পুজোর ঠিক মুখেই মুক্তি পায় চারটি বাংলা ছবি। তবে এই চারটির মধ্যে সব থেকে চর্চায় থেকেছে দেবের বাঘা যতীন এবং সৃজিত মুখোপাধ্যায়ের দশম অবতার। এসভিএফের তরফে মাঝে মধ্যেই ছবির রিপোর্ট কার্ড দর্শকদের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে। কিন্তু বাঘা যতীন এই বারো দিনে মোট কত টাকা আয় করল সেই হিসেবে মেলেনি। তবে এবার সেই বিষয়ে আভাস দিলেন খোদ দেব।
বাঘা যতীন প্রসঙ্গে দেব
এদিন এক্সে দেব বাঘা যতীন ছবির একটি পোস্টার ভাগ করেন। সেখানে বুড়িবালামের সেই জঙ্গলের মধ্যে একটা নদীতে তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। আর ছবির উপরে লেখা 'ব্লকবাস্টার দ্বিতীয় সপ্তাহ।' এই পোস্টের পোস্ট করে দেব ক্যাপশনে লেখেন, 'যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং তাঁর সহ মুক্তি যোদ্ধাদের অবদান ও আত্মবলিদানের সম্পর্কে জানুন বাঘা যতীনের সাথে।' ফলে এখনও স্পষ্ট নয় পুজোর আবহে এই ছবি মোট কত টাকা আয় করেছে। অন্যদিকে ইতিমধ্যেই দশম অবতার ৫ কোটি এবং রক্তবীজ ৩ কোটি পেরিয়ে গিয়েছে।
বাঘা যতীন ছবিটি নিয়ে নানা সময়ে দেব নানা কথা বলেছেন। আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা স্পষ্টই জানান এটা তাঁর কেরিয়ারের সেরা ছবি। অভিনেতার কথায়, 'আমার মনে হচ্ছে এটা আমার কেরিয়ারের সেরা ছবি। আমি এখনও পর্যন্ত ৪০-৪৫টা ছবি করেছি, কিন্তু নিঃসন্দেহে বলতে পারি এটা আমার কেরিয়ারের সেরা ছবি। আমার মায়ের এই ছবিটা খুব পছন্দ হয়েছে। মা বলেছে এতদিন তুই যা যা ছবি করেছিস তার মধ্যে এটাই সব থেকে ভালো লেগেছে।'
অভিনেতা আরও জানান তাঁর মা বলেছেন যে স্বাধীনতা সংগ্রামীদের এভাবেই শ্রদ্ধা জানানো উচিত। তাঁর মতে এই ছবি 'স্বাধীনতা সংগ্রামের দলিল।'
একদিকে যখন বাঘা যতীন রমরমিয়ে বক্স অফিসে ব্যবসা করছে, অন্যদিকে ব্যোমকেশ ও দুর্গ রহস্য ছবিটিও ষষ্ঠীর দিন নন্দনে হাউজফুল গিয়েছে। এই বিষয়ে তিনি বলেন, 'খুব কম অভিনেতার জীবনে এমনটা হয়েছে। আসলে চেষ্টাটাই মূল বিষয়। আমার মনে হয় কোনও চরিত্র নিয়ে আমি যেভাবে পরিশ্রম করি সেভাবে খুব কম অভিনেতাই করেন। আর মানুষ এখন সেটা বুঝতে পারছে দেখে আরও ভালো লাগছে।'
বাঘা যতীনের প্রিমিয়ারে দেব-রুক্মিণীর নাচ
বাঘা যতীনের প্রিমিয়ারে জমিয়ে নাচ করেন দেব এবং রুক্মিণী। সম্প্রতি সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁদের সঙ্গে রূপম ইসলামকেও দেখা যায় সেই ভিডিয়োতে।
বাঘা যতীন প্রসঙ্গে
১৯ অক্টোবর মুক্তি পায় বাঘা যতীন। এই ছবিতে নাম ভূমিকায় আছেন দেব। তাঁর সঙ্গে সৃজা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, কোলাজ সেনগুপ্ত, রোহন ভট্টাচার্য, প্রমুখকে দেখা যাচ্ছে। অরুণ রায় পরিচালনা করেছেন এই ছবির।