প্রত্যাশা ছিল রবিবার রাতে কেরিয়ারের ৮ নম্বর ফিল্মফেয়ার জিতে কিশোর কুমারের সোনালি রেকর্ড ছুঁয়ে ফেলবেন অরিজিৎ সিং। গত বছর ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ‘কেশরিয়া’ গানের জন্য সেরা প্লে-ব্যাক গায়কের পুরস্কার জিতেছিলেন অরিজিৎ, এই বছরও ‘ডাঙ্কি’র লুট পুট গায়া, অ্যানিম্যাল-এর সতরঙ্গা গানের জন্য জোড়া মনোনয়ন ঝুলিতে এসেছিল অরিজিতের। কিন্তু শেষ পর্যন্ত ব্ল্যাক লেডি গেল সঙ্গীতশিল্পী ভূপিন্দর বাব্বলের ঝুলিতে।
রণবীর-রশ্মিকার ‘অ্যানিম্যাল’ ছবির ‘আরজন ভ্যালি’ গানের জন্য পঞ্জাবি গায়ক ভূপিন্দর এই খেতাব জিতলেন। অরিজিৎ-ভূপিন্দরের পাশাপাশি এই বছর সেরা গায়কের দৌড়ে ছিলেন সোনু নিগম (নিকলে থে কভি হাম ঘরসে, ডাঙ্কি), শাহিদ মালিয়া (কুদময়ি, রকি অউর রানি কি প্রেম কাহিনি), বরুণ জৈন,সচিন-যিগর, শাবাদ ফারিদি, আতামাস ফারিদি (তেরে ওয়াসতে, যারা হটকে যারা বাঁচকে)।
যে গান ঘিরে বিতর্ক ছিল চরমে, সেই বেশরম রং গেয়ে সেরা প্লে-ব্যাক গায়িকার সম্মান পেলেন শিল্পা রাও। সেরা মিউজিক অ্যালবম নির্বাচিত হল অ্যানিম্যাল।
বর্তমানে বলিউডে অরিজিতের কম্পিটিশন তিনি নিজে, একথা বললে খুব একটা অত্যুক্তি করা হয় না। একটানা পাঁচবার ফিল্মফেয়ার জয়ের বিরল নজির গড়েছিলেন অরিজিৎ। ২০১৬ সালে ‘ইয়ে দিল হ্য়ায় মুশকিল’-এর জন্য সেরার স্বীকৃতি আসে গায়কের ঝুলিতে, এরপর ‘সূরজ ডুবা হ্য়ায়..’ (২০১৭), ‘রোকে না রুকে নয়না’ (২০১৮), ‘ইয়ে বতন’ (২০১৯) এবং ‘কলঙ্ক’ (২০২০) গানের জন্য বলিউডের অন্যতম সম্মানীয় ও ঐতিহ্যশালী ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন অরিজিৎ। ফিল্মফেয়ারের ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি সেরা গায়কের (৮ টি) ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন কিশোর কুমার।
ফিল্মফেয়ারের মঞ্চে মিউজিকের অনন্যা বিভাগে কারা পুরস্কৃত হলেন? দেখুন এক নজরে-
সেরা গায়িকা- শিল্পা রাও, বেশরম রং (পাঠান)
সেরা মিউজিক অ্যালবাম- অ্যানিম্যাল
সেরা গীতিকার- অমিতাভ ভট্টাচার্য (তেরে ওয়াসতে, জারা হটকে জারা বাচকে)
উঠতি মিউজিক প্রতিভা (আরডি বর্মন অ্য়াওয়ার্ড)- শ্রেয়াস পুরানিক (সাতরঙ্গা, অ্যানিম্যাল)
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর- সঞ্চিত বালহারা এবং অঙ্কিত বালহারা (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)