধরতেই মুখ ঢুকে পালালেন ‘ভুয়ো ভোটাররা’। ঘটনাটি কালনার ১১ নম্বর ওয়ার্ডের অম্বিকা মহিষমর্দিনী প্রাথমিক স্কুলের। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -

ভোটের ছবিঘর
  • 5
    বুধবার সেই মামলার শুনানিতে রাজ্যের থেকে হাইকোর্ট জানতে চায়, বিরোধীদের অভিযোগের প্রসঙ্গে কী ভাবছে নবান্ন? সেইসঙ্গে আগামী ২৭ ফেব্রুয়ারি যে ১০৮ টি পুরনিগমে ভোট আছে, তাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কিনা, তা রাজ্যের থেকে জানতে চেয়েছে হাইকোর্ট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
    বকেয়া পুরভোটে কি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সম্ভব? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

ভোটের আরো খবর

Open in App