কুয়াশা নেমে এসেছে পাহাড়ি রাস্তার কোলে, যেন মেঘ জমেছে চারিপাশে। এমন রোম্যান্টিক আবহে প্রাণের সখা সঙ্গে থাকলে মন তো উতলা হবেই। সে বেচারা বাধ মানবে কেন? তাই জীবনসঙ্গীর ঠোঁটে চুমু আঁকার মুহূর্ত লেন্সবন্দি করে ফেললেন ব্যোমকেশ ও দুর্গ রহস্য পরিচালক। আর সেই ছবি পোস্ট করলেন ফেসবুকের দেওয়ালে। আর ক্যাপশনের জন্য ধার করে নিলেন নিজেরই ছবির গান- ‘ও যে মানে না মানা’।
‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দর্শকদের মধ্যে। ছবি মুক্তির পরপরই একটু জিইয়ে নিতে পাহাড় সফরে তারকা দম্পতি বিরসা দাশগুপ্ত ও বিদীপ্তা চক্রবর্তী। কোথায় গিয়েছে তাঁরা? হিমালয়ের কোলেই বেড়াচ্ছেন দুজনে। তিস্তার উপত্যকাতেই তোলা প্রেমেমাখা এই ছবি। বউ ব্যস্ত অভিনয় কেরিয়ার নিয়ে, সঙ্গে দুই মেয়ের দায়িত্ব। বিরসাও পরিচালনা নিয়ে দৌড়ে বেড়াচ্ছেন। এর মাঝেই একটু মি টাইম বার করে রোম্যান্টিক এই সফর। ঘোরার ফাঁকে আদরে ভরাচ্ছেন বিদীপ্তাকে।
২০১০ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন বিরসা-বিদিপ্তা। দেখতে দেখতে দাম্পত্য জীবনের ১৩ বছর পার করে ফেলেছেন এই জুটি। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই বউয়ের সঙ্গে উষ্ণ রোম্যান্সের ঝলক শেয়ার করে নেন বিরসা। কিন্তু চুমুর ছবি পোস্ট করতেই ধেয়ে এল কটাক্ষ। ছবির মন্তব্যবাক্সে উপচে পড়ছে ব্যঙ্গ-বিদ্রুপ। একজন লেখেন- ‘এটা যাদবপুর নাকি?’ অপর একজন লেখেন- ‘সেলেবদের ব্যক্তিগত জীবন বলে আর কিছুই নেই। সবই সোশ্যাল মিডিয়ায়’। বয়স নিয়েও ট্রোলড হলেন তাঁরা। পঞ্চাশোর্ধ বিদীপ্তা আর বছর ৪৪-এর বিরসার এই ছবি দেখে একজন লেখেন- ‘দাদু ঠাম্মার রোমান্টিক দৃশ্য দেখতে পাওয়া ভাগ্যের কথা’। কেউ কেউ আবার ফলাও করে উপদেশ দিয়ে লেখেন, এহেন ব্যক্তিগত মুহূর্ত কখনই ফেসবুকে পোস্ট করা উচিত নয়।
যদিও সেইসব কটাক্ষের পালটা কোনও জবাব দেননি তারকা দম্পতি। তাঁরা এখন পাহাড়ের নৈগর্সিক সৌন্দর্য আর ভালোবাসার চাদরে নিজেদের মুড়ে রেখেছেন।
চৈতালী দাশগুপ্তর সঙ্গে দারুণ বন্ধুত্ব ছিল বিদীপ্তার। পরে বন্ধুর ছেলেকেই বিয়ে করেন অভিনেত্রী। তখন তিনি ডিভোর্সি, এক কন্যা সন্তানের মা। তবে দু-হাত বাড়িয়ে বিদীপ্তা ও তাঁর বড় মেয়ে মেঘলাকে আপন করে নিয়েছিল বিরসার পরিবার। অভিনেত্রীর প্রথমপক্ষের মেয়ে মেঘলা দাশগুপ্তের সঙ্গে দারুণ বন্ডিং বিরসার। বাবার সহকারী পরিচালক হিসাবে কাজও করে সে। অন্যদিকে বিরসা-বিদিপ্তার ছোট মেয়ে ইদারা। যাকে ‘সব ভূতুড়ে’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা গিয়েছে। সদ্যই বিদেশ থেকে শ্যুটিং সেরে ফিরেছেন বিদীপ্তা। তাঁর হাতে একগুচ্ছ কাজ। তবে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ শেষে বিরসার নতুন প্রোজেক্ট কী হতে চলেছে, তা নিয়ে রহস্য জিইয়ে রেখেছেন পরিচাল