প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার বায়োস্কোপ বিভাগে কর্মরত। বিনোদন দুনিয়ার খবরের সঙ্গে তাঁর অনেক দিনের বন্ধুত্ব। বিদ্যাসাগর কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে স্নাতক, পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় এম.এ ডিগ্রি অর্জন করেন। ২০১৪ সালে সাংবাদিকতা শুরু করেন বাংলা স্যাটেলাইট নিউজ চ্যানেল ওঙ্কারে। শুরুর দিন থেকেই বিনোদন সাংবাদিক, কপি এডিটর ও প্রোডিউসার হিসাবে কাজ করেছেন। পরে যোগ দেন সিএন চ্যানেলে। দীর্ঘ ৫ বছর টেলিভিশন সাংবাদিকতা করার পর ২০১৯ সালের নভেম্বরে হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। টলিউডে বা বলিউডে কোথায় কী ঘটছে, দিনের সেরা গসিপ কোনটা, এসব ভীষণ গুরুত্বপূর্ণ তাঁর কাছে। এছাড়া গান শুনতে, খেলা দেখতে প্রচণ্ড ভালোবাসেন।