বিংশ শতাব্দীর শুরুর দিকে যে ঝামেলা মাথাচাড়া দিয়েছিল সেটার পরিণাম স্বরূপ এখন কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে ইজরায়েল এবং প্যালেস্তাইনে। শনিবার সকালে গাজা থেকে রকেট ছোঁড়া হয়। তারপর জল, স্থল এবং আকাশপথে আক্রমণ চালিয়েছে প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস। পাল্টা জবাব দিয়েছে ইজরায়েলও। এই ঘটনার পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তারকারা প্রতিক্রিয়া জানিয়েছেন। ভারতের স্বরা ভাস্কর, গওহর খান সহ মিয়া খালিফা, রিহানা, গেল গ্যাডট সহ আরও অনেকেই সরব হয়েছেন।
ইজরায়েলের বোমার আঘাতে ৮৩ জন প্যালেস্তানির মৃত্যু হয়েছে বলেই খবর। এর মধ্যে ১৭ জন শিশুও আছে। ৭ জন মারা গিয়েছে ইজরায়েলে। এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হওয়ার পর অনেক তারকারা নিজেদের মতামত সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন।
কী বলছেন তারকারা?
গওহর খান এদিন টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন, সেখানে দেখা যাচ্ছে প্যালেস্তাইনের বাসিন্দারা যেখানকার জল খান সেই জায়গাগুলো ইজরায়েলিরা কীভাবে সিমেন্ট দিয়ে ঢেকে দিচ্ছে।
স্বরা ভাস্কর একাধিক টুইট সেখানে রিটুইট করেছেন যেখানে প্যালেস্তাইনের ভয়াবহ অবস্থার কথা উঠে এসছে।
মিয়া খালিফাও টুইটারে পোস্ট করে প্যালেস্তাইনের সমর্থন করেছেন। বলেছেন তাঁদের অবস্থা দেখে যদি কেউ এখনও তাঁদের সমর্থন না করেন তাহলে তাঁরা মানবিকতার উল্টো দিকে আছেন।
আমেরিকান মডেল বেলা হাদিদ, যাঁর বাবা একজন প্যালেস্তানীয় ছিলেন তিনি তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট করে সকলকে সেই দেশকে সমর্থন করতে বলেছেন। তিনি লেখেন, 'আগামী প্রজন্ম দেখবে আর ভাববে আমরা কীভাবে প্যালেস্তানিয়ানদের এতদিন ধরে এভাবে ভুগতে দিয়েছি।'
মালালা ইউসুফজাই এক্সে একটি ভিডিয়ো পোস্ট করে বলেন, 'একজন প্যালেস্তাইনীয় শিশুর এই সময় ক্লাসে থাকার কথা, ধ্বংসস্তূপে নয়। বিশ্বের নেতাদের উচিত দ্রুত প্যালেস্তাইনের মানুষদের হিউম্যান রাইটস প্রোটেক্ট করা।'
ইজরায়েলি মডেল গেল গ্যাডট লেখেন, 'আমার হৃদয় ভেঙে যাচ্ছে, আমার দেশে যুদ্ধ লেগেছে। আমার পরিবার, বন্ধুদের জন্য চিন্তা হচ্ছে। বহুদিন ধরে এই এক জিনিস চলে আসছে। ইজরায়েল একটা স্বাধীন সুরক্ষিত দেশ হিসেবে থাকা ডিসার্ভ করে।'
রিহানাও এদিন সরব হন ইনস্টাগ্রামে। তিনি লেখেন, 'ইজরায়েল-প্যালেস্তাইনের মধ্যে যা চলছে সেই হিংসা দেখে আমি আতঙ্কিত।'