২০২০ সালে মা হয়েছেন কালকি কোয়েচলিন। ফুটফুটে কন্যা সন্তান স্যাফো-র মা তিনি। তবে নেটদুনিয়ায় প্রায়ই কটাক্ষের মুখে পড়তে হয় কালকিকে। কারণ আপাতত খাতায় কলমে অবিবাহিত। বিয়ে না হয়েও মেয়ের জন্ম দেওয়ায় প্রায়ই এই অভিনেত্রীকে নিয়ে চলে সমালোচনা।
Mashable India-এর সাথে একটি সাক্ষাৎকারে কালকি সম্প্রতি সেই ঘটনা নিয়ে মুখ খুললেন। সাফ জানান তাঁর ইতিমধ্যেই বিবাহবিচ্ছেদ হয়েছে এবং তাঁর বর্তমান সঙ্গী বিয়েতে আগ্রহী নয়। ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি অভিনেত্রী বলেন, ‘আমার তখন ডিভোর্স হয়ে গেছে। ও বলল, ‘আমি বিয়েতে আগ্রহী নই’। সুতরাং আমরা দুজন মিলেই বিয়ে না করার সিদ্ধান্ত নেই। তবে আমরা একসঙ্গেই থাকি।’ প্রসঙ্গত, কালকি সম্পর্কে আছেন ইজরায়েলী গাই হার্সবার্গের সঙ্গে। যিনি পেশায় পিয়ানোবাদক।
স্যাফো-র জন্মের পরও কাল্কির গলাতে ছিল এই একই সুর। তখন তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘সবচেয়ে ভালো বিষয় হল আমাদের দুজনের পরিবারই প্রচলিত ধ্যানধারণায় বিশ্বাসী নয়। বিয়ের ছাড়াই সন্তানের বাবা-মা হওয়ার ব্যাপারে তাঁরা আপত্তি জানাননি। আমার মা শুধু বলছেন, পরেরবার যখন বিয়ে করবে মনে রাখবে সারা জীবন সেই মানুষটার সঙ্গে কাটাবে। যেহেতু আমার আগে একবার বিয়ে ভেঙেছে তাই আমি তাড়াহুড়ো করি এটা মাও চায়নি।’ আরও পড়ুন: ‘সত্যিকারের রত্নকে হারালাম!’, নীতীন দেশাইয়ের আত্মহত্যায় চোখে জল বলিউডের
প্রেগন্যান্সির সময় কালকি জানিয়েছিলেন, এটা তাঁদের কাছে আনপ্ল্যানড ছিল। খবরটা পেয়ে বেশ হকচকিয়েই গিয়েছিলেন তিনি। তবে গাই দারুণ খুশি হয়েছিল। আসলে তাঁদের ইচ্ছে ছিল, বছর দুয়েক পর সন্তানের জন্ম দেওয়ার। যদিও মেয়েকে বড় করে তোলায় কোনও কমতি রাখেননি।
অনুরাগ কাশ্যপের পরিচালনায় ২০০৯ সালে ‘দেব ডি’ ছবি দিয়ে অভিনয়ে পা রাখেন কালকি। ২০১১ সালে পরিচালক অনুরাগের গলাতেই মালা দেন। ২০১৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদ ঘোষণা করেন এই দম্পতি। ডিভোর্সে আনুষ্ঠানিক শিলমোহর পরে দু বছর পরে।
‘মার্গারিটা উইথ এ স্ট্র’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘দ্য গার্ল ইন ইয়ালো বুটস’-এর মতো ছবিতে প্রশংসা পেয়েছে কালকির অভিনয়। কাজের সূত্রে, কালকি কোয়েচলিনকে পরবর্তীতে 'মেড ইন হেভেন ২'-এ দেখা যাবে। সম্প্রতি প্রকাশিত হয়েছে ওয়েব সিরিজটির অফিসিয়াল ট্রেলার। এতে অর্জুন মাথুর, শোভিতা ধুলিপালা, জিম সার্ভরা রয়েছেন। ওয়েব সিরিজটি ১০ আগস্ট থেকে প্রাইম ভিডিয়োতে প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে।