ধনতেরাসে লোকে সোনা কেনে, গয়না কেনেন, তবে গত ধনতেরাস-এ গোটা একটা বাড়িই কিনে ফেলেছেন অনন্যা পান্ডে। সম্প্রতি মুম্বইতে নিজের নতুন কেনা ফ্ল্যাটের ছবি ও ভিডিয়ো পোস্ট করেছিলেন অনন্যা। আর এবার অনন্যার সেই বাড়ি সাজিয়ে দিলেন খোদ শাহরুখ পত্নী গৌরী।
অনন্যা, গৌরী খানের সঙ্গে নিজের ফ্ল্যাটের বসবার ঘরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে অনন্যার বসবার ঘরটি ধূসর ও অফ হোয়াইট রঙের থিমের। নজর কাড়ছে দেওয়ালের ডিজাইন। তার ঠিক সামনে রাখা সোফায় বসে রয়েছেন অনন্যা ও গৌরী। শাহরুখ পত্নীকে একটা হলুদ রঙের ব্লেজারে আর অনন্যাকে ল্যাভেন্ডার রঙের ব্লেজারে দেখা যাচ্ছে।
অনন্যাকে গৌরীকে ধন্যবাদ জানিয়ে ক্যাপশানে লিখেছেন, ‘আমার কেনা প্রথম বাড়ি... আমার স্বপ্নের বাড়ি (হার্ট ইমোজি)... ধন্যবাদ গৌরিখান... আমি ঠিক কেমন চাই, এটা আপনার থেকে ভালো আর কে বুঝবে! এটা আমার জন্য খুবই স্পেশাল... তুমিই সেরা, তোমাকে ভালোবাসি!!!’ প্রসঙ্গত, অনন্যা সুহানা খানের ভীষণ কাছের বন্ধুদের মধ্যে একজন।
আরও পড়ুন-
আরও পড়ুন-ইঞ্জিনিয়ারিং ছেড়ে হঠাৎই অভিনয়ে, মেয়েবেলার মৌ এবার প্রসেনজিতের 'আলো', স্বীকৃতি বলছেন...
অনন্যা পান্ডের এই পোস্টের নিচে একজন লিখেছেন ‘উহু। ভীষণ গর্বিত মুহূর্ত।’ অন্য একজন লিখেছেন, ‘এটা খুব দুর্দান্ত।’ অনন্যা ও গৌরীকে নিয়ে এক ভক্তও মুগ্ধ হয়ে লিখেছেন, ‘দুজনেই দেখতে সুন্দর।’ অনন্যার বাড়ি নিয়ে, একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘সুন্দর দেখাচ্ছে। আপনার বাড়ি অন্যান্য অংশ দেখার অপেক্ষায় রইলাম।’
১০ নভেম্বর, অনন্যা ইনস্টাগ্রামে নতুন বাড়ির ছবি শেয়ার করে লেখেন, ‘আমার নিজের বাড়ি!! আপনার সমস্ত ভালবাসা এবং ইতিবাচক মন্তব্য দরকার!! নতুন শুরুর জন্য... শুভ ধনতেরাস।’ একটি হলুদ ট্রাডিশনার পোশাকে গৃহপ্রবেশের পুজোর অনুষ্ঠানে বসে ছবি পোস্ট করেছিলেন অনন্যা।
অনন্যা পান্ডেকে সম্প্রতি আয়ুষ্মান খুরানার সঙ্গে ড্রিম গার্ল ২ (২০২৩) তে দেখা গিয়েছে। পরবর্তীতে সিদ্ধান্ত চতুর্বেদী এবং আদর্শ গৌরবের সঙ্গে ‘খো গ্যায়ে হাম কাহাঁ’ দেখা যাবে। এছাড়াও বিক্রমাদিত্য মোতওয়ানের শিরোনামহীন সাইবার ক্রাইম-থ্রিলারেও দেখা যাবে অনন্যাকে।