এমনিতে সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ বাংলাদেশের পরীমনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুগামীর সংখ্যাও নেহাত কম নয়। ছেলে রাজ্যকে নিয়ে প্রায়দিনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় পরীকে। শুধু ছেলে নয়, সাম্প্রতিক সময়ে স্বামী শরিফুল রাজের সঙ্গে দাম্পত্য কলহ চলাকালীন তিনি প্রায়দিনই ফেসবুকের পাতায় লেখালেখি করেছেন। তবে ইদানিংকালে ‘পরী’কে একটু কমই সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে। কিন্তু কেন?
সম্প্রতি বাংলাদেশের ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পরীমনি। সেখানে তিনি নিজেই খোলসা করলেন তাঁর জীবনের হালহকিকত। পরীমনি জানান, ‘অনেক বেশি কাজ করতে হবে, বিষয়টা তা নয়। আমি হারিয়ে যাইনি। আমি ভালোভাবেই আছি। জীবন হ হয়ত আমার পরীক্ষা নিচ্ছে, তবে আমি ভেঙে পড়ার মানুষ নই। সুন্দর সুন্দর সিনেমা করতে চাই, সংখ্যাটা বড় নয়। আমি ঠিক করেছি, একদম বেছে বেছে ভালো ভালো কাজ করব।এখন আমার সন্তান আছে, তাকেও সময় দিতে হবে, সবকিছু ভেবেই শ্যুটিং করতে হবে। নানু মারা যাওয়ার পর আমার স্বাভাবিক হতে সময় লাগবে।’
এদিকে কিছুদিন আগেই নানু (মায়ের বাবা)কে হারিয়েছেন পরীমনি। আর তারপর পরীমনি বেশ ভেঙে পড়েছিলেন। কারণ, অনেক ছোটতে বাবা-মাকে হারানোর পর নানা শামসুল হক গাজীর কাছেই বড় হয়েছেন পরীমনি। খারাপ-ভালো সব সময়ই পরীকে আগলে রেখেছিলেন তিনি। দাদুর দেহ নিয়ে গিয়ে ভিটে পিরোজপুরের ভান্ডারিয়ায় দিদিমার পাশেই কবর দিয়েছেন পরীমনি।
আরও পড়ুন-শ্রীদেবীর ছোট মেয়ে খুশির সঙ্গে রোম্যান্স করবেন সইফ পুত্র ইব্রাহিম, তাঁদের মেলাচ্ছেন করণ
অন্যদিকে স্বামী শরিফুল রাজের সঙ্গে পরীমনিরর পথ অনেকদিনই হল আলাদা হয়ে গিয়েছে। দুজনেই দুজনের মতো করে নিজেদের জীবনে ব্যস্ত দুজনের কাজ নিয়ে। শোনা যাচ্ছে শরিফুল রাজ নাকি এই মুহূর্তে সিনেমার কাজে কলকাতাতেই রয়েছেন।
প্রসঙ্গত ২০২২ সালের ১০ জানুয়ারি পরীমনি ও শরিফুল রাজের সম্পর্কের খবর জানা যায়। এদিকে এর কয়েকদিন পর ওই বছরের ২২ জানুয়ারি ঘরোয়াভাবে বিয়ে করেন রাজ-পরীমনি। বিয়ের পরই জানা যায় পরী অন্তঃসত্ত্বা। বিয়ের ১০ মাসের মাথাতেই পরীমনির কোলজুড়ে আসে তাঁদের সন্তান। স্বামীর সঙ্গে মিলিয়ে অভিনেত্রী ছেলের নাম রেখেছিল রাজ্য। তবে সেই সন্তানের জন্মের পর থেকেই তাঁদের দাম্পত্য কলহের খবর সামনে আসতে থাকে। এখন অবশ্য তাঁরা আলাদাই থাকছেন। কিছুদিন আগে স্বামী শরিফুল রাজকে ডিভোর্সের চিঠিও পাঠিয়েছিলেন পরীমনি। তারপর থেকে নানুর সঙ্গেই থাকছিলেন। তবে সম্প্রতি সেই আশ্রয়ও হারিয়েছেন অভিনেত্রী।