সন্দেশখালির অপরাধীদের বাকি জীবন জেলেই কাটাতে হবে। বৃহস্পতিবার কোচবিহারের রাসমেলা ময়দানে নির্বাচনী সভা এসে বলে গেলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বিজেপি প্রতিজ্ঞা করেছে যে সন্দেশখালির দোষীদের সাজা দেবেই।
আরও পড়ুন: BJPকে ভাষাজ্ঞান শেখাতে শেখাতে প্রকাশ্য মঞ্চে ‘শা*’ বলে ফেললেন মমতা
এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘গোটা দেশ দেখেছে, কী করে তৃণমূল সরকার সন্দেশখলির অপরাধীদের বাঁচানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করেছে। সন্দেশখালির মহিলাদের সঙ্গে যা হয়েছে তা তৃণমূলের নির্যাতনের পরাকাষ্ঠা। বিজেপি প্রতিজ্ঞা করেছে যে সে সন্দেশখালির দোষীদের সাজা দেবেই। তাদের জেলেই বাকি জীবন কাটাতে হবে’।
এদিন বক্তব্যের শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য প্রশাসনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বলেন, ২০১৯ সালের ভোটপ্রচারে যখন এই মাঠে এসেছিলাম তখন মাঠের মাঝখানে গোল করে মঞ্চ করে মাঠ ছোট করে রেখেছিল মমতা দিদির প্রশাসন। আপনারা সেবার তার জবাব দিয়ে দিয়েছেন। কিন্তু এবার তেমন কোনও বাধার সম্মুখিন হইনি। তাই আপনাদের সবার মুখোমুখি হতে পারছি।
এদিনের সভায় প্রধানমন্ত্রী গত ১০ বছরে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন। বলেন, এটা তো ট্রেলর। এখনো অনেক কাজ করা বাকি।
আরও পড়ুন: নির্দেশ অমান্য করে বালুর বাড়তি স্বাস্থ্য পরীক্ষা, SSKMএর কাজে ক্ষুদ্ধ আদালত
বলে রাখি, সন্দেশখালিতে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় গ্রেফতারির পর এখন ইডির হেফাজতে রয়েছে তৃণমূলি মাফিয়া শেখ শাহজাহান। বুধবার তাঁর ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন স্তব্ধ করে দিয়েছে ইডি। বৃহস্পতিবার শাহজাহানের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সমস্ত থানায় যত FIR রয়েছে তা জমা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট। তারই মধ্যে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারিতে স্পষ্ট, আগামী দিন আরও কঠিন হতে চলেছে শাহজাহান ও তার শাগরেদদের জন্য।