শুভস্মিতা হিন্দুস্তান টাইমস বাংলার বায়স্কোপ এবং টুকিটাকি বিভাগে কর্মরত। প্রতিদিন লেখার পাশাপাশি অন্যের লেখা সম্পাদনা করা, ফিল্ম রিভিউ করা তাঁর কাজের মধ্যে পড়ে। কলকাতার বাসিন্দা তিনি। ভূগোলে স্নাতকোত্তর পাশ করেই কর্মজীবনে প্রবেশ। হিন্দুস্তান টাইমস বাংলায় ২০২২ সালে যোগ দেন। কাজের পাশাপাশি শুভস্মিতা ঘুরতে, ছবি তুলতে, আঁকতে, নাচ করতে এবং গল্প লিখতে ভালোবাসেন।