ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত হয় ‘ফিল্মফেয়ার’। গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত হচ্ছে এই অ্যাওয়ার্ড শো। ৬৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের কার্টেন রাইজার শনিবার গুজরাটে একটি অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়। ২৭ ও ২৮ জানুয়ারি দুই দিন বসছে ৬৯ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের জমকালো আসর। কার্টেন রাইজার ইভেন্টে অনেক তারকাই অংশ নেন। প্রথমদিন অনুষ্ঠান সঞ্চালনার ভূমিকায় ছিলেন অভিনেতা অপারশক্তি খুরানা এবং করিশ্মা তান্না।
শুরুর অংশ হিসাবে, ডিজাইনার শান্তনু এবং নিখিল একটি ফ্যাশন শো উপস্থাপন করেছিলেন, যেখানে শোস্টপার ছিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। শান্তনু ও নিখিলের ডিজাইন করা আউটফিট পরে এ দিন ব়্যাম্পে চোখ ধাঁধানো লুকে ধরা দেন বলি ডিভা। শোয়ে সবথেকে বেশি ছিল কালো এবং সাইরেন লাল সহ অন্যান্য শেডের কয়েকটি আউটফিট। শোস্টপার কী পরেছেন? আরও পড়ুন: আচমকা সিনেমা হলে হাজির ‘ফাইটার’ হৃতিক, অনিল, করণরা, কী প্রতিক্রিয়া মিলল দর্শকদের থেকে
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৪-এর শোস্টপার জাহ্নবী কাপুর
ডিজাইনার শান্তনু এবং নিখিল গুজরাট ট্যুরিজমের সঙ্গে ৬৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের কার্টেন রাইজারে কালো পোশাক কালেকশন তুলে ধরেছেন। তাঁদের লেবেল থেকে একটি কালো গাউন পরে র্যাম্পে হেঁটেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। র্যাম্পে অন্যান্য মডেল এবং ডিজাইনারদের সঙ্গেও পোজ দিয়ে ছবি তুলেছেন বলি ডিভা। ন্যূনতম আনুষাঙ্গিকে স্টাইল করে মখমল কালো গাউন পরেছেন জাহ্নবী।
জাহ্নবীর কালো মখমলের গাউনের নেকলাইন বেশ চওড়া। কর্সেটেড বডি এবং কোমরের কাছে চওড়া বেল্ট পরেছেন অভিনেত্রী। মাটি পর্যন্ত লুটিয়ে রয়েছে জাহ্নবীর মারমেইড কাটিং গাউন। পোশাকের সঙ্গে ম্যাচিং কানের দুল, আংটি এবং ম্যাচিং কালো হাই হিল পরেছেন বলি সুন্দরী।
প্রসঙ্গত, শশাঙ্ক খৈতান-পরিচালিত 'ধড়ক' ছবিটির হাত ধরে বলিউডে পা রাখেন জাহ্নবী কাপুর। পরে ঘোস্ট স্টোরিজ, গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল, গুড লাক জেরি, বাওয়াল সহ বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন শ্রীদেবী কন্যা।
প্রেম চর্চায় জাহ্নবী কাপুর
করণ জোহরের কফি-আড্ডাতেই জাহ্নবী মুখ ফস্কে প্রায় স্বীকার করেই ফেলেছেন, শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। জাহ্নবীকে করণ প্রশ্ন করেন, তাঁর ফোনের ‘স্পিড ডায়াল’-এ কাদের নম্বর আছে। জাহ্নবী উত্তর দিতে গিয়ে তাঁর বাবা বনি কাপুর ও বোন খুশির পাশাপাশি শিখরের নামও বলে ফেলেন। সম্প্রতি একাধিক বার একসঙ্গে দেখা গিয়েছে যুগলকে। তিরুপতি দর্শন থেকে গণপতি বিসর্জন, এমনকি গত বছর মণীশ মলহোত্রের দীপাবলির পার্টিতেও একসঙ্গে উপস্থিত হয়েছিলেন জাহ্নবী ও শিখর।