'কিঁউকি সাস ভি কভি বহু থি' ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির এক মাইলফলক। এই সুপারহিট শো শেষ হওয়ার পর ১৫ বছর অতিক্রান্ত। তবুও মিহির-তুলসীর চরিত্র গেঁথে রয়েছে দর্শক মনে। এই সিরিয়ালের সুবাদেই পেশাদার সম্পর্ক তৈরি হয়েছিল স্মৃতি ইরানি ও প্রযোজক একতা কাপুরের। পেশাদারিত্বের গণ্ডি ভেঙে এখন তাঁরা ঘনিষ্ঠ বন্ধু। তাই শত ব্যস্ততার ফাঁকেও আড্ডা দিতে ভোলেন না তাঁরা।
সম্প্রতি এক ক্যাফেতে খোশমেজাজে ধরা দিলেন দুই পুরোনো বান্ধবী। সেই একান্ত আলাপের নানান মুহূর্ত ধরা পড়ল একতার ইনস্টাগ্রাম স্টোরিতে। বন্ধুর লেগপুল করার সুযোগ হাতছাড়া করলেন না বালাজি টেলিফিল্মসের কর্ণধার।
একটি ভিডিয়োয় দেখা গেল স্মৃতির ওজন বাড়ানোর চেষ্টায় একতা। জিতেন্দ্র কন্যা বলেন, ‘স্মৃতি কত্ত রোগা হয়ে গিয়েছে, তাই আমি ওকে এই কেক-পেস্ট্রি খাইয়ে মোটা করার চেষ্টা চালাচ্ছি। ওর মুখটা দেখুন, কত পাতলা হয়ে গেছে। কী ফিট দেখাচ্ছে! কিন্তু এখন ও এইগুলো সব খাবে’। এরপরই টেবিলে সাজানো একগুচ্ছ পেস্ট্রি-র দিকে ক্যামেরা তাক করেন একতা।
অপর এক ভিডিয়োতে একতাকে বলতে শোনা গেল, ‘আমাকে মোটা লাগছে, কারণ আমি এগুলো সব খাচ্ছি। ও তো কিছুই খাচ্ছে না। আমি ওকে বাড়ি থেকে এখানে ধরে এনেছি যাতে আমি এইসব খেতে পারি’।
এদিন শাখাঁ-পলা আর শাড়িতে পাওয়া গেল বিজেপি নেত্রী স্মৃতি ইরানিকে। অন্যদিকে সাদা-কালো সিল্কের কাফতানে সেজেছিলেন একতা। সদ্যই ইন্টারন্যাশন্যাল এমি অ্যাওয়ার্ড জিতেছেন একতা। সেই সেলিব্রেশনেই কি এই মোলাকাত? তা অবশ্য জানা নেই।
এই মুহূর্তে নিজের রাজনৈতিক কেরিয়ার নিয়েই ব্যস্ত স্মৃতি। আমেঠির সাংসদ তথা নারী ও শিশুকল্যান দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী স্মৃতি। ২০১৩ সালে শেষ ছোট পর্দায় দেখা মিলেছে তাঁর। একতা কাপুরেরই ‘এক থি নায়িকা'তে দেখা মিলেছিল স্মৃতির। ২০০০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল কিঁউকি সাস ভি কভি বহু থি।
এই সিরিয়াল নিয়ে মাস কয়েক আগে এক সাক্ষৎকারে তুলসী ওরফে স্মৃতি জানান, বাচ্চা প্রসব করার ৩ দিন পরেই কাজে ফিরেছিলেন। এর কারণ হিসাবে স্মৃতি বলেন, ‘কারণ আমি গরীব ছিলাম। আর গরীব মানুষেরা টাকা রোজগারের কোনও সুযোগই হারাতে চায় না। আমার মতো রোজের আয়ের উপর ভিত্তি করে থাকা মানুষকে আপনি যদি বলেন, কাজ হঠাৎ করে বন্ধ করতে, তার হার্ট অ্যাটাক আসবে। আমরা ক্ষেত্রেও তো তাই-ই। দারিদ্র্যের একটা নিজস্ব চাপ থাকে।’