দশেরা বলুন বা বিজয়া দশমী, আজকের দিনটা গোটা ভারতের কাছের অত্যন্ত বিশেষ। বিভিন্ন জায়গায় বিভিন্ন রীতিনীতি মেনে চলছে পুজো। মনে করা হয় আজকের দিনই রাবণকে বধ করেছিলেন রাম। অন্যদিকে দেবী দুর্গার হাতে পরাস্ত হয়েছিলেন অসুর। তাই অশুভের বিনাশ ঘটিয়ে আজকে শুভ এবং সত্যকে প্রতিষ্ঠা করার দিন। রাবণের কুশপুত্তলিকা পুড়িয়ে এদিন রামের বিজয় পালন করা হয় উত্তর ভারতে। অন্যদিকে বাংলায় চলে দেবী বরণ, সিঁদুরখেলা। এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তুলতে চাইছেন? তাহলে পছন্দের প্লেলিস্টে রাখুন এই গানগুলি।
কোন গান চালাবেন বিজয়া দশমীতে?
রাম সিয়া রাম: আদিপুরুষ ছবিটা নিয়ে যতই বিতর্ক হোক না কেন, এই গমছবির এই গানটি কিন্তু বিজয়া দশমীর অনুষ্ঠানে বাজা চাই চাই এবার। সচেত এবং পরম্পরার গাওয়া গানটির মাধ্যমে রাম সীতার যে সম্পর্ক সেটাকে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে।
রঘুপতি রাঘব রাজা রাম: কুছ কুছ হোতা হ্যায় সিনেমাটি যেমন জনপ্রিয় তেমনই সেই ছবির এই গান। এখানেও রাম বন্দনা শুনতে পাওয়া যায়। সব থেকে বড় কথা এই গানে ক্লাসিক্যাল এবং ওয়েস্টার্ন টাচ দুটোই আছে। ফলে ৮ থেকে ৮০ এটা সকলেরই পছন্দ হবে।
প্রেম লীলা: প্রেম রতন ধন পায়ো ছবির এই গানটি বেশ জনপ্রিয়। আমান ত্রিখা এবং বিনীত সিংয়ের গাওয়া এই গানটি বুঝিয়ে দেয় রাম এবং সীতার সম্পর্ক কতটা সুন্দর, গভীর ছিল সেটাই।
রাম জি কী চাল: একটু অন্য ধরনের রিদমিক কিছু গান চাইছেন? তাহলে অবশ্যই বেছে নিন এটি। রাম লীলা ছবির এই গানটি দশেরার জন্য একেবারে আদর্শ গান।
মা শেরাওয়ালি: পুজোর মুড আরও একটু বজায় রাখতে চালাতে পারেন এই ভক্তিগীতি। এটা তো কেবল রাম রাবণের যুদ্ধে শেষদিন নয়, নবরাত্রি এবং দুর্গাপুজোর শেষদিন। তাই নাহয় এই দিনটি ভক্তিগীতি দিয়েই শেষ হোক।
এই গানগুলো দিয়েই তবে এবারের দশেরা বা বিজয়া দশমীর প্লেলিস্ট বানিয়ে ফেলুন