বিনোদন দুনিয়ায় ফের একটা খারাপ খবর। প্রয়াত এমি পুরস্কারজয়ী অভিনেতা আন্দ্রে ব্রাওর। ১১ ডিসেম্বর সোমবার ৬১ বছর বয়সে মারা যান আন্দ্রে। অভিনেতার ম্যানেজার জেনিফার অ্যালেন সমবাদমাধ্যমকে জানান, অভিনেতা কিছুদিনের অসুস্থতার মধ্যেই মারা যান। প্রসঙ্গত, ‘হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট’. ব্রুকলিন ৯৯ সিরিজের জন্য সবথেকে বেশি পরিচিতি পেয়েছিলেন আন্দ্রে ব্রাওর।
আন্দ্রে ব্রাওর মৃত্যুকালে রেখে গেলেন তাঁর অভিনেত্রী স্ত্রী অ্যামি ব্র্যাবসনকে । তিনও বাওরের সঙ্গে 'হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট'-এও অভিনয় করেন। তাদের তিন সন্তান, মাইকেল, ইশাইয়া এবং জন ওয়েসলি রয়েছেব সেইসঙ্গে রয়েছেন তার ভাই চার্লস এবং মা স্যালি।
১৯৬২ সালে ১ জুলাই শিকাগোতে জন্ম হয় অভিনেতা আন্দ্রে ব্রাওর-এর। সেন্ট ইগনাশিয়াস কলেজ প্রিপে থেকে তিনি উচ্চ শিক্ষা লাভ করেন। পরে তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে একটা বৃত্তি অর্জন করেন, সেখান থেকেই তিনি ১৯৮৪ সালে থিয়েটারে বিএ সহ স্নাতক হন। তারপর তিনি বিখ্যাত জুলিয়ার্ড স্কুলের ড্রামা বিভাগে যোগ দেন, যেখান থেকে তিনি ১৯৮৮ সালে স্নাতক হন।
আরও পড়ুন-জীবনে বড় সিদ্ধান্ত নিলেন পরীমনি, কিন্তু কেন বলছেন ‘আমার স্বাভাবিক হতে সময় লাগবে’!
আরও পড়ুন-'উগ্র পৌরুষ'ই ভরসা, তবু থামছে না 'অ্যানিম্যাল' এর দৌড়, ১২ দিনে রণবীরের ছবির আয় কত?
পরবর্তী সময়ে মি: ব্রাওর ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত পুলিশি পদ্ধতি নিয়ে বানানো কমেডি সিরিজ 'ব্রুকলিন নাইন-নাইন'-এ ক্যাপ্টেন রেমন্ড হল্টের ভূমিকা অভিনয় করে পরিচিতি পান। পরে এনবিসি নাটক 'হোমিসাইড: লাইফ অন দ্য লাইফ অন দ্য এনবিসি'-তে গোয়েন্দা ফ্র্যাঙ্ক পেম্বলটনের চরিত্রে অভিনয়ের জন্যও পরিচিত ছিলেন। এরপর ১৯৯৮ সালে, 'হোমিসাইড: লাইফ অন স্ট্রিট'-এ গোয়েন্দা ফ্র্যাঙ্ক পেম্বলটনের ভূমিকার জন্য এমি জিতে নেন ব্রাওর। ২০০৬ সালে, এফএক্স মিনি-সিরিজ 'থিফ'-এ হেস্ট ক্রু লিডার নিক অ্যাটওয়াটারের চরিত্রে অভিনয় করে দ্বিতীয়বার এমি জিতেছিলেন।
১৯৮৯-সালে গ্লোরিতে, ম্যাথিউ ব্রডরিক এবং ডেনজেল ওয়াশিংটনের বিপরীতে প্রথবার সিনেমায় অভিনয় করেন আন্দ্রে ব্রাওর। তিনি টমাস সিয়ারলেস চরিত্রে অভিনয় করেছিলেন, তিনি একজন মুক্ত কৃষ্ণাঙ্গ ব্যক্তি যিনি প্রথম ব্ল্যাক রেজিমেন্টে যোগদান করেছিলেন। আন্দ্রে ব্রাওর। 'সিটি অফ এঞ্জেলস', 'ফ্রিকোয়েন্সি', 'পোসেইডন', 'প্রাইমাল ফিয়ার', 'ডুয়েটস', 'দ্য মিস্ট', 'ফ্যান্টাস্টিক ফোর: রাইজ অফ দ্য সিলভার সার্ফার', 'সল্ট' এবং 'সল্ট' এর মতো সিনেমায় অভিনয় করেছেন।